![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
“আমি একজন ব্লগার” ব্লগে এটাই আমার পরিচয় ছবি, অন্তর্জাল থেকে।
ব্লগ আসলে এক ধরনের মুক্ত মঞ্চ। এখানে প্রত্যেকে নিজের ভাবনা, মতামত, অভিজ্ঞতা ও জ্ঞানের আলো ভাগাভাগি করেন। এই মঞ্চে কারও আসল পরিচয় হচ্ছে তার লেখা, যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপন ভঙ্গি।
কিন্তু দুঃখজনক হলো, কেউ কেউ ব্লগে এসে লেখার মান বা যুক্তির জোরে না দাঁড়িয়ে বরং নিজেকে আলাদা পরিচয়ে তুলে ধরতে চান- “আমি মুক্তিযোদ্ধা”, “আমি ডাক্তার”, “আমি প্রফেসর”, কিংবা “আমি ইঞ্জিনিয়ার”, "আমি অমুক", "আমি তমুক" ইত্যাদি। এ ধরনের পরিচয় আসলে বাড়তি সুবিধা আদায়ের এক প্রকার প্রচেষ্টা। যেনো তার বক্তব্যকে সমালোচনার ঊর্ধ্বে রাখা যায় বা অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করা যায়, কিংবা বিশেষ মর্যাদা দাবি করা যায়।
বাস্তবে ব্লগের জগতে এসব বাহ্যিক পরিচয়ের কোনো মূল্য নেই। এখানে যার লেখার ভেতর যুক্তি আছে, প্রমাণ আছে, আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, দেশপ্রেম আছে, নৈতিকতা আছে- তিনিই গ্রহণযোগ্য। আর যার লেখায় ফাঁপা বুলি, অহেতুক দম্ভ বা পরিচয়ের ভরসা, তার লেখা পাঠকের কাছে টিকে থাকে না।
তাই ব্লগে সবচেয়ে বড় পরিচয় হলো- “আমি একজন ব্লগার”। বাকি সব পরিচয় ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ব্লগে আসল পরিচয় শুধু লেখার শক্তি ও সততা।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭
নতুন নকিব বলেছেন:
হৃদয় নিংড়ানো অভিনন্দন এমন আন্তরিকতাপূর্ণ মন্তব্যের জন্য। জানি না, কখনও আপনার সাথে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য হবে কি না, যদি হয়, বিশ্বাস করছি, অবশ্যই আপনাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রেখে তবেই তাপিত হৃদয় প্রশান্তি লাভ করবে। যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন, মহান প্রতিপালক আপনাকে অনেক অনেক কল্যানের ভেতরে রাখুন, এই প্রার্থনাই করি।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪
আলামিন১০৪ বলেছেন: ঠিক, কিন্তু কে আবার “আমি অমুক” বলল?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০১
নতুন নকিব বলেছেন:
ব্লগে একটু চোখ রাখলেই বুঝতে পারবেন।
মন্তব্যে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ।
মাঝে মাঝে সুমুতে লিখি। নিয়মিত না, কারন আসতে পারিনা নানাবিধ কারনে। কিন্তু একেবারেই লিখি না তা নয়। কিন্তু কিছু রিএ্যাকশন দুরত্ব বাড়িয়ে দেয়। ধরুন আমি একটা কিছু লিখলাম আর সেটা প্রকাশিত হল, তারপর কেউ ধমকাধমকি শুরু করলো, "এগুলা কি সব, বা** ছা** লেখেন" এই ধরনের মন্তব্য।, আগে ইংলিশে লেখতো, "গার্বেজ" এখন প্রমোশন হইছে। এগুলো দেখেলে সামুতে ফিরে আসার রুচি থাকেনা। অথচ দেখেন এই চরিত্রের ব্লগারের সংখ্যা অতি নগণ্য। ৫০০ তে হয়তো ১ টা। ঐ একটা ব্লগারই এক ড্রাম দুধে এক ফোঁটা গু এর মত।
সামুতে প্রায় সব ব্লাগরই অসাধারণ লেখেন। একেকজন একেক বিষয়ে লেখেন, যে যার যার মতামত প্রকাশ করেন বা নিজেদের সৃষ্টি (গদ্য কিংবা পদ্য), কষ্ট করে লিখে আমাদের সাথে শেয়ার করেন। সবার সৃষ্টি সবার কাছে ভালো লাগবে বা গ্রহনযোগ্য হবে এমন গ্যারান্টি দিতে পারেনা। ভালো লাগলে ভালো, না লাগলে সেটাও ভদ্রভাষায় প্রকাশ করা যায় তাই না?
