নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
রুপ কথার দেশে আমি থাকি না
আমি এক যাযাবর,
মনের দেশের মরুভুমিতে- এক বেদুইন।
হিসাব কষা সরকার হতে-
অনেক চেষ্টা ছিল আমার
পারিনি। তাই-
এদিক সেদিক বহু মনের খাতায়,
সুখের হিসাব মিলানীর চেষ্টা করি;
যদি কোন খাতায় হিসাব মিলে যায়....
২| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৮
ফেনা বলেছেন: হা হা হা হা ...
ধন্যবাদটা এখনি দিয়ে দিলাম।
কেমন আছেন আপনি???
৩| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি ভালো আছি।
আপনার জন্য আমার লেখা কবিতার দুই লাইন: -
কোন দেশে যাও তুমি কোন দেশের সওদাগর?
কেনো তুমি সওদা করো দুঃখের সওদাগর!
উপসংহার: সুখ মানুষ অর্জন করে। আর দুঃখ মানুষ অর্থ দিয়ে খরিদ করে।
২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০৭
ফেনা বলেছেন: দারুণ বলেছেন। আপনার লেখাটাও অনেক ভালো লেগেছে।
৪| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আপনি কি "মিরুভুমি" লিখতে চেয়েছিলেন?
২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৫
ফেনা বলেছেন: জি। আপনাকে অনেক ধন্যবাদ। বানান ঠিক করে দিয়েছি।
কেমন আছেন দাদা??
৫| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৫
মেহবুবা বলেছেন: ছবিটা দেখে মন কেমন হয়ে গেল। দূরের যাত্রা পথে কখনো কখনো এমন ঘর দেখেছি; বিহ্বল হয়ে গেছি। মানুষ কি কলে থাকে এমন নিরিবিলিতে?
২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৮
ফেনা বলেছেন: আপনি অবাক হচ্ছেন কি করে থাকে এত নিরিবিলিতে!! কিন্তু দেখেন জীবনের হিসেব কিন্তু এইসব জায়গাতেই মিলে। ইট পাথরের শহরে হিসাব মিলানো দায়......
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
কথামালার অর্থের জন্য পোস্টে লাইক। কথামালাগুলো আরোও সুন্দর ভাবে লিখতে পারতেন। কোনো কারণে কি মন খারাপ? মন খারাপ দূর করার ১০১টি কৌশল আমার জানা। আপাতত একটি কৌশল অবলম্বন করুন। কোনো প্রিয় বই পড়তে পড়তে একটি ঘুম দিন। ঘুম থেকে উঠে আমাকে একটি বিশেষ ধন্যবাদ দিয়ে দেবেন।