নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ফটোমিস্ত্রীঃ ফেনা
আজ কয়েকটা দিন সামুতে মোটামুটি নিয়মিত আছি। বলা চলে ভালই সময় দিচ্ছি। তবে একটা বিষয় আমার চোখে পড়ল যা আমাকে খুশি দেয়নি। আগে ব্লগের যে প্রাণ ছিল এখন সেই প্রাণ দেখছি না। কেমন যে মরুতে একটু বাতাস পাওয়ার মত অবস্থা। অনেক পরে পরে একটা পোষ্ট আসে। আবার সকল পোষ্ট পড়া আর তাতে মন্তব্যের বিষয়টাও বেশ নাজুক। সবাই এখানে বলে থাকেন যে এটা একটা উন্মুক্ত প্লাটফর্ম। তবে ব্যন আসে কেন। "সোনাগাজী" ভাইকে ব্যন করা নিয়ে বেশ কিছু (পোষ্ট/মন্তব্য) পেলাম। অনেক পুরাতন বা খুবই ভাল মানের লেখক যারা একটা মান নিয়ে লিখতেন, যাদের লেখা দেখে আসলে লিখার অনুপ্রেরণা পেয়েছ এখন তাদের কাউওকেই দেখিনা।
অনেকটা হতাশা ভর করে আছে এই ব্লগটার উপর। (আমার একান্ত মতামত) এমন অনেকেরে দেখছি যারা একটা পোষ্ট করে গায়েব হয়ে যাচ্ছেন একেবারেই।
আসলে আমি একটু কনফিউজড হয়ে পড়ছি।
প্রাণহীন মনে হচ্ছে সামুকে।
সবার উপস্থিতিতে মতামত চাইছি। এবং সেই সাথে পারলে মডারেটকে দিয়া দিন কি উপদেশ (পরামর্শ)
২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬
ফেনা বলেছেন: আসলে আমি এখানে ভাইরালের কথা বলছি না। আসলে বুঝাতে চেয়েছি কম বেশ সবার উপস্থিতি। আগের তুলনায় এখন অনেক কম লেখক দেখা যায়। সব থেকে বড় কথা ভাল মানের লেখকের উপস্থিতি অনেকটায় কমে গেছে।
ভাল থাকবেন।
২| ২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
শায়মা বলেছেন: প্রানেরা একটু বিজি আছে ভাইয়া।
ইজি হলেই এসে যাবে।
এখন তো আর আগের দিন নেই।
কত কিছু বদলেছে।
দিন বদলের খেলায় পুরোনো ছেড়ে নতুনকেই বরণ করে নিতে হয়।
২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
ফেনা বলেছেন: হুম। তা ঠিক বলেছেন। তবে কি জানেন ভাল কিছুর জন্য শক্ত খুটি দরকার। সে খুটি যদি হঠাত করে বা কমে যায় তবে সেই ঘরের অবস্থা ভাল কিছু হবে না এইটাই স্বাভাবিক।
ভাল থাকবেন।
৩| ২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৩
ঢাবিয়ান বলেছেন: আসলেই অনেক নিয়মিত ব্লগারদের এখন আর একেবারেই দেখি না । শায়মা আপু, ডল আপুর খবর কিছু জানে ? অনেকদিন ব্লগে দেখি না। এছাড়া ব্লগার জুন, আহমেদ জিএস, ভুয়া মফিজ, জটিল ভাই, কাজি ফাতেমা ছবি, নীল আকাশ, প্রমুখ ব্লগারদের একেবারেই আর ব্লগে দেখা যায় না। ইনারা সবাই আগে বেশ এক্টিভ ব্লগার ছিলেন।
২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
ফেনা বলেছেন: যাদের কথা বলেছেন তারা মাঝে মাঝেই হাজিরা দেন। তার পর আবার উধাও হয়ে যান। যামন কাজী ফাতিমা ছবি আপুর একটা পোষ্টে (কবিতা) আমি মন্তব্য করে তার কবিতার প্রতিউত্তর হিসাবে আমিও একটা পোষ্ট দেই। কিন্তু তাকে আর ব্লগে দেখা যায়নি। বলতে পারেন তিনি হারিয়ে গেছেন। একটা নিখোজ সংবাদ দিয়ে দিতে পারেন।
৪| ২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
শায়মা বলেছেন: ডল আপু একটু মন খারাপে আছে তার ভায়ের হঠাৎ মৃত্যুতে। আর আমি একটু ব্যাস্ত আছি আনন্দময় কাজে কিন্তু আছি। জুন আপু আর বাকীরাও মনে হয় একটু ব্যস্তই আছেন।
কাল থেকে আমার স্কুল খোলা।
কাজেই
২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
ফেনা বলেছেন: ছি এই বুড়ি বয়সে আফনে ইস্কুলে পড়েন!!!!!