রীতিমত গায়ের উপর উঠে ধমকাধমকি, বাজে শব্দের প্রয়োগ করে কি আরাম পায়? "আমি আপনি অপেক্ষা উত্তম", এটা প্রমাণ করার জন্য বাজে শব্দ ব্যাবহার করে কোন ধরনের 'উত্তম' হইলাম?
লিখতে পারি আর না পারি, ব্লগে এসে পড়ার চেষ্টা করি। পড়তে ভালো লাগে।
আপনি ভালো থাকবেন, আরো আরো লিখবেন। সবার জন্য শুভ কামনা রইলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৬
নতুন নকিব বলেছেন:
এমন আন্তরিক মন্তব্য রেখে যাওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা।
আপনার তিক্ত অভিজ্ঞতার বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারছি। কারণ, এমন অভিজ্ঞতার মুখোমুখি এখানে আমাকেও হতে হয়েছে। আসলে একজনের অযাচিত মন্তব্যই মাঝে মাঝে পুরো পরিবেশকে বিষিয়ে তোলে। কিন্তু আপনি ঠিকই বলেছেন, সামুর বেশিরভাগ লেখক-লেখিকা দারুণ লিখেন এবং সুন্দরভাবে মত প্রকাশ করেন। আমার কাছেও এমনটাই মনে হয়।
আপনার লেখাগুলোও আমরা আগ্রহ নিয়ে পড়ি। নিয়মিত না হলেও, মাঝেমধ্যে লিখে আমাদের সবার সঙ্গে স্মৃতি, অভিজ্ঞতা এবং জ্ঞানের বিষয়গুলো ভাগ করে নেওয়াটাই অনেক বড় আনন্দের বিষয় মনে করি। আশা করি, নেতিবাচক দৃষ্টিভঙ্গির কিছু লোকের অশিষ্ট মন্তব্য আপনাকে ব্লগে লেখালেখি থেকে নিরুৎসাহিত করতে পারবে না। অবশ্যই ব্লগে থাকবেন এবং লিখবেন।
আপনিও অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মত হৃদয়বান মানুষেরা এই ব্লগকে যতদিন আলোকিত করবেন ততদিন ব্লগের প্রাণচাঞ্চল্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৯
আরোগ্য বলেছেন: পরিচয় দিলে যে বাড়তি সুবিধা পাওয়া যায়, ইহা কিন্তু নির্মম সত্য। ব্লগে লেখার চেয়ে কে তা লিখলো সেটা মূল্যায়ন করা হয় তা যতই অখাদ্য হোক।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৬
নতুন নকিব বলেছেন:
এমন সোজাসাপ্টা মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। পোস্ট তো আসলে এই কারণেই দেওয়া হয়েছে।
আপনি সত্য কথাই বলেছেন- অনেক সময় লেখার মানের চেয়ে লেখকের পরিচিতিই বেশি গুরুত্ব পেয়ে যায়, যা আসলেই হতাশাজনক। অথচ আসল মূল্যায়ন হওয়া উচিত লেখার বিষয়বস্তু ও মানের ভিত্তিতে, লেখকের পরিচয়ের ওপর নয়।
অবশ্য, এটা ঠিক যে, ভালো লেখা সবসময়ই নিজের জায়গা করে নেয়। আমি বিশ্বাস করতে চাই, এখানেও লেখকের পরিচয়ে নয়, ভালো লেখাকেই মূল্যায়ন করা হবে। আমাদের উচিত পরিচয়ের ঊর্ধ্বে উঠে গুণগত মানের ভিত্তিতে লেখাটিকেই গুরুত্ব দেওয়া।
মূল্যবান ভাবনা শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানবেন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
১ জন ব্লগারের বই বেরিয়েছে বই মেলায়; উনার বইয়ের নাম "অলৌকিক কুরান ও বিস্ময়কর হাদিস"; এই লোক সম্পর্কে আমি জানতে চাই, উনার শিক্ষাদীক্ষা কিসের উপর।
১ গর্দভ লিখেছে যে, "অনেক আমেরিকানরাও জানে না যে, আমেরিকায় নিউইয়র্ক নামে শহর আছে, আবার একটি রাজ্যের নামও নিউইয়র্ক"। আমি এই লোকের প্রফেশান ও শিক্ষা সম্পর্কে জানতে চাই।
১ জন অনেক উঁচু পদের সরকারী কর্মচারী "হজ্বের স্মৃতি" নিয়ে লিখেছেন; আমি জানতে চাই ইহা কোন বড় পদে চাকুরী করেছিলো! হজ্বই কি উনার জীবনের বড় অভিজ্ঞতা?
