নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
জীবন একটা অদ্ভুত ব্যাপার। এখানে কখন কি হবে কেউ বলতে পারে না। যেমন পারে না সে কখন মারা যাবে; এইটা বলতে।
আবার মানুষের মনও স্রাষ্টার আরেক বিস্ময়। এই মনে কখন কিসের উদয় হবে বলা মুশকিল। কি কারণে মন খারাপ হবে বা কি কারণে মন ভালো বা উৎফুল্ল হবে বলা মুশকিল।
আসি এবার আসল কথায়-
আমাদের জীবন একটা একটা অদ্ভুত প্রাকৃতিক নিয়মের মাঝে চলে। যা অনুধাবন করতে পারি না। হুম হয়ত কেউ কেউ এ অনুধাবন করতে পারে, তবে সেই ধরণের লোকের সংখ্যাটা নিতান্তই খুব কম।
আমরা জীবনে সব সময় শুধু জয় হতে চাই, কখনো হারতে চাই না। কিন্তু জানেন জীবনে মানুষ ১০০% সময় জয় হতে পারে না, ভালো থাকতে পারেনা। তাকে জীবনে একবার হলেও হারতে হবে। জীবন অতিবাহিত করতে হবে সমস্যা বা কষ্টের মাঝ দিয়ে।
ঠিক তেমনি কেউ যদি হেরেই যায়, হারতেই থাকে তাহলে ভেঙ্গে পড়ার কিছু নেই। আপনার জীবনে বিজয় আছে। আসবেই। এইটাই প্রকৃতির নিয়ম।
ধৈর্য্যটা জীবনের একটা অপরিহার্য বিষয়।
শুধু জয় দিয়ে জীবন হয় না, ঠিক তেমনি শুধু পরাজয় দিয়েও জীবন হয় না।
এইটা প্রকৃতিতে স্রষ্টার এক বিশাল লীলা।
১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১০
ফেনা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
কিন্তু কি জানেন আপনি ত নিজে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রকৃতিই আপনাকে দিয়ে সিদ্ধান্ত নিবে। আপনি ত শুধু মাধ্যম মাত্র।
ভালো থাকবেন সবসময়।
২| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫
শেরজা তপন বলেছেন: অনেক সময় ছোট্ট একটা ভুল নিয়ে বেশ গোলমেলে অবস্থায় পড়তে হয়- জীবনের ক্ষেত্রে যেমন ঠিক তেমনি আপনার লেখারও ছোট একটা ভুল বেশ গোলমেলে অবস্থায় ফেলে দিল;
সেটা হচ্ছে 'দৈর্য'
যাহোক রাগ করবেন না ভ্রাতা। লেখার বিষয়বস্তু ভাল!
১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৫
ফেনা বলেছেন: প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভূলটা ধরিয়ে দিবার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ এবং ভালবাসা রইল।
ভালো থাকবেন সতত।
৩| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৪
বিটপি বলেছেন: লীলা কি জিনিস রে ভাই?
১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০২
ফেনা বলেছেন: বাংলা অভিধানই তুলে আমলাম আপনার জন্য।
লীলা শব্দের অর্থ-
লীলা বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা'। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। ☐ বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি।
//
লীলা [ līlā ] বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা'। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। ☐ বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি।
৪| ১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৬
কামাল১৮ বলেছেন: ফাঁসির আসামী অবশ্যই জানতে পারে কখন সে মরবে।একথা অবশ্যই সত্যনয় যে,কেউ জানতে পারে না কখন সে মরবে।আত্মহত্যাকারী জানতে পারে ,এমনকি কি সে তার মৃত্যুর সময় নির্ধার করতে পারে কখন সে মরবে।
১২ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৯
ফেনা বলেছেন: কিন্তু ভাই এই ক্ষেত্রগুলিও পরোক্ষভাবে অজানাই। একটু ভেবে দেখলেই পেয়ে যাবেন।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪৭
নতুন বলেছেন: জীবনে হারানো বা কস্টের অভীজ্ঞতা না থাকলে প্রাপ্তির মজা থাকত না।
আমি অবশ মানুষের জীবনের প্রাপ্তি আর হারানোর পেছনে তার নেয়া সিদ্ধান্তের ফল বলে মনে করি।