নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

পল্লী জননী

২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬


শিল্পী সবে তুলির পরশে,
আকিঁছে-
পল্লী মায়ের চেহারা ছবি।
কবি সে তো করিয়াছে বয়ান,
পল্লী মায়ের রুপখানি।

পল্লী মায়ের রুপখানি,
যেন-মায়ের মুখের শ্যামল বাণী;
সেই শ্যামলী রুপে স্বর্ণলতা শাহ্
গান ধরিয়াছেন গায়েন আহা-
সেই গানের টানে রাত পেরোত
ক্লান্তি যেত ধুয়ে।
আমার দেশের সোনার পল্লী
যাবে না কভু ক্ষয়ে।

পড়েনিকো কোন কবি বাদ
অপুর্ণ থাকেনি স্বাদ;
পল্লীর গান গাহিয়া তারা-
পার করছে কত রাত।

কত কবিতার ঝর্ণা ধারায়
ভোর থাকিত কত কবি-
সে কবিতার ভাষ্য হত- পল্লী জননী।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় গুরু।

২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

চঞ্চল হরিণী বলেছেন: 'পল্লী জননী' বেশ ভালো লাগলো। পল্লীর শ্যামলিমা নিয়ে রাতভর কবিগানের কথা মনে পড়ে গেলো। শুধু কয়েকটা টাইপো আছে, ঠিক করে নেয়ার অনুরোধ রইলো।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
টাইপো দেখিয়ে দিলে খুশি হতাম।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

ফেনা বলেছেন: অনেক বেশি ধন্যবাদ।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

চঞ্চল হরিণী বলেছেন: টাইপোগুলো হচ্ছে, ধুঁয়ে-ধুয়ে, কভূ-কভু, পরেনিকো-পড়েনিকো (বাদ পড়ে যাওয়া বোঝালে)।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।ঠিক করে দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.