৫| ২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
ঢাবিয়ান বলেছেন: শুনেছিলাম ডল আপুর বোনের মৃত্যু হয়েছে । তাহলে কি বোন নয়, ভাই ইন্তেকাল করেছেন ? দোয়া রইল আপুর জন্য
২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
ফেনা বলেছেন: হুম দোয়া রইল ।
সবাই ভাল থাকবেন।
৬| ২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: অস্বীকার করতে পারিনা যে ব্লগাররা ব্লগে সময় আর আগের মতো দিচ্ছেন না। সমস্যা ব্লগে ইজি অ্যাকসেস না পাওয়া যেমন আছে তেমনি আছে ব্লগারদের নিজস্ব ব্যস্ততা। পোস্ট দেওয়া ও কমেন্ট করার দুই উল্লেখযোগ্যভাবে কমে গেছে।তবে পরিসংখ্যান যাইহোক এটা অস্বীকার করা যাবে না যে ব্লগারদের হৃদয়ে ব্লগের প্রতি ভালোবাসা কমেছে। হৃদয়ে সামু। সংখ্যা যেটাই হোক সুযোগ পেলে তাই নিত্যনতুন কৌশলে ব্লগে ঢোকা চাই চাই।
ডল আপুর ঘটনাটা শুনে খারাপ লাগছে। এমন দুঃসংবাদে আপুকে সান্ত্বনা জানানোর ভাষা নেই।
২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:০০
ফেনা বলেছেন: "অস্বীকার করতে পারিনা যে ব্লগাররা ব্লগে সময় আর আগের মতো দিচ্ছেন না। সমস্যা ব্লগে ইজি অ্যাকসেস না পাওয়া যেমন আছে তেমনি আছে ব্লগারদের নিজস্ব ব্যস্ততা" - এই কথা আমার কাছে খুবই যথার্থ মনে হয়েছে।
তা কেমন আছেন জনাব পদাতিক চৌধুরি সাহেব।
৭| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:২২
বাকপ্রবাস বলেছেন: ব্লগ নিষ্প্রাণ হবার পেছনে অন্যতম কারণ হলো টেকনলজি এর ব্যাবহার, সবাই অন্যান্য মাধ্যমে সময় দিচ্ছে তার সাথে তাল মিলিয়ে ব্লগে সময় কম দিচ্ছে
পাঠক শ্রেণী কমে যাচ্ছে এমনও হতে পারে, লিখতে ও পড়তে সময় পাচ্ছেনা
সামু ব্লক আমার কাছে নোট বুক, বাংলা লিখতে হলে এখানে লিখে অন্য কোথাও পোষ্ট করি
অপিষে বিজি থাকলে আমি ব্লগে আসিনা, কারণ কাজে ভুল হয়
২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৬
ফেনা বলেছেন: হুম। হবে হয়ত।
৮| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ৮:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: শৈশবের স্মৃতি নিয়ে লেখাগুলির প্রতিযোগিতার ফল প্রকাশ হলে ব্লগ আবার জমে উঠবে আশা করি। তবে এটা ঠিক পুরানো অনেক ব্লগারকে আর দেখা যায় না এবং ব্লগে লগ ইন কমে গেছে আগের চেয়ে। কর্তৃপক্ষ চাইলে অবস্থার উন্নতি করতে পারেন বলে আমার মনে হয়।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৪
ফেনা বলেছেন: "শৈশবের স্মৃতি নিয়ে লেখাগুলির প্রতিযোগিতার ফল প্রকাশ হলে ব্লগ আবার জমে উঠবে আশা করি। "
--- মনে হয় ভাল ফল আসতে পারে।
৯| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:১১
আহমেদ জী এস বলেছেন: ফেনা,
ব্লগে আগের মতো তরতর প্রোতধারা বইছে না বটে কিন্তু যেটুকু বইছে তার টানটাও কম নয়। আমরা ব্লগে তেমন আসিনা বলে টের পাইনা কতোটা টান আছে সেই স্রোতে।
যারা তীব্র স্রোতের টানে ভেসে যেতে ভালোবাসতেন তারা হয়তো ব্যস্ততার টানে এখন অন্যত্র ভেসে যাচ্ছেন। কিন্তু কোন না কোন সময় তাদেরও ইচ্ছে করে --
"ওলো সই, ওলো সই,
আমার ইচ্ছা করে
তোদের মতন মনের কথা কই..."
তবে ব্লগ টেকনিক্যালি আরো ইউজার ফ্রেন্ডলি হলে আগের মতো স্রোতের টানটা ধরে রাখতে পারতো।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৩
ফেনা বলেছেন: তবে ব্লগ টেকনিক্যালি আরো ইউজার ফ্রেন্ডলি হলে আগের মতো স্রোতের টানটা ধরে রাখতে পারতো।
১০| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:১৭
শূন্য সারমর্ম বলেছেন:
সোনাগাজীর কমেন্টের ব্যাপারে আপনার কি মত?
