নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
একটা ট্রান্সপারেন্ট কষ্ট
আমাকে ঝাপটে ধরে জীবনী শক্তি চুষে নিছে।
এ আমার কি হল? -বুঝতে পারছিনা।
স্বপ্ন দেখার ব্যাপার চুকে ফেলেছি অনেক আগে
এখন আর স্বপ্ন দেখিনা।
ঐ ট্রান্সপারেন্ট কষ্টের বেড়াজালে
আমার চোখগুলু স্বপ্ন দেখতে ভুলে গেছে,
সত্যি বলছি ভুলে গেছে।
আমি জানি নিত্য নতূন ভুল আর-
কল্পনা বিলাস-
আমাকে অসম্ভব অসফল বাস্তবিক করেছে।
বাস্তবিক করেছে সত্যি কিন্তু-
বাস্তবিক হওয়া সত্তেও অস্থির আমি
ঐ ট্রান্সপারেন্ট কষ্টের তাড়নায়।
আমি এখন আপছা কুয়াশার মত
রোদ্দুর উঠার পর হারিয়ে যাবার অপেক্ষায়।
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
২| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক হয়ে যাবে সব কিছু শুধু সময়ের অপেক্ষা।
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬
ফেনা বলেছেন: এই "অপেক্ষা"-টাইত জীবনের একমাত্র অবলম্বন।
৩| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০
ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, বেশ হয়েছে কবিতা। ++
২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
ফেনা বলেছেন: কবিতা পড়া এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৪| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: দোকানে এক টাকায় একটি চকলেট বিক্রিহয়, প্রতি তিনটি খালি প্যাকেট এর জন্য একটি চকলেট ফ্রী!
যদি আপনার কাছে পনের টাকা থাকে তবে সব মিলিয়ে আপনি মোট কয়টি চকলেট পাবেন..???
২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০
ফেনা বলেছেন: প্রথমত আমি পনেরটি চকলেট পাব। চকলেটের প্যকেট খালি করার পর আরো পাচঁটি চকলেট পাব।
তাহলে চকলেট হবে মোট বিশটি।
৫| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬
কাইকর বলেছেন: চমৎকার
২২ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় কাইকর।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮
ভ্রমরের ডানা বলেছেন:
আশা রাখুন! জীবনের প্রতি আস্থা রাখুন!