নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেউ নেই

২১ শে জুন, ২০২০ সকাল ১০:৪৩



যার যার প্রয়োজনে বেঁচে থাকে প্রাণ
পাখি প্রাণ পতঙ্গের জান
উড়ে যায় আপন ঠিকানায়।

আমি শুধু পড়ে থাকি –
নিঃসঙ্গ কোঠরে,
দম বন্ধ হয়ে যাওয়া
আসমানী হাওয়াই।

আমি থাকি একা পথে
স্বার্থহীন পাখিদের নীড়ে
মিশে যাব একদিন-
কোথাও কেউ নেই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:৫০

মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষগুলো আজ বন্দি গৃহনামীয় চিড়িয়াখানায়, বাইরে প্রকৃতির সুন্দরে লেপ্টে বেড়ায় ইতিপূর্বে যারা বন্দি ছিল। বড় অমায়িক প্রকৃতির বিচার।

২১ শে জুন, ২০২০ সকাল ১০:৫৯

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ভেবেছিলাম হুমায়ূন আহমেদের বইয়ের রিভিউ পাবো।

২১ শে জুন, ২০২০ বিকাল ৩:১৫

ফেনা বলেছেন: রিভিউ লেখার জন্য যে সময় দরকার আমি আসলে পেটের ধান্দা করে সেই সময় পাই না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী

২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৭

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.