নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আজ অনেক দিন দেখিনা তোমায়-
বুকের ভিতরটা মাঝে মাঝেই
সব কিছু নিয়ে মুচড়ে উঠে
চোখে জল জমে ঝাপসা দেখি
মাগো- তুমি কেমন আছো?
তোমার ছেলেকে তোমার কি-
দেখতে ইচ্ছে হয় না?
তুমি বলতে পারনা-
বাজান তুই ঘরে আয়।
পৃথিবীর ঝঞ্জাল; আমি আর
বইতে পারছিনা মা।
কষ্টের বোঝা নিয়ে আমি আর
সামনে এগুতে পারছিনা।
তুমার কোলে একটু বিশ্রাম চাই-
মাগো, তুমি একবার বল না-
বাজান তুই ঘরে আয়।
২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৪
ফেনা বলেছেন:
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
আরজু পনি বলেছেন: