নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক’দিন আগে ব্লগে একটি পোস্ট এসেছিল মালটি নিক নিয়ে। আমাদের ব্লগের অত্যন্ত জনপ্রিয় এবং বাম্তববাদী ব্লগার ”মানবী” পোস্টটি লিখেছিলেন। সেখানে তিনি আত্মশুদ্ধির শুরুটা করতে আহ্বান করেছিলেন মাল্টিনিকের অনৈতিক ব্যবহার বন্ধের মধ্যে দিয়ে। মূলতঃ তার আহ্বানটি ছিল মাল্টিনিক ব্যবহার করে নিজের পিঠ নিজে চাপড়ানো বন্ধ করার। তার এ আহ্বানে সাড়া দিয়ে কতজন নিজেকে পরিশুদ্ধ করেছিলেন জানিনা। তবে অনেকে হয়তো একটি ধাক্কা খাওয়ায় সাময়িক ভাবে নিজের পিঠ নিজে চাপড়ানোর মহাৎসব বন্ধ করেছিলেন। কিন্তু আমরা বাঙালী জাতি, আমাদের উদ্ভবনী শক্তি অসাধারণ, তাই ক'দিন পরই দেখিয়ে দিলাম এই আহ্বান ভায়োলেট না করে (নিজের পিঠ নিজে না চাপড়িয়ে) কিভাবে দলে উপদলে বিভক্ত হয়ে অন্যের পিঠ রক্তাক্ত করে দেয়া যায়।
যা হোক আমাদের আরেকটি অসাধারণ উদ্ভাবনের নাম রিফ্রেশ বাটন। অনেকে আবাক হচ্ছেন খুব সাধারণ একটি পোস্ট ১৫-২০ মিনিটে কিভারে ৪০০-৫০০ বার পঠিত হয়। যারা অবাক হচ্ছেন তারা বাঙালীর উদ্ভবনী শক্তির উপর একবারেই আস্থাশীল না বা তারা বাঙালীর উদ্ভবনী শক্তির জোর জানার পরও না জানার ভান করছেন! তাদেরকে তিরস্কার করে নিচে ফর্মূলাটি দিয়ে দিচ্ছি-
১) লগইন করুন।
২) পোস্টদিন।
৩) লগআউট হোন।
৪) নিজের পোস্টে ঢুকুন।
৬) ক্রমাগত রিফ্রেশ করতে থাকুন
ফর্মূলাটির আনুবাদ এরকম-
১) লগইন করুন।
২) অল্প পরিশ্রম করে সস্তা দরের একটি পোস্টদিন।
৩) লগআউট হোন।
৪) নিজের পোস্টে ঢুকুন।
৬) নীতি নৈতিকতা বিসর্জন দিন, ক্রমাগত রিফ্রেশ করতে থাকুন।
৭) সর্বাধিক পঠিত এর তালিকায় নিজের নিম্ন মানের পোস্টটিকে নিয়ে আসুন।
তাই এই অদম্য উদ্ভবনী শক্তি সম্পন্ন ব্লগারদের কাউকে আর আত্মশুদ্ধির আহ্বান জানাবো না। বরং বলবো জয়তু রিফ্রেশ। আতি নিম্ন মানের লেখাকেও তুমি তোমার জাদুকরি স্পর্শে অসাধারণ উচ্চতায় ওঠাতে পার!!!!!!!!!
১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫
বিষাদ সময় বলেছেন: আমিও তো বলি "এসব কি শুরু হলো ??????? ( ("
২| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫
তপোবণ বলেছেন: ব্যাপারটা আজ বুঝা গেল। ক্লিয়ার হলাম। আমার মধ্যে না জানার ভান ছিলনা, তবে আপনার এই পোষ্টে ছলনাকারীদের চিনে ফেলতে আর কষ্ট করতে হবে না।
১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩৭
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। অনেকেই অবশ্য বিষয়টি জানেন না।
৩| ১২ ই জুন, ২০১৭ রাত ২:১৬
নূর আলম হিরণ বলেছেন: সর্বাধিক পঠিত হলে কি সামুতে কোনো পুরুষ্কারের ব্যবস্থা আছে নাকি!
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
বিষাদ সময় বলেছেন: যতটুকু জানি, নাই। ধন্যবাদ।
৪| ১২ ই জুন, ২০১৭ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: এই সব ছোটলোকি আর ভাল লাগে না।
১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
বিষাদ সময় বলেছেন: ভাল না লাগলেও ছোটলোকরা ছোটলোকি করবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৩১
সুমন কর বলেছেন: এসব কি শুরু হলো ???????