![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের ভিতর জল জলের ভিতর ছল-তার সাথে না চল, বুঝবি যখন হবে খলসারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় হয়েছি,কখন দুঃখ কখন আনন্দে দিনগুলি কাটাছি,একটু ভাঙ্গা ভাঙ্গা লেখার অভ্যাস আছে, তাই লেখে যায়।
বার বার মুত্যূ পরেও আবার নতুন করে জন্ম পেলো !
নতুন সূর্য -নতুন নিঃশ্বাস বিশ্বাস-আরও হলো
সমগ্র আবেগের নয়া চিন্তাচেতনার সৃষ্টি উম্মাদ?
আর্তনাদে করে বাঁচ্চতে চাই বলেই হবে না আর দুঠোঁটের মিতালী
সমগ্র কৃতির মাঝে আনতে চাও কেন অনাকৃতির পীতি;
পূন্যবান হতে চাই বলে রবি শশী,নিঃশ্বাস বিশ্বাস রৌদ্রযশে -
এসো সবে দূঢ় প্রত্যয় মনে বেঁচে থাকি বিশ্বাসে-
আবার নাহয় নতুনভাবে মরতে চাই বলে উপকারের কৃতজ্ঞার সাথে;
খুশি হোক দুনিয়া -শান্তি পায় আত্মা,নতুন জন্মের আরাধনার মাঝে-
শুধু কিয়ামতের অনুভূতি রুপে চাই না আর ভূমিকম্পনে মুত্যূ-
তুমি রব,তুমি সব দিয়েছো নিত্যক্ষণ হেদায়তের
শান্তি সুখের লক্ষকোটি বিন্দুর সিন্ধু ।
০৪/০১/১৬
=======
©somewhere in net ltd.