নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

আদার ব্যাপারীর জাহাজের খবর

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯




প্রবাদ আছে “আদার ব্যাপরীর জাহাজের খবর এর দরকার নাই”। প্রবাদের অর্থ সবারই জানা তাই তা নিয়ে আর কচলালাম না। তবে আজকাল জাহাজে করে এদেশে আদা আসছে দেদারসে তাই আর আদার ব্যাপারীর জাহাজের খবর না নিলে চলেনা।এহেন সময়ে বিষাদ সময় যদি মডারেটরদের খবর নেয় বা কাজ কামের সমালোচনা করে তবে মনে হয় না খুব অন্যায় হবে ।

বিপদ এড়ানোর জন্য আমার মনে হয় সমালোচনা করার আগে তাদের শুভেচ্ছা জানানো এবং কিছু তৈল দিয়ে নেয়া জরুরী। তাই-

বিষাদ সময়ের পক্ষ থেকে সকল মডারেটরের প্রতি ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালই ঈদ কাটিয়েছেন এবং খেয়ে দেয়ে ভালই ছুটি কাটাচ্ছেন।

নির্বাচিত পাতায় নতুন পোস্ট আসলে বা নতুন কোন পোস্ট স্টিকি হলে আপনাদের উপস্থিতি বুঝতে পারি, কারণ আপনাদের সাথে এরকম অধম ব্লগারদের কোন ইন্টারেকশন না থাকায় এর বাইরে আপনাদের উপস্থিতি বোঝার কোন উপায় নাই। ওহ ভুলেই গেছিলাম যে, ব্যানারে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেটাও আপনাদের উপস্থিতির ইশারা।

ইদানিং মডারেশন বা প্রথম পাতায় পোস্ট নির্বাচনের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে যা চোখে পড়ার মত। এটা আমার দৃষ্টিতে একটি ইতিবাচক পরিবর্তন। আগে দেখা যেত কয়েকজন খ্যাতিমান ব্লগারের লেখা ছাড়া তেমন কোন লেখা নির্বাচিত পাতায় স্থান পেত না। এখন মোটামুটি ভাল হলে যে কোন ব্লগারের লেখাই নির্বাচিত পাতায় ঠাঁই পাচ্ছে। এতে করে সাধারণ ব্লগাররা লেখার প্রতি উৎসাহিত হচ্ছে বলে আমার বিশ্বাস। তাছাড়া নির্বাচিত পাতাটি কিছুটা সচল হয়েছে। আগে দেখা যেত একই লেখা নির্বাচিত পাতায় দিনের পর দিন দেখতে দেখতে ব্লগাররা ক্লান্ত হয়ে যেত, পোস্টের আবেদন শেষ হয়ে যেত কিন্তু নির্বাচিত পাতা সচল হতো না। এখন অবশ্য এটা কম হয় । এসব কারণে মাডারেটরদের ধন্যবাদ।

যাহোক এটা হল শুভেচ্ছা এবং তৈল পর্ব । এবার আসি সমালোচনা পর্বে-

কিছুদিন আগে শুনেছিলাম পোস্টে বার বার ব্যক্তিগত ছবি ব্যবহার করায় এক ব্লগারকে জেনারেল পদে পদন্নতি দেয়া হয়েছে। কোন এক সিনিয়র ব্লগারের কাছ থেকে জানলাম পোস্টে ব্যক্তিগত ছবি ব্যবহার করা ব্লগের রীতি বিরুদ্ধ। নিয়ম যদি সেটাই হয় তবে এ ধরণের পোস্ট নিরুৎসাহিত করা মডারেটরদের দায়িত্ব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখি শুধু নিজের নয়, পুরা পরিবারের ছবি সম্বলিত পোস্ট নির্বাচিত পাতায় শোভা পাচ্ছে। হয়তো মডারেটর বলবেন সে ছবি গুলো প্রাসঙ্গিক। যাহোক প্রাসঙ্গিক বিষয়টি আপেক্ষিক তাই এ নিয়ে আর তর্ক বিতর্ক করবো না।

বানান কমবেশি সবারই ভুল হয় কিন্তু যখন দেখি মারাত্মক ভুল বানানে লেখা শিরোনাম সম্বলিত পোস্ট নির্বাচিত পাতায় শোভা পাচ্ছে তখন খারাপ লাগে। এ কথা অস্বীকার করা যাবে না যে অনেক সময় এ রকম অনেক পোস্টেরও ভিতরের লেখা অত্যন্ত মান সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে লেখাটি নির্বাচন করার আগে মডারেটর শিরোনামের বানানটি ঠিক করে নেয়ার জন্য লেখককে মেসেজ দিতে পারেন।

বেশ কিছুদিন ধরে লক্ষ করছি কিছু ব্লগার ব্লগকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। তাদের অনেকের নিক যেমন কুরুচিপূর্ণ তেমনি তাদের মন্তব্য আক্রমনাত্মক, অশ্লীল এবং ক্ষেত্র বিশেষে সাম্প্রদায়িক যা ব্লগীয় নীতিমালার পরিপন্থী। এসব নিকগুলো দেখতে দেখতে আমার মুখস্ত হয়ে গেছে, কিন্তু মডারেটরদের দৃষ্টি এড়িয়ে কি ভাবে দিনের দিন তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। সবচেয়ে দুঃখজনক হলো এদের কারও কারও পোষ্ট নির্বাচিত পাতায় ঠাঁই পাচ্ছে। অথচ এদের অত্যাচারে অনেক সম্মানিত ব্লগার এখন ব্লগ ছাড়া।

আমাদের প্রাণের এই ব্লগটি দির্ঘদিন বেঁচে থাক এবং উত্তর উত্তর সমৃদ্ধহোক সেটাই কামনা। কিন্তু ইদানিং এই ব্লগটি যেন জ্বরা আক্রান্ত হয়ে পড়েছে। এই জ্বরা থেকে বাঁচাতে হলে ব্লগের ডাক্তারদের টিকা, ইঞ্জেকশন নিয়ে তৎপর থেকে ব্লগকে জীবানু মুক্ত করতে হবে সেই সাথে বাড়াতে হবে রুগী এবং তার হিতাকাঙ্খিদের সাথে ইন্টারেকশন।

সবাইকে ঈদের শুভেচ্ছা।





















মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: ভাইয়া

পোস্টটা পড়লাম!

