নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীন ভালোবাসা

অজয় জয়

আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।

অজয় জয় › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

দূরবীন স্পর্শ

অজয়

প্রথম বর্ণমালা কি বলেছি তা আজ বুঝি

একের পর এক ধাপ গুলো পেরিয়ে

জীবনের বাকে এত কিছু জেনেছি ।

এত অক্ষর থেকে বেছে নিয়ে প্রিয় শব্দ -

তারপর এক একটি পুনাগ্য বাক্য ।



যে বাক্য হৃদয় গহীনে আষ্টেপৃষ্টে

সুর তোলে আনমনে তুমি দূরে থেকেও কাছে

শুধুই অনুভবে প্রতি স্পন্দনে আর প্রিয় দীঘশ্বাষে।

তবুও এই দূরবীন দুরত্বে থেকেও ভাবতে ভালোই লাগে

সেই পথ সেই সূর্যাস্ত ।



ঠিক এই ভাবেই আমার পৃথিবীতে প্রতিদিন তোমার উদয় হয়

আবার সূর্যাস্ত হয় আমার পৃথিবীতে হৃদয় গহীনে ।

তাই হয়তো এখনো আমাকে ভীষণ কাছে টানে

আবার ঠেলে দেয় নিজের পৃথিবী থেকে

অন্য পৃথিবীতে অন্য কোন খানে ।



যেখানে আগুনের কুণ্ডলীতে স্বপ্ন সাঁজাই ।



এত কাছে আসতে পেরেছিযে তোমার -

পৃথিবীতে , হতে পারে এটাই সত্যিযে

শুধুই স্বপ্নের বীজ বুনেছি ,

ভীষণ দুর্বিষহ সময়ে ক্যানভ্যাসে আঁকা ছবি দূরবীন স্পর্শে –

সেই পথে , লেকের জলে এক হয়ে দুজনে

মিশে গিয়েছি সময়ের আহ্বানে ।



পরিচিত জ্যামের শহরে এপথ ওপথ ধরে আনমনে

ছুটে যাওয়া রাইফেল স্কয়ারে ।

মুহূর্তযে এত ভালোলাগা হতে পারে

যদি সেই গৌধূলী বিকেল আর একবার

তোমার হাতে এনে দিতে পারতাম তবেই বুঝতে ।



কফির কাপের চুমুকে সেই মুহূর্তটাকে

আজও চুমুখাচ্ছি নিজেরিই অজান্তে ।

সেই কফির স্বাদ আজও জড়িয়ে আছে

অন্তজগতের পরতে পরতে ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.