নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধির ব্যায়াম - ১

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

ক’দিন ধরে দেখতে পাচ্ছি ব্লগে ভালই বুদ্ধির ব্যায়াম চলছে। তাই ভাবলাম একটি বুদ্ধির ব্যায়ামের পোস্ট দিলে কেমন হয়। সেই চিন্তা থেকেই এই পোস্ট। যদি কারও কমন পড়ে যায়, তবে অনুরোধ করবো উত্তর না দেয়ার জন্য। এবার আসি বুদ্ধির ব্যায়ামে-

মূলতঃ এটি একটি লজিকাল ধাঁধাঁ । নিচের ছবির মত তিনজন ব্যাক্তি লাইন দিয়ে দাড়িয়ে আছেন। স্বাভাবতই ৩ নং ব্যাক্তি সামনের ১ এবং ২ নং ব্যাক্তিকে দেখতে পাচ্ছেন, ২নং ব্যাক্তি দেখতে পাচ্ছেন ১ নং ব্যাক্তিকে আর ১ নং ব্যাক্তি কাউকেই দেখতে পাচ্ছেন না। তবে সবাই সবার কথা শুনতে পাচ্ছেন।



এ অবস্থায় এক ব্যাক্তি এসে তাদের জানালো যে তার হাতে মোট পাঁচটি টুপি আছে, যার মধ্যে তিনটি কালো আর দুটি লাল, সেই ব্যাক্তি তার নিজের ইচ্ছামত ঐ তিনজনের মাথায় একটি করে টুপি পরিয়ে দিবে। তিনজনের মাথায় টুপি পরানো শেষ হলে সে-
৩য় জনকে জিজ্ঞাসা করলো যে তার (৩য় ব্যাক্তির) মাথায় কোন্ রঙ্গের টুপি পরানো হয়েছে সে (৩য় ব্যাক্তি) নিশ্চিতভাবে বলতে পারবে কিনা।।
৩য় ব্যাক্তি চিন্তা ভাবনা করে জানালো তার পক্ষে বলা সম্ভব না।

এরপর ২য় জনকে সেই ব্যাক্তি জিজ্ঞাসা করলো যে তার (২য় ব্যাক্তির) মাথায় কোন্ রঙ্গের টুপি পরানো হয়েছে সে (২য় ব্যাক্তি) নিশ্চিতভাবে বলতে পারবে কিনা।
২য় ব্যাক্তিও চিন্তা ভাবনা করে জানালো তার পক্ষে বলা সম্ভব না।

সর্বশেষ ১ম জনকে সেই ব্যাক্তি জিজ্ঞাসা করলো যে তার (১ম ব্যাক্তির) মাথায় কোন্ রঙ্গের টুপি পরানো হয়েছে সে (১ম ব্যাক্তি) নিশ্চিতভাবে বলতে পারবে কিনা।
১ম ব্যাক্তি চিন্তা ভাবনা করে জানালো যে, সে নিশ্চিত তার মাথায় কালো টুপি পরানো হয়েছে।

প্রশ্ন হচ্ছে ১ম ব্যাক্তি কিভাবে নিশ্চিত হল তার মাথায় কালো টুপি পরানো হয়েছে।
উত্তরের স্বপক্ষে লজিকগুলো বিশ্লেষণ করতে হবে।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


গুগলে এর উত্তর আছে; ধাঁ ধাঁ দিতে হয়, যেগুলোর উত্তর দি্তে হবে নিজের থেকে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

বিষাদ সময় বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আমার জ্ঞান চক্ষু খুলে দেয়ার জন্য। প্রায় ২০ বছর আগে একটি পত্রিকায় এ ধাঁধাঁটি দিয়েছিল। তখন বন্ধুদের মধ্যে এই ধাঁধাটি একটি আলোচনার বিষয় বস্তু ছিল। তখন সবজান্তা গুগল মামা ছিল না।

এখন থেকে কোন ধাঁধাঁ দিতে গেলে সবজান্তা গুগলের কথা মাথায় রাখতে হবে। তারপরও আশা করবো যারা ধাঁধাটি জানেন না তারা এর উত্তরের জন্য গুগলাবেন না।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

করুণাধারা বলেছেন: শুধু বোকারাই কি ধাঁধাঁর উত্তর দিতে আগ্রহী হয়ে উঠে! তাহোক, আমার উত্তর দিতে ইচ্ছা করছে, দিয়েই দেই।

১)৩য় জন সামনের দুজনের টুপী দেখতে পাচ্ছে। যদি দুজনই লাল হয়, তাহলে সে সহজেই নিজকে কাল বলতে পারত। কিন্তু সে পারল না, তার মানে সামনের দুই টুপী হয় লাল আর কাল বা দুটোই কাল।

২)৩য় জনের উত্তর শুনে ২য় জন ১ম জনের টুপী দেখল। যদি লাল হত, তবে সে সহজেই বলতে পারত তার টুপী কালো। কিন্তু সে যখন বলতে পারল না তখন প্রথম জন নিশ্চয় কাল। ২য় জন লাল বা কাল হতে পারে।

আমার এসব ধাঁধাঁ ভাল লাগে, তাই ধন্যবাদ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

বিষাদ সময় বলেছেন: সঠিক উত্তর দেয়ায় আপনাকে অভিনন্দন। চমৎকার ভাবে প্রতিটি লজিক উল্লেখ করে উত্তর দিয়েছেন। আমি কিন্তু এ ধাঁধাঁর উত্তর দিতে পারিনি।

বুদ্ধিমান বা সরল প্রকৃতির মানুষরা ধাঁধাঁর উত্তর দেয়, আর অতি চালাকরা ধাঁধার উত্তর দেয়া থেকে নিজেকেে বিরত রাখে।

আশা করি ভবিষৎতেও সঙ্গে পাবো। ভাল থাকুন সবসময়।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

নতুন বলেছেন: দোজাহানের প্রায় সব কিছুরই উত্তর গুগুলে পাওয়া যাবে তাই বলে ধাধা দেওয়া বন্ধ করবেন না।

যারা উত্তর জানেন তারা উত্তর দেবে না জানলে দেবার জন্য নিজে থেকে চেস্টা করবে।

এটা লজিক্যাল ধাধা এই রকমের ধাধার প্রক্টিস সবার করা উচিত.... অনেক সময় এই রকমের ভাবনা অনেক সমস্যার সমাধানে সাহাজ্য করে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

বিষাদ সময় বলেছেন: সত্যিকার অর্থে আরেকভাবে আপনি আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন।
উৎসাহ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.