| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজয় জয়
আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।
ক্যানভাস
অজয়
ব্যস্ততা আর ক্লান্তির অবসান খুঁজতে খুঁজতে
দুটি চোখের পাতায় শিশির জমে ।
দৃষ্টি মিশে যায় যেখানে নক্ষত্র লোকিত অভিমানী
নিঝুম তাঁরা ঝরে রাতে ।
হারিয়ে যায় জীবনও তাঁর গতি থেমে যায় উল্লাসের গ্যালারী
সময়ের স্লোগানে ।
শুধু শূন্যতা নীরব সময় টুকরো টুকরো মেঘের মত
জমা হলে আজোর বৃষ্টি ।
সেই সব মেঘের মত ক্রমে হয়ে যায় ভারী অশ্রু
জমে থাকা ঝর্ণার মত বুকে বয়ে যায় ।
এত ভালোবাসা এত প্রেম চিরদিন অজোরে ঝরে
তবুও ভাবতে ভালই লাগে পাওয়া না পাওয়ায় ,
সৃষ্টিতে বার বার হৃদয় জানালায় ফিরে আসে
আশা নিরাশায় জীবন স্বপ্নে ভাসে ফিকেরঙে ।
তবুও ভাবতে ভালোই লাগে রং খুঁজি নতুন সৃষ্টিতে
ঠিক এভাবেই কাছাকাছি দৃষ্টিতে ।
©somewhere in net ltd.