নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসক্লেইমারঃ কমন পড়লে এবং হাসি না আসলে আমি দায়ী নই।
এক
এক বাঙালী প্রত্নতাত্ত্বিক আর এক উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক একত্রে মিলিত হয়েছেন-
উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক গর্বের সাথে বললেন, "আমাদের দেশের মাটি খুড়ে এক সভ্যতায় হাজার বছর আগের টেলিফোন লাইন পাওয়া গেছে।"
বাঙালী প্রত্নতাত্ত্বিক, " তাতে কি প্রমাণ হয়?"
উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক," এতে প্রমাণ হয় যে হাজার বছর আগেও আমাদের দেশে টেলিফোনের ব্যবহার ছিলো।"
বাঙালী প্রত্নতাত্ত্বিক, "অথচ আমাদের দেশের এরকম একটি হাজার বছর আগের সভ্যতায় কোন টেলিফোন তারের অস্তিত্ত্বই পাওয়া যায়নি।"
উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক," এতে কি প্রমাণ হয়?"
বাঙালী প্রত্নতাত্ত্বিক, " এতে প্রমাণ হয় হাজার বছর আগেই আমাদের দেশে মোবাইলের ব্যবহার শুরু হয়েছিল।"
দুই
একবার নাসির উদ্দিন হোজ্জা গেলেন এক প্রত্নতাত্ত্বিক যাদুঘর দেখতে। যাদুঘরের প্রদর্শক তাকে বিভ্ন্ন কক্ষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে ঘুরে দেখাচ্ছন আর সে সব জিনিষ কত আগের তা বর্ণনা করছেন।
একটা কক্ষে এসে প্রদর্শক বললেন,” এই যে তলোয়ারটা দেখছেন, এটা এক হাজার বছর আগের”
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “ আজ্ঞে, ১০০৫ বছর আগের”
এর পরের কক্ষে গিয়ে প্রদর্শক তাকে কিছু তৈজসপত্র দেখিয়ে বললেন, ”এগুলো দুহাজার বছর আগেকার”।
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “ আজ্ঞে, ২০০৫ বছর আগের”।
নাসির উদ্দিন এর কথা শুনে প্রদর্শক অবাক হলেন ভাবলেন নাসির উদ্দিন মনে হয় অনেক বড় প্রত্নতাত্ত্বিক কিন্তু তিনি কিছু বললেন না।
পরবর্তী কক্ষে গিয়ে কিছু শীলালিপি দেখিয়ে প্রদর্শক,” এ গুলো তিন হাজার বছর আগের শীলালিপি”
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “ আজ্ঞে, ৩০০৫ বছর আগের”।
এবার প্রদর্শক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, “জনাব, এত নিখুত হিসাব আপনি জানলেন কি করে”?
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “আজ্ঞে, পাঁচ বছর আগে যখন এ যাদুঘর ঘুরতে এসেছিলাম তখন্ও আপনি এ গুলোকে এক হাজার, দু হাজার আর তিন হাজার বছর আগের বলেছিলেন। তা এখন যদি আমি এ গুলোর সাথে পাঁচটা বছর যোগ করে নেই তবে হিসাবটা আরো নিখুঁত হয় না?”
তিন
একবার বিড়ালদের মধ্যে এক মারমারির কম্পিটিশন এর আয়োজন করা হল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিড়াল জড়ো হলো। কেউ ভাবলো আমেরিকার বিড়াল চ্যাম্পিয়ন হবে, কেউ বা ভাবলো অস্ট্রেলিয়ার বিড়াল চ্যাম্পিয়ান হবে। কিন্তু কার্যক্ষেত্রে সোমালিয়ার বিড়ালের সাথে কোন দেশের বিড়ালই পাত্তা পেল না। এমন একটা দুর্ভীক্ষ পীড়িত দেশের বিড়াল চ্যাম্পিয়ন হ্ওয়ায় বিস্মিত হয়ে গেল সবাই।এক সাংবাদিক সোমালিয়ার বিড়ালকে প্রশ্ন করলো, "এরকম দরিদ্র একটা দেশের বিড়াল হয়ে আপনি চ্যম্পিয়ন হলেন, এর রহস্যটা কি?
সোমালিযার বিড়ালের উত্তর, “ রহস্য কিছুই নারে ভাই ,আসিলাম সোমালিয়ার বাঘ, না খাইতে পাইয়া হইসি বিড়াল।”
চার
এক উচু বিল্ডিং এর নিচের ফুটপাথে বসে এক ভিখারি ভিক্ষা করছে । এক আগন্তুক এসে তাকে প্রশ্ন করলো ,”উপরে উঠার সিঁড়িটা কোথায় জানেন?”
ভিখারির উত্তর,” উপরে উঠার সিঁড়ির খবরই যদি জানতাম তাইলে কি আর ভিক্ষা করতাম”।
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত এবং সংগ্রহ করে কাঁচি (ফটোশপ) চালিত।
কৌতুকঃ সংগৃহীত, এডিটিত এবং আবিস্কৃত।
২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
বিষাদ সময় বলেছেন: ২ টি কমন পড়ায় ৫০ মার্ক আপনার, আর ২টি কমন না পড়ায় ৫০ মার্ক আমার। ২ জনেই সেকেন্ড ক্লাস পাইসি হাঃ হাঃ হাঃ। ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৫০
আফা আমি-ই দেশপ্রেমিক বলেছেন: ভালোই লেগেছে...।। :-D :-D
২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বিষাদ সময় বলেছেন: ব্লগে এসে মন্তব্য করায় অসংখ্য ধন্যবাদ। "ভাল" এর সাথে "ই" প্রত্যয় থাকায় মনে হচ্ছে বেশি ভাল লাগে নাই।
৩| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সবগুলোই ভালো। তবে নাসিরুদ্দিন হোজ্জারটা বেশি ভালো লাগলো।
ধন্যবাদ ভাই বিষাদ সময়।
২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
বিষাদ সময় বলেছেন: ব্লগে আসায় কৃতজ্ঞতা হেনা ভাই। প্রান খুলে হাসুন হৃদয়টা ভাল রখুন।
৪| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
দীপঙ্কর বেরা বলেছেন: বেশ ভালো
২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
বিষাদ সময় বলেছেন: ব্লগে আসায় শুভেচ্ছা। ভাল লেগেছে জেনে খুশি হলাম।
৫| ২৭ শে মে, ২০১৭ দুপুর ২:৫২
চানাচুর বলেছেন: আনকমন সব। কিন্তু আমার কৌতুক পড়ে হাসি আসে না কেন!
২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:২২
বিষাদ সময় বলেছেন: কারণ আপনি বিষন্নতায় ভুগছেন।
৬| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: হা হা হা হা হা ............ আমার বিষন্নতা নেই।
++++
২৮ শে মে, ২০১৭ দুপুর ১:৩৪
বিষাদ সময় বলেছেন: প্রাণ খুলে হাসুন শরীর এ মন সুস্থ রাখুন। প্রাণ খুলে হাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
২ টি কমন, ২টি প্রথমবার শুনলাম।