![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী নিকষ কালো আর মদির অনন্ত রাত! আমাদের এবং আমাদের পুর্বজদের স্মৃতির জন্মেরও অনেক আগে এই রাতের শুরু। ফলে আমরা কখনো দেখিনি কাউকে, কেউ দেখেনি আমাদের। আমরা শুনি। দুরাগত যেকোন শব্দের তরজমা জমা হয় আমাদের মগজে। আমরা শুনতে পাই বিবিধ কৃষ্ঞকনার অনুরনন, কালোত্তের অর্কেস্ট্রা। আমরা গন্ধ পাই। পাথুরে মাটির অনেক গভিরে ঘুমন্ত বা সাঁতাররত বিবিধ জীবকনা, ভবিষ্যতে পচে উঠবে এমন যাবতিয় মেদ-মাংশ সবকিছুর গন্ধ বহুদিন জমে থাকে আমাদের নাকে। এই দীর্ঘস্থায়ি ঘ্রান আমাদের প্রায়শই বিভ্রান্তিতে ছুঁড়ে দেয়। যেমন, অনেক কাল আগে, আমাদের হাতে খুন হয়ে যাওয়া আমাদেরই জন্মদাতা বা জন্মদাত্রির একান্ত ঘ্রান এখনো সমান জাগ্রত। অথবা কিছুকাল আগে ধর্সন পরবর্তি মৃত মেয়েটির গলিত স্তন কিংবা জংঘার ঘ্রান ফিকে হতে হতে আবার হামলে পড়লে, ঘ্রানতাড়িত আমাদের আরেকটি শিকার অবশ্যাম্ভাবি হয়ে পড়ে। অনিশ্বেষ অন্ধকারে অভিযোজিত আমরা বুকে হাঁটার কৌশল রপ্ত করে ফেলেছি কয়েক জন্ম আগেই, ফলে মাটির কাছাকাছি প্রানীগুলোর সাথে আমাদের সরিসৃপতা জমে উঠেছে বেশ। যে প্রানীরা তাদের প্রস্বাব ছিটিয়ে অধিকারে রাখতো এলাকার নির্দিস্টতা, তাদের শিকার করে শেষ করে ফেলেছি অনেক আগেই এবং তাদের সেই দখলিস্বত্তের কৌশলটিকেও ভালো রপ্ত করেছি। বলে রাখা ভালো, এই সুমিস্ট অন্ধকার আমাদের শিখিয়েছে গোস্ঠিবদ্ধতা, আরেক গোস্ঠির কাছ থেকে অধিকতর অন্ধকার জায়গাগুলো ছিনিয়ে নেয়ার কৌশল। আমরা একসাথে থাকি, কালোঝড়, কালোবৃস্টি বা কালোবরফের কালে। দুর্যোগের রোমন্চকর সময়গুলোতে আমরা পরস্পরের ভিতরে প্রোথিত হতে থাকি আরো বেশি। আমাদেরর মাংশানুতে পরস্পরের ঢুকে পড়া, দলগত রমনপ্রক্রিয়া আমাদের যুথবদ্ধতাকে বহুমাত্রিকতা দিয়েছে।
আমাদের মাঝে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ণ ও বয়সীজন, স্বীয় বর্জ্য-বিস্ঠার নান্দনিক ঘ্রান নিয়ে আমাদের ঘনিস্ট হয় এবং আমাদের এক শংকার কথা জানায়। প্রথাগতভাবে আমরা বেশি বয়সীদের কালোবরফপাতের সময়টাতে গোস্ঠির চর্বির চাহিদার কথা ভেবে হত্যা করি ও পুঁতে রাখি গুহার অনেক গভিরে। তবে এই বয়সীজন আমাদের শিখিয়েছে অন্ধকারের নিঃশর্ত আনুগত্য মেনে কীভাবে নতজানু হতে হয়, সবার উপর কালো সত্য তার উপর কেউ নায়-এই আপ্ত বাক্যটি তার কাছেই শিখেছি ও মেনেছি আমরা। কালোত্তের একত্ববাদের বিপরিত চিন্তার কথা কারো মাথায় আসলে সেই মাথা কেটে ফেলার পন্থাও সে শিখিয়েছে আমাদের। সে আমাদের আরো শিখিয়েছে কীভাবে সদ্য ভুমিস্ট দুর্বল মেয়ে বাচ্চাদের বলি দি্তে হয় অন্ধকার ফিকে হয়ে আসার সম্ভাবনা