নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমার কেন এই পৃথিবীতে আসা ?

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

আয়নিত মনকে,

বলেছিলাম-

দেহের জৈবতা থেকে দূরে থাকতে।

কিন্তু-

দূর্গন্ধময় নষ্ট সমাজ

আয়নিত মনকে

চৌম্বকের বলয়ে

আবিষ্ট করে রাখে।

যেন-

দেহের জৈবতেকে সতেজ ভাবে ধরে রাখতে পারে।



তখন-

নষ্ট সমাজ আরো নষ্ট হয়,

দূর্নীতিবাজ নেতার বলিষ্ট ছায়ায়।



তবে কি আমি প্রতিভা;

নারীর যৌবনের লেলিহান সিখায়-

ভস্মীভূত হয়ে যাব-

একটা দামী সিগারেটের মত!



তবে প্রশ্ন থাক এই নষ্ট সমাজের কাছে-

আমার কেন এই পৃথিবীতে আসা ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

প্রকৃতির প্রতিফলন বলেছেন: "আমি মানব ও জিন জাতিকে আমার ইবাদাত ব্যাতিত অন্য কোন উদ্দেশে সৃষ্টি করিনি।" (সুরা আল জারিয়াতঃ ৫৬)

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.