নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ গুগল মামা
একটা শুভ্র সন্ধ্যার অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি একটা কোমল সূর্যাস্তের।
প্রিয় ঝোনাকি-
তুমি পাশে থাকলেই আমি ভাল থাকি-
আমি তোমার কাচাঁ মাংশের গন্ধে মাতাল হই
তোমার গোলাপী ঠোঁটের আলতো আচেঁ -
আমার আমি কেপেঁ উঠি,
ঝাকুনি খায় পাঁজরের চার পাশ।
তুমি সাদা শুভ্র যৌনতা,
আমার তো তোমার জন্য
শুধু অপেক্ষায় থাকা ...
এই ভেজাল আর ভালবাসাহীন পৃথিবীতে
যৌনতা ছাড়া আর কি চাওয়ার আছে!!
এইটাই ত এক যার সাথে এখনো ফরমালিন মিশানো যায়নি....
গরিব ধনী সর্বস্তরের মানুষই ক্রয় করতে পারে-
যদিও এখন ফ্রিতেই মিলে-
পৃথিবীতে এই এক পণ্য যা ফ্রিতেও মিলে-
ভালবাসা নামক এলকোহলের সাথে।
আর তাই-
একটা শুভ্র সন্ধ্যার অপেক্ষায় থাকি
অপেক্ষায় থাকি একটা কোমল সূর্যাস্তের।
১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৭
ফেনা বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে আর সাইনবোর্ড কে মিস করি।
আপনাকে পেলাম । সাইনবোর্ড কোথায় জানিনা। একসময় দুজনার লেখা নিয়মিত পড়তাম।
দুজনকে মাঝে মধ্যেই গুলিয়ে ফেলতাম।
১১ বছর পাড় করে দিলেন ব্লগে। অভিনন্দন।
এই ভেজাল পৃথিবীতে যৌনতা পাবেন না তার বদলে পাবেন পশুত্ব কাম।
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯
ফেনা বলেছেন: কেমন আছেন দাদা??? আসলেই অনেক দিন পর। যখন ফিরে আসতে পারি তখন খুবই ভাল লাগে। কিন্তু জীবনের গ্যাড়াকলে .... বুঝতেই ত পারছেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই দেখুন সাইনবোর্ড আর সিগন্যাল গুলিয়ে ফেলেছি।
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৯
ফেনা বলেছেন: হা হা হা হা হা
ভাল থাকবেন সতত।
৪| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭
জগতারন বলেছেন:
অনেকে দিন পরে আপনার কবিতা পড়েছি ভাল লাগলো ।
ভালো আছেন আশাবাদী ।
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০
ফেনা বলেছেন: জি আমি ভাল আছি। আপনি কেমন আছেন???
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৭ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:২০
ফেনা বলেছেন: নেক ধন্যবাদ প্রিয় ।
কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!