দেখা দিলে, অন্য গোস্ঠির গুহা বা মেয়ে বা বুড়ো শিকার কীভাবে করতে হয়। ফলে প্রতি কালোবরফপাতের কালে এই বয়সীজন তার সমসাময়িক অন্যান্য বয়সীদের মেদ-মাংশে ফুলে ফেঁপে ওঠার সুজোগ পেয়ে যাচ্ছে। সে আমাদের জানালো, এক ব্যাখাতীত গন্ধ পেয়েছে সে। আমরা কী পেয়েছি এমন কোন ঘ্রান? আমরা নাসারন্ধ ছড়িয়ে দীর্ঘ শ্বাষ নিই। গোস্ঠির প্রতিটি মৃত বা জীবিত জনের আলাদা-আলাদা গন্ধ, প্রতিযোগী গোস্ঠি প্রধানের তিব্র প্রস্বাবের গন্ধ, কয়েক প্রজাতির সরিসৃপ ও মাকড়ের গন্ধ ছাড়াও আমরা অনিশ্চিৎ কালো ভবিষ্যতের কিছুটা ঘ্রান পাই। বয়সীজন সেসব নাকচ করে দিয়ে আমাদের অজ্ঞতায় কর্কশ হাসে।
"শোন তবে। বহুকাল আগে চীরঅন্ধকার যুগের সময়; কোন এক ভ্রস্ট পবিত্র অন্ধকারকে অস্বিকার করে আগুন জ্বালানোর কৌশল শিখেছিল। আগুন কী বুঝলে না তো? আগুন হচ্ছে সেই অমোচনিয় পাপ, যে পাপে পবিত্র অন্ধকার কুলষিত হয়, অন্ধকারের কোল থেকে তার অমৃতের সন্তানদের কেড়ে নিয়ে জ্বালিয়ে দেয়। সেই ভ্রস্ট আদীমানুষের জ্বালানো আগুনে ঝাঁপ দিয়েছিল অনেক পাপিস্ঠ মানুষ। তারপরের ইতিহাস খুব বেদনার। আমাদের মাংশের স্বাদ গেল কমে, কারন সবাই শিখলো আগুনে ঝলসে খাওয়ার নিয়ম, ফলে দাঁতের ধার গেল কমে, ভোঁতা হয়ে গেল নখ, দুর্বল হয়ে গেলাম আমরা, কমে গেল শিকার দক্ষতা। আমিষ ছেড়ে ঘাস-লতা-পাতা-শাক-সব্জি-ফলমুল খাওয়ার শুরু হয়ে গেল। আরো ভয়ংকর ব্যাপার হলো, ঐ অপবিত্র আগুনের ঔজ্বলে সবাই সবার উত্থিত-নির্জিব শিশ্ন, ভেজা-শুকনো যোনী, উন্নত-অনুন্নত স্তন দেখে লজ্জায় পড়ে গেল, ছাল-চামড়া দিয়ে ঢেকে ফেললো নিজেদের। না, না; এটিই শেষ নয়। এর চাইতেও ভয়ংকর ঘটনা ঘটেছিল। তারা সেই অপবিত্র আগুনের উপাসনা শুরে করেছিল, যুগপৎ ভয়ে ও শ্রদ্ধায়।"
এই ইতিহাসের কিছু-কিছু আমাদের জানা। বয়সীজন আমাদের আরো জানায় এই অপবিত্র আগুন সভ্যতা নামের যে মেকি মুক্তির আশা দেখিয়েছিল, তা আদতে ছিল; এই মহান অন্ধকার থেকে সবাইকে দুরে রাখার অভিসন্ধি। আগুনের সভ্যতা সাময়িক জিতে গেলেও, মহান অন্ধকার ঠোঁট বেঁকিয়ে হেসেছিলেন। কারন তিনি জানতেন, আগুনের বিপরিতেই তাঁর অবস্থান এবং তিনি আরো জানতেন, কোন আগুনই অনন্তকাল জ্বলে থাকতে পারে না, তাকে হাওয়া দিয়ে, কাঠের শুস্কতা দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। একসময় এই হাওয়া আর কাঠের যোগানদার ক্লান্ত ও বিষন্ন হয়ে পড়বে, প্রবল ঘৃনায় ঝাঁপিয়ে পড়বে একে অন্যের উপর। এবং ঠিক তখনই মহান অন্ধকার গিলে ফেলবেন নিভু নিভু আগুনের শেষটুকুও।
তো, সেই বয়সীজন আমাদের জানায়; ঐ অপ্রাকৃত গন্ধ যা সে পেয়েছে, তা ঐ অভিশপ্ত আগুনের উপজাত, যাকে বলে ধোঁয়া!!
