![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
“আমি একজন ব্লগার” ব্লগে এটাই আমার পরিচয় ছবি, অন্তর্জাল থেকে।
ব্লগ আসলে এক ধরনের মুক্ত মঞ্চ। এখানে প্রত্যেকে নিজের ভাবনা, মতামত, অভিজ্ঞতা ও জ্ঞানের আলো ভাগাভাগি করেন। এই মঞ্চে কারও আসল পরিচয় হচ্ছে তার লেখা, যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপন ভঙ্গি।
কিন্তু দুঃখজনক হলো, কেউ কেউ ব্লগে এসে লেখার মান বা যুক্তির জোরে না দাঁড়িয়ে বরং নিজেকে আলাদা পরিচয়ে তুলে ধরতে চান- “আমি মুক্তিযোদ্ধা”, “আমি ডাক্তার”, “আমি প্রফেসর”, কিংবা “আমি ইঞ্জিনিয়ার”, "আমি অমুক", "আমি তমুক" ইত্যাদি। এ ধরনের পরিচয় আসলে বাড়তি সুবিধা আদায়ের এক প্রকার প্রচেষ্টা। যেনো তার বক্তব্যকে সমালোচনার ঊর্ধ্বে রাখা যায় বা অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করা যায়, কিংবা বিশেষ মর্যাদা দাবি করা যায়।
বাস্তবে ব্লগের জগতে এসব বাহ্যিক পরিচয়ের কোনো মূল্য নেই। এখানে যার লেখার ভেতর যুক্তি আছে, প্রমাণ আছে, আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, দেশপ্রেম আছে, নৈতিকতা আছে- তিনিই গ্রহণযোগ্য। আর যার লেখায় ফাঁপা বুলি, অহেতুক দম্ভ বা পরিচয়ের ভরসা, তার লেখা পাঠকের কাছে টিকে থাকে না।
তাই ব্লগে সবচেয়ে বড় পরিচয় হলো- “আমি একজন ব্লগার”। বাকি সব পরিচয় ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ব্লগে আসল পরিচয় শুধু লেখার শক্তি ও সততা।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
নতুন নকিব বলেছেন:
হৃদয় নিংড়ানো অভিনন্দন এমন আন্তরিকতাপূর্ণ মন্তব্যের জন্য। জানি না, কখনও আপনার সাথে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য হবে কি না, যদি হয়, বিশ্বাস করছি, অবশ্যই আপনাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রেখে তবেই তাপিত হৃদয় প্রশান্তি লাভ করবে। যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন, মহান প্রতিপালক আপনাকে অনেক অনেক কল্যানের ভেতরে রাখুন, এই প্রার্থনাই করি।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪
আলামিন১০৪ বলেছেন: ঠিক, কিন্তু কে আবার “আমি অমুক” বলল?
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ।
মাঝে মাঝে সুমুতে লিখি। নিয়মিত না, কারন আসতে পারিনা নানাবিধ কারনে। কিন্তু একেবারেই লিখি না তা নয়। কিন্তু কিছু রিএ্যাকশন দুরত্ব বাড়িয়ে দেয়। ধরুন আমি একটা কিছু লিখলাম আর সেটা প্রকাশিত হল, তারপর কেউ ধমকাধমকি শুরু করলো, "এগুলা কি সব, বা** ছা** লেখেন" এই ধরনের মন্তব্য।, আগে ইংলিশে লেখতো, "গার্বেজ" এখন প্রমোশন হইছে। এগুলো দেখেলে সামুতে ফিরে আসার রুচি থাকেনা। অথচ দেখেন এই চরিত্রের ব্লগারের সংখ্যা অতি নগণ্য। ৫০০ তে হয়তো ১ টা। ঐ একটা ব্লগারই এক ড্রাম দুধে এক ফোঁটা গু এর মত।
সামুতে প্রায় সব ব্লাগরই অসাধারণ লেখেন। একেকজন একেক বিষয়ে লেখেন, যে যার যার মতামত প্রকাশ করেন বা নিজেদের সৃষ্টি (গদ্য কিংবা পদ্য), কষ্ট করে লিখে আমাদের সাথে শেয়ার করেন। সবার সৃষ্টি সবার কাছে ভালো লাগবে বা গ্রহনযোগ্য হবে এমন গ্যারান্টি দিতে পারেনা। ভালো লাগলে ভালো, না লাগলে সেটাও ভদ্রভাষায় প্রকাশ করা যায় তাই না?
রীতিমত গায়ের উপর উঠে ধমকাধমকি, বাজে শব্দের প্রয়োগ করে কি আরাম পায়? "আমি আপনি অপেক্ষা উত্তম", এটা প্রমাণ করার জন্য বাজে শব্দ ব্যাবহার করে কোন ধরনের 'উত্তম' হইলাম?