এসব নিয়ে আপনার কি সমস্যা?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪২
নতুন নকিব বলেছেন:
এসব নিয়ে আমার কোন সমস্যা নেই। সামু ব্লগের সমস্যার অধিকাংশই আপনাকে কেন্দ্র করে। আপনি সকলকে কটাক্ষ করেন। হেয় করে কথা বলেন। অসম্মানজনকভাবে "লিলিপুটিয়ান", "গার্বেজ" ইত্যাদি বাজে শব্দে ব্লগারদের সম্বোধন করেন।
আপনার এইসব বাজে আচরণের কারণে অধিকাংশ ব্লগার ক্ষুব্ধ এবং হতাশ।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮
আলামিন১০৪ বলেছেন: আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ।
মাঝে মাঝে সুমুতে লিখি। নিয়মিত না, কারন আসতে পারিনা নানাবিধ কারনে। কিন্তু একেবারেই লিখি না তা নয়। কিন্তু কিছু রিএ্যাকশন দুরত্ব বাড়িয়ে দেয়। ধরুন আমি একটা কিছু লিখলাম আর সেটা প্রকাশিত হল, তারপর কেউ ধমকাধমকি শুরু করলো, "এগুলা কি সব, বা** ছা** লেখেন" এই ধরনের মন্তব্য।, আগে ইংলিশে লেখতো, "গার্বেজ" এখন প্রমোশন হইছে। এগুলো দেখেলে সামুতে ফিরে আসার রুচি থাকেনা। অথচ দেখেন এই চরিত্রের ব্লগারের সংখ্যা অতি নগণ্য। ৫০০ তে হয়তো ১ টা। ঐ একটা ব্লগারই এক ড্রাম দুধে এক ফোঁটা গু এর মত
বলতে না বলতেই, বান্দা হাজির..
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
নতুন নকিব বলেছেন:
ছোটবেলায় শোনা একটি কথা মনে পড়ছে,
ইল্লত যায় না ধুইলে,
স্বভাব যায় না মইলে।
এখানে “ইল্লত” মানে হলো রোগ বা দোষ। আর “স্বভাব” মানে হলো মানুষের প্রকৃতি, অভ্যাস বা চরিত্র।
অর্থাৎ, রোগ থাকলে শুধু বাহ্যিকভাবে ধুইলে বা পরিষ্কার করলেই সেই রোগ সারে না। ঠিক তেমনি, মানুষের স্বভাব বা চরিত্র জোর করে চাপা দেওয়া বা আড়াল করার চেষ্টা করলেও তা সহসাই বদলানো যায় না।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
@আলআমিন ১০৪,
ব্লগে লিলিপুটয়ানরাই মেজোরিটি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
নতুন নকিব বলেছেন:
আপনার বিহেভিয়ার জঘণ্য!!!
