নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

আগে মানুষ বাঁচাও তারপর স্বীকৃতি দাও....

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:২৫

"ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে- ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য এবং পর্তুগাল"- এসব নিউজ হেডলাইন দেখে পিত্তি জ্বলে যায়!

এক্সক্লেমেশন!
কোনো কাগজে ‘রাষ্ট্র’ লিখে দিলে মানুষ বাঁচে না। রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দরকার, কিন্তু তার আগে থামাও বন্দুক, তাত্ক্ষণিক খুলে দাও মানবিক করিডর, উদ্ধার কর আর্ত-পিড়ীত মানুষ, ওষুধ পাঠাও, চিকিৎসা দাও। যদি শব্দে কেবল স্বীকৃতি আর বাক্যে অনুশাসন থেকে যায়, তাহলে কাগজে লেখা কোন কাজে আসবে? মানুষ বাঁচাও- এটাই প্রথম এবং শেষ উদ্দেশ্য।

রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কোনো মা তার সন্তানকে বুকে ফিরে পাবে না। কোনো পতাকা, কোনো সনদ- একজন শিশুরও হারানো শ্বাস, হৃদস্পন্দন ফেরাতে পারে না। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে তাদের সবচেয়ে বড় প্রয়োজন- মানবতার হাত। ফিলিস্তিনিবাসীর জীবন রক্ষা। দরকার নিরাপত্তা, খাবার, চিকিৎসা, আশ্রয়। 'স্বীকৃতি: কাগজে লেখা নাম মাত্র, কিন্তু জীবন হলো রক্ত-মাংসের বাস্তবতা। ফিলিস্তিনের প্রতিটি রক্তাক্ত শরীর যেন চিৎকার করে বলছে- “আমাকে বাঁচাও, কাগুজী স্বীকৃতি নয়।”

তাই আগে জীবন, তারপর রাষ্ট্র। আগে মানুষ বাঁচাও, তারপর রাজনীতি করো। মানবতার ঋণ শোধ হয় কেবল মানবিকতায়, কোনো কাগজে নয়।


(ফেসবুকে এই পোস্ট দেওয়ার জন্য ইয়াহু শাবকরা রেস্ট্রিকশন দিয়েছে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.