আর হাসছি সেদিনের কথা মনে করে আমাকে মাঝে মাঝে ঝগড়ুও করি বলেছিলে!!!!!!! :P


হা হা এইবার বুঝেছো তো মাঝে মাঝে ঝগড়ু মানে দরকার পড়লে খড়গহস্তেরও দরকার আছে!!!!! যদিও আমি শান্তিপ্রিয় আনন্দময়ী মানুষ!!!!!!


তাই বলে অন্যের আশায় বসে না থেকে খড়গ প্রয়োজনে হাতে তুলতে দ্বিধা নেই। কিন্তু কিছু কিছু খেত্তু টাইপ অকারনে গায়ে পড়া দেখলে খড়গও উঠতে বিরক্ত হয়! হা হা হা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

বিষাদ সময় বলেছেন: প্রথমেই একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। সেদিন কথাটি আমি কিন্তু নেতিবাচক অর্থে বলিনি, জাস্ট ফান করে বলেছি। প্রতিবাদী সবার হওয়া প্রয়োজন, কিন্তু দুঃখজনক হল তারা যে স্তরে নামতে পারবে আপনি কিন্তু সে স্তরে নামতে পরবেন না। এই এডভানটেজটুকু (বা নীচতা) তারা বুঝে দেখে অনেক সময়ই পায়ে পা বাধিয়ে ঝগড়া লাগাবে।

এখন আপনাকেই নির্ধারণ করতে হবে আপনি এ্যভয়ডেন্স স্ট্রাটেজিতে, না অফেনসিভ স্ট্রাটেজিতে লড়াই করবেন।

আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন, নির্মল থাকুন সেই কামনা।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হচ্ছে বিরাট পরিবার, এখানে সকল রকম বাংগালী আছেন, থাকবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

বিষাদ সময় বলেছেন: ব্লগ হচ্ছে বিরাট পরিবার, এখানে সকল রকম বাংগালী আছেন, থাকবেন।

ঠিকই বলেছেন। তবে ব্লগ পরিবার, বিশেষ করে সামু পরিবার একটি শিক্ষিত পরিবার তাই এ পরিবারের সদস্যদের ন্যুনতম মার্জিত হওয়া উচিত। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: হা হা না আমি জানি ফান করেই বলেছিলে ভাইয়া! :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

বিষাদ সময় বলেছেন: ফিরে এসে আবার কমেন্ট করায় সম্মানিত বোধ করছি বোন। সুন্দর থাকুন, শান্তিতে থাকুন সেই কামনা।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং'এর মানোন্নয়ন হয়েছে জ্যামিতিক হারে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

বিষাদ সময় বলেছেন: ব্লগিং এর মানোন্নয়ন হয়তো হয়েছে। কিন্তু ব্লগারদের মন উন্নয়ন হয়েছে কি?

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

ত্রিকোণমিতি বলেছেন: মুই নতুন ব্লগার।
কিছুই জানিনা, শুধু আন্নেগো পোস্ট পড়ি আর কমেন্ট করি।



:>

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

বিষাদ সময় বলেছেন: ব্লগিং এর এই দুনিয়ায় কে নতুন আর কে পুরাতন বলা খুব মুস্কিল।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আদার ব্যাপারী হয়েও জাহাজের খবর নিতে এলাম। কিছু বলবো না!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

বিষাদ সময় বলেছেন: আপনি কবি মানুষ, ব্যাপারী হলেন কবে!! আমিও আর কিছু বলবো না।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

জাহিদ অনিক বলেছেন: জাহাজ ঘাটে এসেছে,আদার দরদাম দেখে গেলাম। সোয়া কিলো আদা নিব যাওয়নের সময়।এখন ঐ পাড়ে যাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

বিষাদ সময় বলেছেন: আদা চা খেতে খেতে মনে হয় কবিতা লিখতে ভালই লাগে। তাই বলে তার জন্য সোয়া কিলো আদা!!!

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

ওমেরা বলেছেন: জাহাজের খবর ভাল লাগল ধন্যবাদ ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

বিষাদ সময় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের মানোন্নয়ন হওয়ার ফলে ব্লগিং'এর লেভেল উপরে উঠেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৩

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন ব্লগারদের সংখ্যা এবং মান উভয়ই বৃদ্ধি পেয়েছে। পুনরায় মন্তব্য করায় কৃতজ্ঞতা।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রইলো

ঈদের শুভেচ্ছা জানবেন।

ঈদের শুভেচ্ছা জানবেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

বিষাদ সময় বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকেও ঈদের অফুরন্ত শুভেচ্ছা।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

উম্মে সায়মা বলেছেন: ভালো আলোচনা করেছেন। একটু জাহাজের খবর নিয়ে গেলাম......

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

বিষাদ সময় বলেছেন: পাঠকের ভাল লাগাই লেখকের স্বার্থকতা।

একটু জাহাজের খবর নিয়ে গেলাম......

ভবিষৎ এ মনে হয় আদার ব্যবসা করার ইচ্ছা আছে.............. হাঃ হাঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.