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৫
নজসু বলেছেন:
আমি একজন অধম এক পাঠক।
লেখার সাথে সাথে নানা রং রসের কমেন্টও পাঠ করি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩৭
নতুন নকিব বলেছেন:
আপনার এমন সুন্দর ও বিনয়ী মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
পাঠক তো আসলে লেখকের সবচেয়ে বড় শক্তি। আপনি পড়েন, অনুভব করেন, প্রশংসা করেন- এসবই লেখাকে আরও প্রাণবন্ত করে তোলে। আপনার মতো পাঠকই লেখককে লিখতে অনুপ্রাণিত করেন। আপনি সবসময়ই পাশে থাকেন, এ জন্য বিশেষভাবে কৃতার্থ। অবশ্য আপনি একজন ভালো লেখকও বটে। কিন্তু আপনার ব্লগে গিয়ে আশ্চর্য্য হলাম এটা দেখে যে, ২০১৯ সালের পরে আপনি আর পোস্ট দেননি! অনুরোধ থাকবে, পোস্ট দেওয়ার জন্য।
নিয়মিত লিখুন, পড়ুন এবং মন্তব্য করুন। আল্লাহ তাআ'লার নিকট অনেক অনেক ভালো থাকার প্রার্থনা আপনার জন্য।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪০
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি লিখেছেন যে, ব্লগারের পরিচয় হচ্ছে লেখায়, যুক্তিতে, বিশ্লষণে ও উপস্হাপনায়।
-আপনি ধর্মীয় পোষ্টে বলেছেন, জ্বীন আছে! ইহাতে আপনার কোন যুক্তি ও বিশ্লেষণ আছে?
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪০
নতুন নকিব বলেছেন:
জ্বীনের অস্তিত্বে বিশ্বাস করা কুরআন দ্বারা স্বীকৃত। অবশ্য আপনাকে এসব বলে লাভ নেই, কারণ আপনি তো আবার প্রশ্ন করবেন, কুরআন আবার কী????
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০
সামরিন হক বলেছেন: সহমত
শুভেচ্ছা জানাচ্ছি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪১
নতুন নকিব বলেছেন:
পোস্টে এসে শুভেচ্ছা জানিয়ে যাওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভকামনা আপনার জন্যও।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
ডার্ক ম্যান বলেছেন: আমি একজন পাঠক ও মন্তব্যকারী। লিখতে পারি না। তাই পুরোপুরি ব্লগার ভাবি না।
ব্লগে একজন সাধারণ পাঠক হিসেবে আমার অভিজ্ঞতা ২/৩ টা ঘটনা বাদে ভালো।
জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান এক হেডামওয়ালা সিনিয়র সিটিজেন ব্লগার আমাকে ব্লক করেছেন যুক্তিতে না পেরে।
কেউ কেউ আমাকে স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে পোস্ট দিয়েছেন।
আবার বউদির মত শুভাকাঙ্ক্ষী লোকজনও পেয়েছি ব্লগ থেকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯
নতুন নকিব বলেছেন:
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
আসলে ব্লগ এমন এক জায়গা যেখানে নানান মানুষ, নানান মত, নানান অভিজ্ঞতা মিলেমিশে থাকে। কারও কাছ থেকে অযাচিত আচরণ যেমন পাওয়া যায়, তেমনি আবার আন্তরিকতা, ভালোবাসা, শুভকামনাও পাওয়া যায়।
আপনি লিখেন বা না লিখেন, পাঠক ও মন্তব্যকারীর ভূমিকাটাও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ পাঠক ছাড়া তো লেখার কোনো মানেই হয় না। আপনার মতামত ও প্রতিক্রিয়াই লেখাকে প্রাণবন্ত করে তোলে।
অপ্রিয় অভিজ্ঞতাগুলো পাশে সরিয়ে রেখে, শুভাকাঙ্ক্ষীদের কথাই আমরা মনে রাখবো। এটাই লেখালেখি ও পাঠচক্রের সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনি অনেক ভালো থাকুন, নিয়মিত পড়ুন ও মন্তব্য করুন। আপনার পোস্ট দেখেছি। ভালো। আত্মবিশ্বাসী হোন ইনশাআল্লাহ, আপনি অবশ্যই ব্লগে আরও ভালো এবং চমৎকার পোস্ট উপহার দিবেন।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ডার্ক ম্যান @জাতীয়তাবাদী আদর্শে বলীয়ান এক হেডামওয়ালা সিনিয়র সিটিজেন ব্লগার আমাকে ব্লক করেছেন যুক্তিতে না পেরে। আমাকে ব্লক করেছেন লেখার সাথে মিল না রেখে কমেনট করেছি তাই। আইরনি হলো আমি বিএনপিকে নিয়ে কোনো খারাপ কথা বলি নাই । ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩৩
