| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজয় জয়
আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।
অপ্রকাশিত শিরোনাম
অজয়
আর কত থমকে যাব মৃত্যু প্রতিনিয়ত তারা করে বেড়াচ্ছে
বেঁচে থেকে আরও কত মৃত্যুর হাতছানি দেখব
এই জীবন - মৃত্যুর লড়াইয়ে
হেরে যেতে হচ্ছে অসহায় জীবন ।
এখনো অধীর প্রতীক্ষায় দুটি চোখ দূরবীন দূরে
ভালোলাগা একটি শিরোনামে ''আমারা ভালো আছি ''
না ভালো নেই, হৃদয়ে স্বপ্নের বীজ দুমরে মুচরে যাচ্ছে
নিঃশ্বাস পাল্টে যাচ্ছে বেঁচে থাকার বিশ্বাস এখন হায়নার মত।
এখন রক্তের চেয়ে দামি ঐ মিনারেল নামক জলের বোতলের
কেননা সেই জলে পোকা দরেনি দাবি গবেষকদের
পোকা দরেছে আমাদের রক্তে ক্ষমতার লড়াইয়ে
চুষে চুষে খেয়ে ফেলবে সব জীবিত কোষ গুলোকে ।
এখনো নাকি স্বাধীনতা চায় এই বাংলাদেশ
আর কত স্বাধীনতা আর কত দাঙ্গা হাঙ্গামা খুন হলে বিশ্বের ক্যানভাসে আঁকতে পারবে আমারা চির স্বাধীন ।
প্রতি সন্ধ্যায় ঘরে ফিরে স্বপ্ন বুনি আর একটা আগামীর
যেখানে দীর্ঘশ্বাস নেই
যেন বিষণ্ণতায় মধ্যরাতে ঘুম ভেঙ্গে হাত না বুলাতে হয়
আঁধারের গায়ে ।
এমন একটি শিরোনাম কবে কোন সূর্যোদয়ে আসবে
''আমারা অনেক ভালো আছি ''
©somewhere in net ltd.