| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ফেনা
	মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
 
নবী দে তো এক কাপ কফি
মনটা আজ ভাল নেই।
গাড়ী মনে হয় আজও করবে দেরী-
এক পলক দেখা যাবে তাকে; খেতে খেতে কফি।
নাহ- মনটা ভাল নেই,
সে থাকেনি আশে পাশে।
ডাইনেষ্টিতে বসে-
আর কত যাবে অপেক্ষায় তার!
সে তো থাকেনা আশে পাশে।
নবী দে তো আরও এক কাপ কফি
কফিতে চুমুক আর ভাবি-
হায়রে মনের ভালবাসা
তোর পূর্ণতা পেতে আর হবে কত দেরী?
 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৪১
ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কফি প্রেমিকের কবিতা । ![]()
 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৫
ফেনা বলেছেন: মনুষ্য প্রেম এবং কফি প্রেম দুইটাই .....
হা হা হা হা .....
৩| 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
তারেক ফাহিম বলেছেন: এবার হট কপি খান।
 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
ফেনা বলেছেন: ভাই আমি যেখানে থাকি সেখানে ৫০ ডিগ্রী তাপমাত্রা। হট কফি.......!!!!
৪| 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
সূচরিতা সেন বলেছেন: ভালো হয়েছে কবিতা ।
 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০৪
ফেনা বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ নায়িকা। 
(নামের জন্য নায়িকা বললাম)
৫| 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ফেনা ভাই
কবিতার তুলনা নাই।
চমৎকার কথামালা,
বুকে শুধু বাড়ায় জ্বালা।
 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
ফেনা বলেছেন: হা হা ...ধন্যবাদ প্রিয়। 
এ এমনই এক জ্বালা
যে জ্বালাই জ্বলেনি
নাইত-
এমন শালী শালা।
ভাল থাকবেন সতত।
৬| 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৪
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য!
 
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় বইনে।
৭| 
১১ ই জুলাই, ২০১৮  সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
 
১১ ই জুলাই, ২০১৮  বিকাল ৫:২৩
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৮| 
১১ ই জুলাই, ২০১৮  রাত ১০:১৪
সনেট কবি বলেছেন: সুন্দর।+
 
১১ ই জুলাই, ২০১৮  রাত ১০:২০
ফেনা বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৬:০৩
স্রাঞ্জি সে বলেছেন: বাহ!
দারুণ।
++