নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
প্রকৃতির ভিতর আমি প্রকৃতি খুঁজি
তোমাকে বুঝতে পারিনা বলে,
বুঝতে পারিনা তোমার হৃদয়ের স্পন্দন।
তাই- প্রতিনিয়ত
হতাশার বৃত্তে আবর্তিত হই
অন্তর্নিহিত ভালবাসার খোঁজে।
শিলা মাটির খড়তা
আমাকে উত্তপ্ত করে
এক পশলা বৃষ্টির আদরের আশায়।
তুমি কি পারনা প্রিয়-
আমার বুকে এক পশলা বৃষ্টি হতে?
তাহলে-
প্রকৃতির ভিতর আমাকে আর;
প্রকৃতি খঁজতে হয় না।
তোমা থেকে যদি-
এক পশলা বৃষ্টির আদর পাই
তবে- আমি প্রিয় জীবনটায়
তোমাকে উতসর্গ করে দিতে পারি।
পারি তোমার নামে জীবনটা লিখে দিতে।
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩১
ফেনা বলেছেন: ভাই কেমন আছেন?
আপনার মন্তব্য আমাকে সবসময় অনেক উতসাহ দেয়।
্নুরু ভাই এর মন্তব্যে নুর-ই থাকে।
ভাল থাকবেন সতত।
২| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩১
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৭
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনার উপস্থিতি আমাকে অনেক উতসাহিত করে।
৪| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৪
জাহিদ অনিক বলেছেন:
তবু একমুঠো সুখ ছুঁয়ে দিলে ভাবি এ যেন হঠাত বৃষ্টি !!
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৩
ফেনা বলেছেন: মন্তব্য ওয়াও!!!!!
আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার কবিতা এখন আর আমার ভালো লাগে না।
১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮
ফেনা বলেছেন: জি ধন্যবাদ। তা আপনার কি ভাল লাগে।
৬| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০
রাকু হাসান বলেছেন: ভাল হয়েছে । একটা কাকু ছিল ব্লগে আমার সেটা কে মনে করতে পারছি না ।
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫০
ফেনা বলেছেন: @রাকু হাসান আমি ঠিক বঝতে পারিনি। একটু বুঝিয়ে বললে খুশি হতাম।
৭| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬
রাকু হাসান বলেছেন: ব্লগে একজন কে কাকু বানিয়েছিলাম ,সেটা কে মনে করতে পারছি না ,তাঁকে জিজ্ঞাসা করছিলাম,আপনার নামটি তো কেমন জানি ভাই/আপু কোনটা বুঝা যাচ্ছে না,কোন টা ডাকবো ? তিনি বলেছিলেন ভাই/আপু অনেক হয়েছে এখন কাকু চাই .এই আর কি ,ভাবছিলাম আপনি ই নাকি ,
১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬
ফেনা বলেছেন: তাহলে রাকু হাসান আ্পনার মিস ফায়ার হয়েছে।
তবে আমাকে অনেকেই এই কথা জিজ্ঞাস করেছে। ্কিন্তু আমি কাউকেই কাকু ডাকতে বলিনি।
আমার পুরা নাম- অরণ্য খাইয়েশ ফেনা।
তাহলে বুঝেন---
@রাকু হাসান
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃষ্টির দিনে মনটা থাকে উদাস তাই
বৃষ্টির দিনে কাউকে কোন গভীর কথা দিতে নেই,
কবিতায় মুগ্ধতা রইলো ফেনা ভাই