নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

কি আছে কপালে কে জানে??

২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১



কি আছে কপালে কে জানে??

দক্ষিণ এশিয়াতে এখন যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে তা আরো বাড়বে। এমন এক পর্যায়ে যাবে যে খান থেকে অনেকগুলি নতুন রাষ্ট্রের জন্ম হবে। আর স্থিরতা ফিরে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সম্পুর্ণ দুনিয়ার প্রায় দুই তৃতীয়াংশ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে। এতে শুধু যে দক্ষিণ এশিয়াতে শান্তি ফিরে আসবে তা নয় পুরা দুনিয়াতেই শান্তি ফিরে আসবে।

আজব লাগছে!!! লাগতেই পারে। অপেক্ষা করুন সেই ভয়াবহতার। কাদবেন কিন্তু চোখে জল আসবে না। জাহান্নামের শাস্থির খুবই ছোট একটা নমুনা হবে মাত্র।

*** উপকূল, বিচ্ছিন্ন দ্বীপ, জঙ্গলে বসবাসকারীরাই মনে হয় নতুন করে পৃথীবি সাজাতে বেঁচে থাকবে। বাকী সব ত পরমানুর রেডিয়েশনে বিনাশ হয়ে যাব।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২

আমি সাজিদ বলেছেন: আজ থেকে ঠিক কতো বছর পর ৩ য় বিশ্বযুদ্ধ হতে পারে?

২৮ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

ফেনা বলেছেন: বলা মুশকিল। তবে আমার কাছে মনে হয় অংকুরধগমন হয়ে গেছে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: এখনতো বিশ্বযুদ্ধই চলছে।বিশ্বের কোন রাষ্ট্র আছে যুদ্ধের বাইরে।প্রতক্ষ আর পরক্ষ ভাবে সবাই জড়িত।

২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০

ফেনা বলেছেন: হুম সেইটাকেই আমি যুদ্ধের অঙ্কুর বলেছি।

আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০১

নতুন বলেছেন: ভারত ভেঙ্গে নতুন রাস্ট হবেনা। বরং তারা চীন, আমেরিকার পরেই থাকলে লিস্টিতে।

মায়ানমারের অবস্থা খারাপই হবে।

মনে হয় না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে অনেক ঝামেলায় পড়বে। যুদ্ধ দেশকে অর্থনৈতিক ভাবে ধংষ করে দেয়।

সামনে সেনা পাঠিয়ে যুদ্ধ হবেনা, ড্রোন পাঠাবে সবাই। B-)

২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৪

ফেনা বলেছেন: আপনি কি খেয়াল করেছেন যে দুনিয়াতে দিনকে দিন এক এক করে দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়ছে। ফিলিস্থিন, ইসরায়েল, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরান, রাশিয়া, ইউক্রেন। ধীরে দ্গীরে আরো দেশ জড়িয়ে পড়বে। অপেক্ষা করেন এবং দেখতে থাকেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

নতুন বলেছেন: যুদ্ধ ভালো ব্যবসা কিছু দেশের জন্য।
যুদ্ধ ভালো পন্হা রাজনিতিকদের ক্ষমতায় থাকার জন্য।

তাই যুদ্ধ থাকবেই। কিন্তু ৩য় বিশ্ব যুদ্ধের মতন জিনিত এতো জলদি হবেনা, তেমন মাথা খারাপ নেতা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.