নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

জনসংসার

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১০




*** জনসংখ্যার ভারে বাংলাদেশ ভারাক্রান্ত। ডেনসিটি অফ পপুলেশনে এর বিচারে আমরা বলা যায় শীর্ষ স্থানে। জনসংখ্যা নিয়ন্ত্রনের বিষয়টি অজনপ্রিয় হওয়ায় এ ব্যাপারে কথা বলার কেউ নেই। সাথে আছে ধর্মীয় কুসংস্কার। তাই বেড়ে চলেছে রহিম চাঁনদের সংখ্যা।


ফোকলা দাঁতের হাসি দিয়ে বললো রহিম চাঁন,
“মাশাল্লাহ আমার ঘরে খাওইয়া দশ খান,
কি কমু আর খুশির খবর ভাই আপনার কাছে,
ইনশাল্লাহ সামনে মাসেই আরেকটা আসতাছে।"

আঁৎকে উঠে বললাম আমি, কি কও রহিম চাঁন!
তোমার ঘরে ডাকছে দেখি পোলাপানের বান,
কও তো দেখি ছোট্ট পোলার বয়স অহন কত?
“দুধ ছাড়েনাই এইডা জানি, জানি কি আর অতো।"

বড় মেয়ে আয় করতো শাপলা শালুক তুলে,
লেখা পড়ায় ভালই ছিল, পাঠাও কি ইস্কুলে?
“সেয়ান মাইয়া কি করবো পড়ালেহা দিয়া!
গেল বসর কালুর লগে দিলাম তারে বিয়া।“

মেজ ছেলে ভুগতো জ্বরে যক্ষা ছিল তার,
নিয়ম মত তারে তুমি দেখাইসো ডাক্তার?
“দুখের কথা কি আর কমু ভাই আপনার সাথ,
আল্লার মাল আল্লায় নিসে নাইতো আমার হাত।"

বিবি তোমার রুগ্ন অতি, হাড় কঙ্কাল সার,
স্বাস্থটাকে করতে ভালো করসো কিসু তার?
“ঘর সংসার চলে না যে অহন তারে দিয়া,
ভাবসি আমি সামনে বসর করুম আরেক বিয়া।"

রাগে বলি গরীব তুমি, এত কিসের আস!
নিজের সাথে করছো তুমি দেশের সর্বনাশ।
"সাধ আহ্লাদ নাইকি আমার কি কন্ যে ভাইজান",
ফোকলা দাঁতের হাসি দিয়ে বললো রহিম চাঁন।।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩১

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লিখেছেন।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৪

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০

আলী প্রাণ বলেছেন: নিজের সাধ মিটাইতে বউ পোলাপান আর দেশেটারে বাঁশ দিতাছে, দারুণ প্রকাশ।
ভালো লাগা রেখে গেলাম।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন, নিজের খায়েশ মেটাতে এসব মানুষই দেশটাকে ডোবাচ্ছে।ধন্যবাদ।

৩| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


৪৫ বছরে, দেশের মানুষ বেড়েছে ২২৬%, এগুলো কি সরকার ছিল ক্ষমটায়, নাকি লিলিপুটিয়ান?

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৬

বিষাদ সময় বলেছেন: সরকারের সমস্যা কি? যত জনসংখ্যা বাড়বে, ততো বেশি গরু গাধা উৎপাদিত হবে, ততো ভোট বাড়বে, ততো মোসাহেব বাড়বে।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রহিম চাঁনের মতো অমানুষগুলারে পাইকারি হারে ভ্যাসেকটমি কইরা দেওয়া দরকার।

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

বিষাদ সময় বলেছেন: হেনা ভাই আপনাকে পাশে পেয়ে অসম্ভব ভাল লাগছে। সেই প্রথম আলো ব্লগ থেকেই আমি আপনার লেখার ভক্ত। আপনার লেখা ব্লগে দেখলেই ভাল লাগে , বুঝতে পারি আপনি সূস্হ আছেন, ভাল আছেন। ভাল থাকুন, সুস্থ থাকুন শত বছর।

৫| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার প্রতি আপনার শ্রদ্ধা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা জানাই। এই ধরণের সচেতনতামূলক পোস্ট আরও বেশি বশি দিবেন। রম্য আকারে লেখা গদ্য বা পদ্যের ফরম্যাটে এ ধরণের পোস্ট সবাই পছন্দ করে।

শুভকামনা রইল।

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিষাদ সময় বলেছেন: আবার ব্লগে এসে উৎসাহিত করায় আপনার প্রতিও কৃতজ্ঞতা হেনা ভাই।

৬| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.