নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

মানবতার কান্না

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২২



”মগের মুলুক” প্রবাদ কি আর এমনি এমনি আসে,
দেখ্ চেয়ে দেখ্ আরাকান আজ রক্ত স্রোতে ভাঁসে।
হায়া বিহীন মগ আর তোদের লজ্জা হবে কবে,
বনের পশু সামনে এসে লজ্জা দিবে যবে?



মায়ানমারের সেনা তোদের এমনি তর গুণ,
মানুষ মেরে খাস্ যে তোরা সেই মানুষের খুন।



হায় মহাদেব বুদ্ধ তোমার চেলার দেখ হাল!
লাশ দিয়ে আজ ভরছে তারা নদ, নদী আর খাল।



শান্তি জয়ী সুচি নীরব, করলে নাতো বারণ,
লঙ্কা গিয়ে তুমিও তবে এবার হলে রাবণ।




বিশ্ব মোড়ল তুলে ধরে শান্তি নামের ধ্বজা,
এমনতরও বর্বরতাই দেখছে শুধু মজা।




এ মুসলিম, ও হিন্দু এই যদি হয় হাল,
আজ মুসলিম মার খায় তো হিন্দু খাবে কাল।




জাত ভেদাভেদ ভুলে এবার ফেরা তোদের চেতন,
সবাই মিলে তুলে ধর আজ মানবতার কেতন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মানুষের মানবতাকে কমিয়ে আনে, নিষ্ঠুরতার জন্ম দেয় মনে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

বিষাদ সময় বলেছেন: ধর্ম মানুষের মানবতাকে কমিয়ে আনে, নিষ্ঠুরতার জন্ম দেয় মনে

এক বাক্যে এমন কনক্লুশন টানা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না।

আমি ব্যাক্তিগত ভাবে ধর্মের চেয়ে রাষ্ট্রের ধারণাকে অধিক প্রতিক্রিয়াশীল মনে করি।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওরা মগ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

বিষাদ সময় বলেছেন: আপনার এ পোস্টটি আমি আগেই পড়েছি, অলসতার জন্য মন্তব্য করা হয়নি। চমৎকার তথ্যবহূল পোস্ট।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

দীপঙ্কর বেরা বলেছেন: অসহায়

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

বিষাদ সময় বলেছেন: সত্যি অসহায়। ধন্যবাদ পাশে থাকায়।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

খালিদ১২২ বলেছেন: আমাদের কিচ্ছু কি করার নেই?
প্রকৃত মজলুম , ভাল লোক ও দুখী লোকদের বদ দোয়া আল্লাহ আপনি আরো কবুল করুণ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

বিষাদ সময় বলেছেন: আমাদের কিচ্ছু কি করার নেই?
আমাদের খুব বেশি কিছু করার আছে তা নয়। তবে যতটুকু করার আছে অসততা আর অদক্ষতার কারণে ততটুকুও করতে পারছি না।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

উম্মে সায়মা বলেছেন: এদের নিষ্ঠুরতা দেখে ভাবি এরা কি আসলেই মানুষ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

বিষাদ সময় বলেছেন: এদের নিষ্ঠুরতা দেখে ভাবি এরা কি আসলেই মানুষ?

এরা মানুষ কিনা জানিনা, তবে এটা জানি এরা বেশিরভাগই মগ। এ জন্যই প্রবাদ হয়েছে "মগের মুল্লুক"।
ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.