নতুন নকিব বলেছেন:
দুঃখজনক।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
@কুতুব,
বিএনপি'র লোকেরা জানে যে, মিলিটারী ক্যু ও শাসনের যারা বিশ্বাস করে, তারা বিএনপি, জাপা ও শিবিরে আছে। বিএনপি'কে খারাপ বলার মতো জ্ঞান আপনার না থাকাতে, আপনার কমেন্টের কোন মুল্য নেই বলে ধরে নিয়েছেন উনি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪১
নতুন নকিব বলেছেন:
পতিত "বাল" -এর দোসর হিসেবে আপনি যে বিএনপির বদনাম করবেন, ইহা খুবই স্বাভাবিক। "বাল" কইছি দেইখ্যা আবার রাগ কইরেন না কিন্তু। বাল (BAL) বইল্যা আমি মূলতঃ Bangladesh Awami League এর সংক্ষিপ্ত রূপটা বুঝাইতে চাইছি।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @ যে লেখায় কমেনট করেছিলাম সেটা ছিলো মসজিদ রিলেটেড লেখা । সেখানে বিএনপি কে নিয়ে খারাপ কথা কেন লিখবো ? লতিফ সাহেব কে জেলে নেয়া হয়েছে সেটা নিয়ে উনার মতামত জানতে চেয়েছিলাম। তিনি আপনারে উদাহরন দেখিয়ে আমাকে ব্লক করেছেন । ।
আওয়ামি লিগ-বিএনপি-জামাত কেমন দল এগুলো গুগল করলেই বের হয়ে আসবে । ইনফোরমেশন এখন এভেইলেভেল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১০
জেনারেশন একাত্তর বলেছেন:
@কুতুব,
২ বারের মুক্তিযোদ্ধা ও ফরহাদ মাঝারের সাথে গুম হওয়া লোকজন কঠিন ব্লগার।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৭
নতুন নকিব বলেছেন:
মানুষকে সম্মান দিতে শিখেননি বলে মানুষও আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি নিজেকে উপহাসের পাত্রে পরিণত করেছেন।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১২
কামাল১৮ বলেছেন: অকাল প্রায়ত কবি আবুল হাসানের আত্মিয় বলে আমি ওনাকে অন্য চোখে দেখতাম।এই কবি ৭১ রে আমাদের গড়ে তোলা মুক্তাঞ্চলে কিছু দিন ছিলেন শশাঙ্কের বন্ধু হিসাবে।শশাঙ্ক আমাদের শহযোদ্ধা ছিলো।কিন্তু তার ঘুম হওয়া নিয়ে প্রশ্ন করায় আমাকেও ব্লক করেছেন।তার সকল পোষ্টে আমি মন্তব্য করতাম।এখন আর করতে পারি না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯
নতুন নকিব বলেছেন:
কবি আবুল হাসানের আত্মীয় বলে কাকে বুঝাতে চেয়েছেন, ঠিক বুঝতে পারিনি। খোলাসা করা যাবে?
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১৬
কামাল১৮ বলেছেন: উপরের মন্তব্যটি কুতুবের জন্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:০৪
মাথা পাগলা বলেছেন:
AI দিয়ে লেখা বন্ধ করুন। AI লেখা গাবেজ!
দেখে ভালো লাগলো যে আমি বলার পর AI এর "-" সাইনটা এডিট করে পোস্ট করছেন, যাতে কেউ ধরতে না পারে। " " “আমি মুক্তিযোদ্ধা”, "আমি অমুক"। আপানার লেখায় এটাও কিন্তু বোঝায় আপনি AI দিয়ে লিখেছেন।
তবে এগুলো এডিট করে লাভ নাই, সত্যি কথা বলতে কি আপনার যুক্তি বা লেখা যখন পড়ি, বুঝতে পারি আপনি AI দিয়ে লিখছেন। কারণ অনেক কিছুই খাপ ছাড়া থাকে। সতন্ত্র লেখা লিখতে না পারলে ব্লগার পরিচয় দেয়াটা ঠিক না, নতুবা AI কনটেণ্ট উল্লেখ করে দিন।
লাস্ট কমেন্টে AI দিয়ে ২০০০~৩০০০ শব্দের সংখ্যাগত স্ট্যাটস দিয়ে কেমেণ্ট করেছিলেন। যা খুবই বিরক্ত লেগেছিলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১১
নতুন নকিব বলেছেন:
মিঃ ম্যাথু প্যাগলু,
আপনার এআই -এর পেছনে লাগার হেতু কী তা??? এআই -এর এক গোছা চুলও আপনি ছিঁড়তে পারবেন বলে মনে করেন??? কোন একজন মাথা পাগল যদি মাথা খ্রাপ হয়ে এআই -এর গুষ্ঠি উদ্ধার করতে গিয়ে নিজের মাথা ভেঙ্গে ফেলে তাতে এআই -এর কিছু যাবে বা আসবে কি???