লিখতে পারি আর না পারি, ব্লগে এসে পড়ার চেষ্টা করি। পড়তে ভালো লাগে।
আপনি ভালো থাকবেন, আরো আরো লিখবেন। সবার জন্য শুভ কামনা রইলো।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
আরোগ্য বলেছেন: পরিচয় দিলে যে বাড়তি সুবিধা পাওয়া যায়, ইহা কিন্তু নির্মম সত্য। ব্লগে লেখার চেয়ে কে তা লিখলো সেটা মূল্যায়ন করা হয় তা যতই অখাদ্য হোক।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
১ জন ব্লগারের বই বেরিয়েছে বই মেলায়; উনার বইয়ের নাম "অলৌকিক কুরান ও বিস্ময়কর হাদিস"; এই লোক সম্পর্কে আমি জানতে চাই, উনার শিক্ষাদীক্ষা কিসের উপর।
১ গর্দভ লিখেছে যে, "অনেক আমেরিকানরাও জানে না যে, আমেরিকায় নিউইয়র্ক নামে শহর আছে, আবার একটি রাজ্যের নামও নিউইয়র্ক"। আমি এই লোকের প্রফেশান ও শিক্ষা সম্পর্কে জানতে চাই।
১ জন অনেক উঁচু পদের সরকারী কর্মচারী "হজ্বের স্মৃতি" নিয়ে লিখেছেন; আমি জানতে চাই ইহা কোন বড় পদে চাকুরী করেছিলো! হজ্বই কি উনার জীবনের বড় অভিজ্ঞতা?
এসব নিয়ে আপনার কি সমস্যা?
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮
আলামিন১০৪ বলেছেন: আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ।
মাঝে মাঝে সুমুতে লিখি। নিয়মিত না, কারন আসতে পারিনা নানাবিধ কারনে। কিন্তু একেবারেই লিখি না তা নয়। কিন্তু কিছু রিএ্যাকশন দুরত্ব বাড়িয়ে দেয়। ধরুন আমি একটা কিছু লিখলাম আর সেটা প্রকাশিত হল, তারপর কেউ ধমকাধমকি শুরু করলো, "এগুলা কি সব, বা** ছা** লেখেন" এই ধরনের মন্তব্য।, আগে ইংলিশে লেখতো, "গার্বেজ" এখন প্রমোশন হইছে। এগুলো দেখেলে সামুতে ফিরে আসার রুচি থাকেনা। অথচ দেখেন এই চরিত্রের ব্লগারের সংখ্যা অতি নগণ্য। ৫০০ তে হয়তো ১ টা। ঐ একটা ব্লগারই এক ড্রাম দুধে এক ফোঁটা গু এর মত
বলতে না বলতেই, বান্দা হাজির..
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
@আলআমিন ১০৪,
ব্লগে লিলিপুটয়ানরাই মেজোরিটি।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫
নজসু বলেছেন:
আমি একজন অধম এক পাঠক।
লেখার সাথে সাথে নানা রং রসের কমেন্টও পাঠ করি।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি লিখেছেন যে, ব্লগারের পরিচয় হচ্ছে লেখায়, যুক্তিতে, বিশ্লষণে ও উপস্হাপনায়।
-আপনি ধর্মীয় পোষ্টে বলেছেন, জ্বীন আছে! ইহাতে আপনার কোন যুক্তি ও বিশ্লেষণ আছে?
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০
সামরিন হক বলেছেন: সহমত
শুভেচ্ছা জানাচ্ছি।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
ডার্ক ম্যান বলেছেন: আমি একজন পাঠক ও মন্তব্যকারী। লিখতে পারি না। তাই পুরোপুরি ব্লগার ভাবি না।
ব্লগে একজন সাধারণ পাঠক হিসেবে আমার অভিজ্ঞতা ২/৩ টা ঘটনা বাদে ভালো।
জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান এক হেডামওয়ালা সিনিয়র সিটিজেন ব্লগার আমাকে ব্লক করেছেন যুক্তিতে না পেরে।
কেউ কেউ আমাকে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে পোস্ট দিয়েছেন।
আবার বউদির মত শুভাকাঙ্ক্ষী লোকজনও পেয়েছি ব্লগ থেকে।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ডার্ক ম্যান @জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান এক হেডামওয়ালা সিনিয়র সিটিজেন ব্লগার আমাকে ব্লক করেছেন যুক্তিতে না পেরে। আমাকে ব্লক করেছেন লেখার সাথে মিল না রেখে কমেনট করেছি তাই। আইরনি হলো আমি বিএনপিকে নিয়ে কোনো খারাপ কথা বলি নাই । ।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
@কুতুব,
বিএনপি'র লোকেরা জানে যে, মিলিটারী ক্যু ও শাসনের যারা বিশ্বাস করে, তারা বিএনপি, জাপা ও শিবিরে আছে। বিএনপি'কে খারাপ বলার মতো জ্ঞান আপনার না থাকাতে, আপনার কমেন্টের কোন মুল্য নেই বলে ধরে নিয়েছেন উনি।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @ যে লেখায় কমেনট করেছিলাম সেটা ছিলো মসজিদ রিলেটেড লেখা । সেখানে বিএনপি কে নিয়ে খারাপ কথা কেন লিখবো ? লতিফ সাহেব কে জেলে নেয়া হয়েছে সেটা নিয়ে উনার মতামত জানতে চেয়েছিলাম। তিনি আপনারে উদাহরন দেখিয়ে আমাকে ব্লক করেছেন । ।
আওয়ামি লিগ-বিএনপি-জামাত কেমন দল এগুলো গুগল করলেই বের হয়ে আসবে । ইনফোরমেশন এখন এভেইলেভেল ।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
@কুতুব,
২ বারের মুক্তিযোদ্ধা ও ফরহাদ মাঝারের সাথে গুম হওয়া লোকজন কঠিন ব্লগার।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: আমিও একজন ব্লগার। তবে অনিয়মিত। আগের মতো সময় পাই না।
আপনিও একজন ব্লগার এবং আমার খুব প্রিয়।