নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতাক্রম

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫



পিঁপড়ে দেখে ফড়িং বলে, ক্ষুদ্র ওরে কীট!
দেখলে আমায় ভয়ে করে চোখ দুটো পিটপিট?



তাইনা দেখে চড়ুই বলে ওরে ফড়িং হাদা,
দেখ্ চেয়ে দেখ্ পেছনে তোর বসে আছে দাদা!



এক লাফেতে বিড়াল এসে বলে চড়ৃুই পাজি,
থাবা মেরে আমার পেটে ভরবো তোকে আজি।



ঘেউ ঘেউইয়ে কুকুর বলে নাই তবে নিস্তার,
কামড় দিয়ে বিড়াল তোকে করবো জগৎ পার।
আমার চেয়ে এই ভূবনে আছে কি কেউ বীর?



সামনে এসে সিংহ দাড়ায় উচ্চ করি শির।
কুকুর বলে ক্ষমা করুন মাফ করে দিন সাজা,
এই জগতে আপনি হলেন সকল পশুর রাজা।



চুপিসারে মানুষ এসে অস্ত্র করে তাক,
বুঝতে পেরে সিংহ পালায় একটা মেরে লাফ।



এমন সময় বজ্রপাতে পড়লো ভেঙ্গে গাছ,
মানুষ বলে স্রষ্টা তুমি মাফ করে দাও আজ।।

ছবি সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: ছবি আর লেখা মিলিয়ে চমৎকার। +।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮

বিষাদ সময় বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহ দে্য়ার জন্য আর + এর জন্য কৃতজ্ঞতা।

২| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর সমন্বয় কবিতা ও ছবিতে।

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫০

বিষাদ সময় বলেছেন: সঙ্গে পেয়ে খুশি হলাম । ভাল থাকুন সবসময়।

৩| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

ওমেরা বলেছেন: খুব সুন্দর তো !! ধন্যবাদ

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

বিষাদ সময় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ।

৪| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

শাহজালাল হাওলাদার বলেছেন: সুন্দর! সুন্দর!

২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

৫| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: চমৎকার

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৬

আখেনাটেন বলেছেন: সুন্দর ছবি ও লেখা।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৫

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম।

৭| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল হইছে।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

বিষাদ সময় বলেছেন: শুভেচ্ছা। ভাল থাকুন।

৮| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

ক্ষমতাবাজী চলছে সব জায়গাতেই

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

বিষাদ সময় বলেছেন: আপনাদের ভাল লাগাই লেখকের স্বার্থকতা।
কথা আছে না " এক সেরের ওপর সোয়া সের".........
ধন্যবাদ।

৯| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

ফারিয়া আলম বলেছেন: ছবি ও লেখা দুটোই চমৎকার হয়েছে।

২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। সঙ্গে থাকায় খুশি হলাম। ভাল থাকুন সব সময়।

১০| ২০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৭

অগ্নি সারথি বলেছেন: ছবিতা ভালো হয়েছে।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

বিষাদ সময় বলেছেন: আপনাকেও শুভেবাদ।

১১| ২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: দারুণ দারুণ ছবি।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

বিষাদ সময় বলেছেন: ইন্টারনেটের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

১২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা পাঠ করলাম আজ সকালে।
মন ভালো হয়ে গেল।

কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জ্ঞাপন করছি।

২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

বিষাদ সময় বলেছেন: বলেছেন: আপনার মন ভাল করতে পেরে আমিও আনন্দিত। স্রষ্টার কাছে কামনা করি, সারাটা দিন যেন অটুট থাকে আপনার মনের এই স্নিগ্ধতা।

১৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ২:২২

উম্মে সায়মা বলেছেন: দারুন হয়েছে।+

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

বিষাদ সময় বলেছেন: অসংখ্য ধন্যবাদ। + এর জন্য কৃতজ্ঞতা।

১৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৭

নতুন নকিব বলেছেন:



সাফল্য এক দিনেই কপাল চুম্বন করে না। ধীরে ধীরেই গড়ে ওঠে ইট সুরকি বালু সিমেন্ট রড পাথরের মিশ্রনে সুরম্য সৌধ অট্টালিকা। শব্দের খিলান, ছন্দের উকিঝুঁকি, এলোমেলো সুরগুলো এক সময় হয়ে ওঠে বিমূর্ত পদাবলী। অনবদ্য বিমূর্ত পদাবলীতে হারিয়ে গেলুম অদ্য প্রভাতেও।

বিষাদ সময়, অভিনন্দন অগনন।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

বিষাদ সময় বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে আমি বিমোহিত। এত সুন্দর মন্তব্যও শুধু একজন বিদগ্ধ জনের পক্ষেই করা সম্ভব। শুভেচ্ছা অফুরন্ত।

১৫| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩১

পান্হপাদপ বলেছেন: ভালো লাগলো

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

বিষাদ সময় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকুন নিরন্তর।

১৬| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

আহমেদ জী এস বলেছেন: বিষাদ সময় ,




জাগতিক বাস্তবতার ছবি ।
ক্ষমতার সিঁড়ি শুধু বেড়ে বেড়ে সেই আকাশ অবধি ঠেকে । এর প্রতি ধাঁপেই থাকে বিষাদের ছায়া পতন .............



২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১২

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগতম ভাই আহমেদ জী এস। সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

১৭| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ছবি ++++
ছন্দ ++++
দারুন একদম

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৬

বিষাদ সময় বলেছেন: আপনার প্রশংসায় আনুপ্রাণিত। +++ এর জন্য অনেক কৃতজ্ঞতা। আশা করি সব সময় পাশে থাকবেন।

১৮| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি সহ কাব্য যে রিয়েলিটির বার্তা বহন করেছে এইতো জীবন চক্র। ধন্যবাদ আপনাকে ও আপনার দির্ঘায়ূ কামনা করছি।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

বিষাদ সময় বলেছেন: সঙ্গে পেয়ে ভাল লাগলো। সুস্হ থাকুন। দীর্ঘ্ সাফল্য মণ্ডিত জীবন হোক আপনার।

১৯| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২০

হাসান রাজু বলেছেন: সুন্দর। সুন্দর । সুন্দর ।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩

বিষাদ সময় বলেছেন: শুভেচ্ছা এবং অনেক, অনেক, অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.