আপনি কি এআই চেনেন??? চেনেন বলে তো মনে হয় না। আমার লেখায় ইনভার্টেড কমা দেখে ভড়কে গেছেন দেখে তো মনে হচ্ছে, আপনি নিজেকে যতটা সেয়ানা ভেবে থাকেন আসলে মোটেই ততটা নন। ইনভার্টেড কমা আমি চ্যাটজিপিটি বা অন্য কোন এআই -এর নিকট থেকে শিখেছি- বিষয়টি মোটেই এমন নয়। আপনি জানেন কি না জানি না, ChatGPT, Google Gemini, Bard, Anthropic Claude -এর মতো জেনারেটিভ এআই সবার জন্য ব্যবহার উপযোগী হয় ২০২০ সালে। এর বহু আগে থেকেই আমি আমার লেখায় ইনভার্টেড কমা ব্যবহার করে আসছি। এটা তো খুবই সিম্পল বিষয় যে, ইনভার্টেড কমা বাক্যের যেখানে যখন প্রয়োজন হবে, সেটা ব্যবহার করা হবে। সেটার সাথে চ্যাটজিপিটির সম্পর্ক কী???
মিঃ প্যাগলু, আমি আপনার বুঝার সুবিধার্থে আমার ২০১৭ সালের কিছু পোস্টের স্ক্রিণশট এখানে যুক্ত করছি যেগুলোতে ইনভার্টেড কমা ব্যবহার করেছি-
আপনি আমার ২০২০ সালের আগের পোস্টগুলোতে গেলে এরকম আরও অনেক উদাহরণ পেতে পারেন। যা হোক, চ্যাটজিপিটির সাথে লাগালাগিতে যাওয়ার কি দরকার??? মানুষের কল্যানে ইহা মানুষেরই চমকপ্রদ উদ্ভাবন। ইহাকে বন্ধ করতে গিয়ে আপনি নিজের মাথা ফাটিয়ে লাভবান হতে পারবেন বলে মনে হয় না।
যা হোক, ধন্যবাদ ম্যাথু প্যাগলু।
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:৩০
আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব,
“আমি একজন ব্লগার” ব্লগে এটাই আমার পরিচয়.....
সেটাই হওয়া উচিৎ কারন দেশ-কাল-পাত্রের সাথে “সামু ব্লগ” আপনার টুলস অব কমিয়্যুনিকেশান । যখোন আপনার ভাবনারা ভীড় করে আসে তখোন শব্দগুলো জীবন্ত হয়ে ওঠে । আপনার সুপ্ত প্রতিভা , সমাজ - প্রতিবেশের প্রতি আপনার ধ্যান-ধারনা, সংস্কারের সৃজনশীলতা আপনার অচলায়তন ভেঙ্গে আপনাকে ছড়িয়ে দেয় বিশ্বময় ।
ভেবে দেখুন, ব্লগের খেড়োখাতায় যতো আঁকাবুকি ,কাটাকুটিই করুন না কেন শেষমেশ তার নির্যাসটুকু তো আপনার নিজের কথাই বলে, আয়নায় আপনার মুখটিই দেখায় ! আপনি কে...কেমন লোকটি আপনি ! আপনার সামু ব্লগ যদি আপনাকেই দেখায়, তবে সেখানে আপনার ছবিটি কেমন ? আপনার রূচি -আপনার শিক্ষা , আপনার স্বকীয়তা , আপনার নিজস্ব ধ্যানধারনার সুন্দর এবং সত্যিকারের একটি ছবি সেখানে দেখা যায় কি ?