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮
আকাশচুরি বলেছেন: শুভ কামনা আপনার জন্যও, ভালো থেকেন
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬
মামুন রশিদ বলেছেন: বিভ্রম কিংবা ঘোরগ্রস্ততার পদ্য । মুগ্ধতা ।
ভালো থাকবেন আকাশচুরি ভাই । নিয়মিত হলে খুব ভালো হত ।
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১
আকাশচুরি বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫
অপূর্ণ রায়হান বলেছেন: মুক্তগদ্যের পূর্ণ স্বাদ পেলাম না , প্রবন্ধের দিকে ঝোঁক বেশী লেগেছে ।
ভালো থাকুন অনেক
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১
আকাশচুরি বলেছেন: জি, এটা এলেবেলে গদ্য
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৫
ডি মুন বলেছেন: প্রথম ভালোলাগা++++++
মুক্তগদ্য ভীষণ ভালো লেগেছে। এমন ঘোরলাগা লেখা বরাবরই ভালো লাগে। এই মুহূর্তে আকাশ অম্বর ভাই -এর লেখাগুলোর কথা মনে পড়ছে।
এই ইতিহাসের কিছু-কিছু আমাদের জানা। বয়সীজন আমাদের আরো জানায় এই অপবিত্র আগুন সভ্যতা নামের যে মেকি মুক্তির আশা দেখিয়েছিল, তা আদতে ছিল; এই মহান অন্ধকার থেকে সবাইকে দুরে রাখার অভিসন্ধি।
ব্লগে নিয়মিত হলে আমরা সবাই উপকৃত হতাম।
অটঃ এ লেখাটিতে অসংখ্য টাইপো আছে। আরেকবার কষ্ট করে পড়ে এডিট করে দিলে লেখাটা আরো চমৎকার হয়ে উঠবে।
শুভেচ্ছা রইলো।
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২
আকাশচুরি বলেছেন: অনেক ধন্যবাদ ডি মুন, ভালো থেকেন সব সময়
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১৭
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার। লেখাটা খুব ভালো লাগল।
দ্বিতীয় ভালো লাগা।
আশাকরি নিয়মিত লেখা পাব আপনার কাছ থেকে।
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩
আকাশচুরি বলেছেন: প্রবাসী পাঠককে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো খুব
৬| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৫
নস্টালজিক বলেছেন: আঁধারনামা-র শুরুটা ইন্টেরেস্টিং। পুরো গল্পটাও। আমি যদি ঠিক ধরে থাকি তাহলে শুরু আর এগিয়ে যাওয়াটা কি সৃষ্টির শুরুর গল্পটাই? আপনার ভাবনায়?
শুভেচ্ছা জানবেন, তারিক।
আপনার লেখার হাত শক্তিশালী। শব্দ বুনোন মজবুত।
ভালো থাকুন নিরন্তর।
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫০
আকাশচুরি বলেছেন: অনেক ধন্যবাদ রানা ভাই, ভালো ছিলেন নিশ্চয়
এই এলেবেলে লেখাটাকে বিভিন্ন দৃস্টিতেই দেখা যায়
৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখা। কেমন আছেন?
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
আকাশচুরি বলেছেন: হামা বস, ভালোই আছি এই সময়ের নিরিখে
কেমন যাচ্ছে দিনকাল আপনার?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১
আকাশচুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমার অনিয়মিত ব্লগে স্বাগতম!
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক অন্যরকম। ভালো মত বুঝতে আবার পড়তে হবে।
ভালো আছেন তারিক ভাই?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
আকাশচুরি বলেছেন: গত বছরের রিপ্লাই দিচ্ছি এই বছরে!!
আমি আছি ভালই, কেমন ছিলেন আপনি?
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
আকাশচুরি বলেছেন: ধন্যবাদ বস
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।