নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

রাখি – ভাবনায় তুমি

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০


কেমন আছ রাখি?
অনেক দিন ধরে তোমাকে দেখি না,
প্রতিটা মুহুর্তেই তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হয়।
মনে হয়-
সময়ের প্রতিটা মুহুর্তেই যদি
তোমাকে আবদ্ধ করে রাখতাম……
মনে হয়-
প্রতিটা নিঃশ্বাসে যদি তুমি থাকতে,
তবে আমি বুঝি আমি হয়ে উঠতাম;
উঠতাম শিহরিত সময়ের উচ্ছাস হয়ে।

নদীর স্রোতের পাশে
দু’জনে পা ভিজিয়ে বসে থাকতাম অনন্তকাল।
হাতে হাত ধরে গা এলিয়ে দিতাম
কাশঁফুলের নরম বিছানায়।
আর-
পূর্ণ ভালবাসা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকতাম।
তখন তুমি লজ্জাবতীর মত বলতে-
“এই চোখ সরাও; এই ভাবে কি দেখ!!”

দেখার কি শেষ আছে,
তোমাকে ভালবাসি বলে-
মন ভরে না তোমাকে দেখে।
কী মায়ার যাদু তোমার ঐ দু’টি ছোট চোখে!!!
যতই দেখি – আমার মুগ্ধতা বাড়ে।

মুগ্ধতা বেড়ে
বড় হয়- আমার কষ্টের নীড়।
তোমাকে না পাওয়ার ;
হতাশারা করে ভীড়।

রাখি-
তোমারও কি কখনো এমন হয়?
কখনো কি তোমার ভাবনায়
আমার আগমনের শব্দ পেয়েছ??
পেয়েছ কি তোমার অনুভূতিতে আমার স্পর্শ??

নাকি-
আমার ভাবনার ঘরে শুধুই
আমি একা???
মিথ্যে মোহে; ভালবাসার সাগরে
আমি একা সাতারু???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: নাকি-
আমার ভাবনার ঘরে আমি শুধুই আমি একা ? ??
মিথ্যে মোহে; ভালবাসার সাগরে
আমি একা সাতারু ???---- হয়তো, তাই।

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: হয়তো খুব স্বার্থপরতা শোনাচ্ছে, ঠিক'না?
কিন্ত এটাই ধ্রুব সত্য, প্রয়োজনীয়তা'ই ভালোবাসা!
এরচে' সহজ ব্যাখ্যা আমার জানা নেই..

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৪

ফেনা বলেছেন: চমতকার বলেছেন।
ভালথাকুন সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.