ভাবুন সবাই.....ভাবুন... ভাবুন !!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫
নতুন নকিব বলেছেন:
আপনার এতো আন্তরিক, চিন্তাশীল এবং দিকনির্দেশনামূলক কথার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনি যে ব্লগকে শুধু লেখা নয়, বরং আত্মপ্রকাশের আয়না হিসেবে দেখালেন, এটি সত্যিই গভীর উপলব্ধি। আপনার ভাষা ও বিশ্লেষণ আমাদেরকে ভাবতে বাধ্য করে, আমরা কেমন মানুষ, আমাদের রুচি ও স্বকীয়তা কীভাবে লেখার ভেতর প্রতিফলিত হয়।
আপনি সামহোয়্যার ব্লগের গুণীজন। আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য শুধু দিকনির্দেশনা নয়, বরং ব্লগজীবনের জন্য এক অসাধারণ শিক্ষণীয় বার্তা। আবারও কৃতজ্ঞতা জানাই এমন মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৭
কাছের-মানুষ বলেছেন: “আমি একজন ব্লগার” ব্লগে এটাই আমার পরিচয়। আমি আপনার সাথে একমত। আমিও সেটা ভাবি, এখানেকার লেখায় মাল-মেডিসন আছে সেটা দিয়ে মূল্যায়ন হয়!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:০৭
নতুন নকিব বলেছেন:
"মাল-মেডিসন"! ভালো কথা বলেছেন। আপনার সাথে একমত হয়েই বলছি, আপনার মন্তব্যে একটি বিষয় যথার্থ ও সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে, এখানে অনেক সময় ব্লগারদের পরিচয়ের কারণে তাদেরকে মূল্যায়ন করা হয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে একজন লেখককে তার লেখার ভেতরকার গুণের ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত।
আন্তরিক ধন্যবাদ এমন স্পষ্ট ও হৃদয়গ্রাহী মন্তব্যের জন্য।
আপনার হৃদ্যতা, ভালোবাসা ও আন্তরিকতা এতটাই গভীর যে, আপনি দূরে থাকলেও সবসময় মনে হয় আপনি কাছেই আছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: ব্লগার ছাড়া আপনার অন্য পরিচয় থাকলে অবশ্যই দিতেন।
আপনি ডাক্তার নন, ইঞ্জিনিয়ার নন, শিক্ষক নন, পাইলট নন। এজন্য নিজেকে শুধু ব্লগার বলে চালিয়ে দিতে চাচ্ছেন। দেন সমস্যা নাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৫
নতুন নকিব বলেছেন:
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় রানু। আমি একাধারে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষক বটে। এর বাইরেও পরিচয় দেওয়ার মত আরও বিষয় আছে। তবে এসব পরিচয় এখানে জাহির করে বাড়তি সুবিধা নিতে চাই না। ব্লগে মানুষের সিম্পেথি এবং দৃষ্টি আকর্ষন করার বিশেষ মনোবাসনা নেই। এখানে বরং একজন সাধারণ ব্লগার হিসেবেই থাকতে চাই।
শুভকামনা আপনার জন্য।
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা অবশ্যই ব্লগার। মানুষ হিসেবে এটা অনেক বড় একটা পরিচয়।
কিছু বাজে লোক, এই পরচিয়টার মর্ম উপলব্ধ করতে পারে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪০
নতুন নকিব বলেছেন:
একদম ঠিক বলেছেন শাইয়্যান ভাই। ব্লগার পরিচয় কোনো অংশেই ছোট নয়। লেখার মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও মানুষের অন্তর্দৃষ্টি স্পর্শ করা যায় - এটাই হওয়া উচিত ব্লগারদের বড় পরিচয়। মানুষ হিসেবে আমাদের মূল পরিচয় যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তেমনি ব্লগার হওয়াটাও মানুষের ভাবনা ও চেতনার বাহক। যারা এর মর্যাদা বোঝে না, তারা মূলত লেখার শক্তিকেই অবমূল্যায়ন করে।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩
Aivon বলেছেন: Create stunning 3D models instantly with Gen3D - AI 3D Generator . Turn images or text prompts into high-quality 3D assets in seconds-no modeling skills needed. Fast, accurate, and beginner-friendly.
AI 3D Generator: https://gen3d.pro/
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
বিজন রয় বলেছেন: আমিও একজন ব্লগার। তবে অনিয়মিত। আগের মতো সময় পাই না।
আপনিও একজন ব্লগার এবং আমার খুব প্রিয়।