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৬
ফেনা বলেছেন: খুলে দেওয়া উচিত।
১১| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৯
শেরজা তপন বলেছেন: ভরা কাটাল-মরা কাটাল, জোয়ার-ভাটা চলতেই থাকবে। এই নিয়ে চিন্তিত হবার কিছু নেই। কত শতবার ব্লগে এমন হয়েছে!
*তবে একটা বিষয় আমার চলে পড়ল যা আমাকে কুশি দেয়নি। ( এই দুটো টাইপো বেশী চোখে পড়ছে)
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৩
ফেনা বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। টাইপু ঠিক করে দিয়েছি।
১২| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ১২:৫১
আহমেদ জী এস বলেছেন: ফেনা,
দুঃখিত, টাইপো----ব্লগে আগের মতো তরতর প্রোতধারা বইছে না বটে....
এখানে স্রোতধারা হবে।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৩
ফেনা বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ৭:০৭
রানার ব্লগ বলেছেন: পৃথীবির সব কিছুর গ্রহণকাল থাকে । ধরুন সামুর গ্রহণকাল চলছে । এটা স্বাভাবিক ।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮
ফেনা বলেছেন: হুম, হবে হ্য়ত....
১৪| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যস্ততার কারণে নিজের পোস্টের মন্তব্যও করতে পারছি না। ব্লগে লগিন হচ্ছি কিন্তু অফিস টাইমে ব্লগে সময় দেয়ার মত সময় নাই। মাঝে মাঝে এসে পুরাতন পোস্ট মেরে চলে যাই। ব্যস্ততা যেদিন কমবে সেদিন হক্কলতার পোস্ট পড়ে মন্তব্য করে উড়াইয়ালবাম ইংশাআল্লহ
আমার কবিতার প্রতিউত্তর পড়েছি। গতকাল রাতে লাইক মেরে চলে আসছি। সময় পেলে মন্তব্য করবো ইংশাআল্লাহ।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৬
ফেনা বলেছেন: শুকরান যাযাক্কাল্লাহ হি খাইর। কাইফা হালুকা হাবিবা ?
১৫| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ কবছর ধরেই সামু এভাবে চলছে। কিছুটা ভাটা পড়েছে এটা মানতেই হবে।
২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৬
ফেনা বলেছেন: এইভাবে চললে ত কিছু দিন পর ধাক্কা দিয়ে চালাতে হবে!!!
১৬| ২৪ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা।জ্বী উপরওয়ালার ইচ্ছায় ভালো আছি। আশাকরি আপনিও ভালো আছেন। শুভেচ্ছা আপনাকে।
২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:০০
ফেনা বলেছেন: জি জনাব আমি ভাল আছি আপনাদের সকলের দোয়াই।
শুভেচ্ছা আপনাকেও।
১৭| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: যারা সামুকে ভালবাসেন তারা সময় পেলেই ঢু মেরে যান।
এই যেমন আমি তবে এটা ঠিক আগের মত সামু আর জমজমাট নেই।
২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:০০
ফেনা বলেছেন: কি করা যায় বলে আপনার মনে হয়???
১৮| ২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: ব্লগ ঠিকই আছে।
সুন্দর চলছে। লোকজন পোস্ট করছে। মন্তব্য করছে। আর কি চান?
২৪ শে জুলাই, ২০২৩ দুপুর ১:২৬
ফেনা বলেছেন: লছে যে সেইটা ত আমিও বলি। কিন্তু যতটা প্রাণবন্ত চাই সেইটা নাই..... এই আর কি।
১৯| ২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:২৮
রিফাত হোসেন বলেছেন: সামু সময়ের সাথে সাথে evolve হতে পারে নাই।
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২০
ফেনা বলেছেন: আমারও মাঝে মাঝে এমনি মনে হয়।
২০| ২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৯
নজসু বলেছেন:
আমি ব্লগে প্রতিদিন গড়ে প্রায় আঠারো ঘন্টা লগইন থাকি।
ব্লগের প্রাণের স্পন্দন মাঝে মাঝে শুনতে পাই।
ব্যস্ততা, অভিমান ভুলে সবাইকে আবার একদিন জমজমাট সামুতে দেখতে পাবো এই আশা প্রতি মুহুর্তে করি।
২৪ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১৮
ফেনা বলেছেন: আপনার আশা যেন পূরণ হয়।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
মোগল সম্রাট বলেছেন:
ব্লগকে ভাইরাল কালচার দিয়ে জাজ করলে প্রানহীন মনে হতে পারে কারো কারো কাছে।
সামু নিঃসন্দেহে আগের মতোই জনপ্রিয় আছে।
পঙ্গপাল আসবে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নাই ।