নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমি মুক্তি চাই

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫০



মাত্র একটি ভূলের জন্য-
জীবন আমাকে আর কতবার শাস্তি দিবে!!!

আমি বাহিরে অক্ষত-
ভিতরে – রক্তাক্ত।
না নেই,
কেউ দেখার নেই; সেই রক্তাক্ত খত
এমন কি জানতেও চাইবেনা কেউ।

জন্মটা বুঝি আমার ভূলই ছিল;
ভূল ছিল মনুষ্য জন্মটাকে মনুষ্য করে তোলা।

এই একটা ভূলের খেসারত দিচ্ছি প্রতিনিয়ত,
প্রতিটি হ্রদস্পন্দন ব্যাপি।

আজ একটি ভূলের জন্য
মুক্তি চাই মুক্তি চাই বলে চিৎকার করে চলেছি-
মুক্তি-
সেতো তেতুলের টকের মত জিহ্বায় জল এনে চলে যায়।

আমিত একজন রক্ত মাংশে গড়া মানুষ ছিলাম,
একটি মাত্র ভূলের জন্য-যাবত জীবন শাস্তি!

আর পারছিনা আমি-
আমি মুক্তি চাই
মুক্তি।


০৬.০৬.২০১৭
বাগদাদ, ইরাক।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৬

শাহিন-৯৯ বলেছেন:

মুক্তির পথ মসূণ নয়, প্রস্তুত থাকে না, মুক্তির পথ নিজেকে তৈরি করতে হয়।

কোন কিছুতে হতাশ হয়ে হেরে গেছি ভেবে বসে থাকলে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে, যে লড়তে জানে জয়ের নিশান তার হাতে আসবে একদিন।

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৯

ফেনা বলেছেন: জি সঠিক বলেছেন।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুঃখের কবিতা।

২৩ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২২

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: মুক্তি নাই। মুক্তি মিলবে না।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৬

ফেনা বলেছেন: জি জনাব, আসলেই হয়ত তাই......
কেমন আছেন?

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৮

হাবিব বলেছেন: মুক্তি চাইলেই সম্ভব নয়। অদৃশ্য এ জেলখানা।

সুন্দর কবিতা

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৯

ফেনা বলেছেন: মুক্তির উপাদান থাকলে জেলখানাও মুক্ত স্বাধীন মনে হবে।
যেমন আমাদের দেশের দূর্নীতিবাজ নেতারা জেলখানাতে যেভাবে থাকে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:০১

জ্যাকেল বলেছেন: সহজ ভাবে ভাবতে শিখলে ভাল কবিতা লেখা যায় না তবে ভালো থাকা যায়।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩২

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০২২ রাত ১০:০৬

কামাল৮০ বলেছেন: কি সেই ভুল,কার কাছথেকে মুক্তি চান।নাকি হতাশাাদীদের মতো বলতে চান,জন্মই আমার আজন্মের ভুল।

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৩

ফেনা বলেছেন: তা নয়। তবে কি জানেন- অসত্য আর নেগেটিভ আবেশ থেকেই মূলত আমি মুক্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.