নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
যার যার প্রয়োজনে বেঁচে থাকে প্রাণ
পাখি প্রাণ পতঙ্গের জান
উড়ে যায় আপন ঠিকানায়।
আমি শুধু পড়ে থাকি –
নিঃসঙ্গ কোঠরে,
দম বন্ধ হয়ে যাওয়া
আসমানী হাওয়াই।
আমি থাকি একা পথে
স্বার্থহীন পাখিদের নীড়ে
মিশে যাব একদিন-
কোথাও কেউ নেই।
২১ শে জুন, ২০২০ সকাল ১০:৫৯
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ভেবেছিলাম হুমায়ূন আহমেদের বইয়ের রিভিউ পাবো।
২১ শে জুন, ২০২০ বিকাল ৩:১৫
ফেনা বলেছেন: রিভিউ লেখার জন্য যে সময় দরকার আমি আসলে পেটের ধান্দা করে সেই সময় পাই না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
৩| ২১ শে জুন, ২০২০ দুপুর ২:৩৫
নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী
২১ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৭
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২০ সকাল ১০:৫০
মোঃ খুরশীদ আলম বলেছেন: মানুষগুলো আজ বন্দি গৃহনামীয় চিড়িয়াখানায়, বাইরে প্রকৃতির সুন্দরে লেপ্টে বেড়ায় ইতিপূর্বে যারা বন্দি ছিল। বড় অমায়িক প্রকৃতির বিচার।