নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরবীন ভালোবাসা

অজয় জয়

আমি ভালোবাসি আমার দেশকে ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে গান করতে ও লিখতে.।.।.।.।.।

অজয় জয় › বিস্তারিত পোস্টঃ

গল্পের শিরোনামে ও বিশ্লেষণে

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৮

গল্পের শিরোনামে ও বিশ্লেষণে



অপ্রকাশিত সহজ গল্পের শিরোনামে এসেছ তুমি

উদ্ভাস্তু চাঁদের মায়াবী হাসি হয়ে।

যে হাসি ধার করে নেওয়া প্রতিদিনের রক্তিম

সূর্যের কাছ থেকে ।



আবেগি হৃদয় ভাবে কত নাবলা কথা ।

দৃষ্টি হারিয়ে যায় যত দূরে

তোমার হাঁসি অবিনাশী স্বপ্নরাশি চোখের আঙ্গিনাতে ।

আরালে শূন্যতা বিবাগী স্বপ্ন নীলিমাতে

বিবর্ণ হৃদয়ে বিষণ্ণতার জাল বুনে মায়ার মোহনাতে।

ভাবতে হয় নিস্তব্দ রাতে কেন গুম হারা

বিষাদ স্বপ্নেরা ভীর করে তৃষ্ণান্ত ক্লান্ত আমার সাথে।



হিমেল হাওয়া বড় বেশী অনুভবে

তবুও পাই যা কিছু থাকে অবিশেষে ।



এতোটাই ভালবেশে স্রিতিরা শিহরিত ।

অপ্রকাশিত রুদ্র বিলাপ গল্পের বিশ্লেষণে

তুমি তৃষ্ণান্ত প্রানের স্পন্দনে ,

জীবনের কক্ষপথের নক্ষত্র হয়ে

সন্ধ্যাতারা নিঝুম রাতের শিরোনামে ।



শুকতারা হয়ে আমার আকাশে, গৌদুলি আবির মাখা

দূরে দিগন্তের মত ধু-ধু হয়ে তবুও হৃদয়ের ঠিকানাতে ,

সূর্যের যত আলো তারও বেশী ভালোবাসা যেখানে

খাঁচায় বন্দী পাখির মত ক্রমশ পালক ঝরে যায় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.