নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
একটা নীল পদ্ম ফুল
আর একটা নীল ছবি
তোমার আমার প্রেমের ব্লু প্রিন্ট।
হবে হয়ত ভূলে গেছ আমাকে
অনেক স্মৃতি আমারও ঝাপসা হয়ে গেছে
কিন্তু-সেই ব্লু প্রিন্টগুলি রয়ে গেছে
প্রচন্ড শীতেও উষ্ণতার আলিংগন হয়ে।
সবই সংসারের গতিতে স্রষ্টার লীলা
পৃথিবী এগিয়ে যাওয়ার নগ্ন কলা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৭
ফেনা বলেছেন: আসলেই বুঝা বড় দায়।
ভাল থাকবেন সতত।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। সে যে অসীমে বসে সসীমেরে লয়ে করছে খেলা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮
ফেনা বলেছেন: সে তো কোচ, আমরা হলাম খেলোয়ার।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫
রানার ব্লগ বলেছেন: স্বল্প বুদ্ধির মানুষ আমি, পুরো ব্যাপারটাই মাথার উপর দিয়ে গেলো !
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯
ফেনা বলেছেন: স্রষ্টার সাথে কি আর আমাদের তুলনা চলে!!! সে ত অসীম, অপার, উতস। মহান.. বলে শেষ হবে না।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এজন্যই নগ্নকলা হতে দূরে থাকা উচিত
সবই পবিত্রতায় গ্রহণ করতে হয়।
ভালো থাকুন
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৭
ফেনা বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি। ভাল থাকবেন সতত।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৮
ফেনা বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন রাজীব ভাই?
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবই সংসারের গতিতে স্রষ্টার লীলা
পৃথিবী এগিয়ে যাওয়ার নগ্ন কলা।
.............................................................
স্রষ্টার লীলাখেলা বুঝা বড় দায় ।