নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

বিষয় যখন বাংলাদেশ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২০




ছবিঃ গুগল হতে।

এখনো আমি আমার স্বভাব পরিবর্তন করতে পারিনি। অদূর ভবিষ্যৎ এ পারব বলে মনে হয় না। আমি যখন নিজেকে বদলাতে পারব না তাহলে এই দেশের বদলানো নিয়ে এত চিল্লাইয়া লাভ কি?!! আমরা মরার আগ পর্যন্ত না হয় অত্যচারিত আর নিঃপেশিত হতেই থাকলাম।
এত দিন হতে পেরেছি আরো হলে দোষ কী?

পারব না এক হয়ে থাকতে। থাকতে চাইও না। এইটা আমার ইচ্ছা। এই বাংগালীর জন্মের দোষ।


বিঃদ্রঃ "যে দেশের জনগণ যেমন সেই দেশের সরকারও তেমন।"

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭

অপু তানভীর বলেছেন: আমরা নিজেরা পরিবর্তন হতে চাই না অথচ আশা করি আমাদের সরকার হবে মহান।
সরকার আসে কোথা থেকে? আমাদের ভেতর থেকেই তো !

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

ফেনা বলেছেন: হুম তাই।
তাঁর পরও তো কারো চিল্লানি থামে না?? আজব এক দেশের মানুষ আমরা।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: ভালো লিখেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

ফেনা বলেছেন: শুভ কামনা আপনাকে।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪

কামাল১৮ বলেছেন: বদলানোর জন্য নিজের ভিতর দ্বন্দ্ব থাকতে হবে।জানার আগ্রহ থাকতে হবে।প্রশ্ন করতে হবে নিজেকে।
বিশ্ব একটি চলমান বস্তু, কোন কিছুই স্থির না।চিন্তাও স্থির না।
কালকের আপনি আর আজকের আপনি এক না।পরিবর্ত এতই সামান্য যে দৃষ্টিতে আআসে না ।টের পাওয়া যায় আট দশ বছর পর।মানসিক পরিবর্তনের জন্য নিজের চেষ্টা থাকতে।নয়তো ৩০/৪০ বছর পর দেখবেন দেহের অনেক পরিবর্তন হয়ে গেছে, মন রয়ে গেছে আগের যায় গায়।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: নিজের চেষ্টা থাকতে হবে।হবে বাদ পড়ে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.