নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
হাওয়ার নির্মলতা; আমার অসহ্য লাগে,
লাগে একগেয়েমিতে দম বদ্ধ হয়ে যাওয়ার যন্ত্রনা।
নতুন করে,
তুমি হারিয়ে যাওয়াটা ভীষণ অনুভব করছি
সেই জন্য বোধ-হয়-
আমার যন্ত্রনাটা ক্ষনে ক্ষনে চক্র বৃদ্ধি হারে বাড়ছে।
আর তা-
ষোল কলা পূর্ণ করে,
আমার মগজের ভিতর ইস্কুলের ঘন্টা বাজাচ্ছে প্রতিনিয়ত।
আজ মৃত্যুকে অনেক বেশি চাই
ঠিক মন থেকে।
যেমনটা চাইতাম তোমাকে।
তুমি আপন হওনি; নিরাশ করেছ
মৃত্যু নিশ্চয় আমাকে নিরাশ করবেনা
আপন করে জড়িয়ে ধরবে পরম মমতায়।
আমি-
চির নিদ্রায় যাব
ঘুমাব পরম শান্তিতে।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য।
২| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪
রাকু হাসান বলেছেন: আহা! বিরহ ! আরও ভাল লিখবেন সেই প্রত্যাশা রইলো ফেনা !
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ.....
৩| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
লেখার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি ব্যবহার করবেন।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:০০
ফেনা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। সামনে ছবি যুক্ত করার চেষ্টা করব।
৪| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার ভাল লাগার একটি কবিতা। অনেক ভাল লাগলো পড়ে।
০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কাওসার ভাই।
৫| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
ফেনা বলেছেন: ধন্যবাদ বুবু।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লেগেছে।