নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন গান শোনা হয়না! দিন, মাস , বছর পেরিয়ে যুগ অতিক্রম করলো কিনা তা্ও মনে নেই। সে হিসাব হারিয়ে গেছে কালের আবর্তে। হঠাৎ DBC চ্যানেল থেকে কানে ভেসে আসলো ” অমল ধবল পালে লেগেছে…………………” কেমন যেন মোহাচ্ছন্ন করে ফেললো। প্রকৃতিতে স্নীগ্ধ শরৎ এর আগমনী বার্তা। মনে হলো কোনদিন মন ছিল, মানুষ ছিলাম, শরৎ, বসন্ত সে মনে ছায়া ফেলতো। হাসতাম, কাঁদতাম, ভালবাসতাম। বর্ষা নামতো চোখে, মন আদ্র হতো সুখে, দুঃখে, উষ্ণ স্পর্শে।
এখন গৃষ্মের শুষ্কতা, জীবন এগিয়ে চলে শুধু অনিবার্য পরিণতির দিকে। তবু প্রাকৃতিক নিয়মে বর্ষা, শরৎ, বসন্ত আসে, হাসায়, কাঁদায়, ভালবাসায়। মানুষ শুদ্ধ হয় শরৎ এর শুভ্রতায় ।
অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া--
দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া॥
…………………
অমল ধবল........
সবাইকে শরৎ এর শুভ্র শুভেচ্ছা।
ছবিসূত্রঃ ইন্টারনেট
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২১
বিষাদ সময় বলেছেন: খুব উইটি কমেন্ট।
তবে মানুষের সেই আবেগ ও কোমল
অ্নুভূতি আজ আর নেই। নির্যাতিত
রোহিঙ্গাদের দুঃখে আজ মন কাঁদেনা্ !
এই নির্মম, দুঃসময়ে অমল ধবল পালে কি
মন্দ মধুর হাওয়া লাগবে ?
এখানে দুটি প্রশ্ন লুকায়িত-
১) রোহিঙ্গােদের দুঃখে মানুষের মন কাঁদে কিনা?
* কাঁদে দেখেই আজ সারা বিশ্ব আমাদের প্রশংসা করছে।
২) এমন সময় আমার অমল ধবল পালে কি করে হাওয়া লাগে..
** রোহিঙ্গা ইস্যু আজ প্রায় ১৭ দিন হয়ে গেল। তাদের কেউ কেউ হয়তো দুঃখ ভুলে হাসতে পারছে। অনেক সময় প্রিয়জন মারা গেলেও ৫-১০ দিন পর মানুষ হাঁসে। মানুষ এটা পারে বলেই বেঁচে থাকে। বিশ্বে কারও জন্য কোন কিছু থেমে থাকেনা, এটাই বাস্তবতা । আসলে মানুষের মন সত্যি বিচিত্র।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
শরৎ কি এসে গেছে? আমি মিস করছি?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
বিষাদ সময় বলেছেন: শরৎ আসলে চলে যাচ্ছে। মিস তো করছেনই, শরৎ এর স্বাদ কি আর autmn পাবেন!! ধন্যবাদ সাথে থাকার জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবেগ-কে সংজ্ঞায়িত করা কঠিন।
আবেগ মূলতঃ মানসিক। তবে
মানুষের সেই আবেগ ও কোমল
অ্নুভূতি আজ আর নেই। নির্যাতিত
রোহিঙ্গাদের দুঃখে আজ মন কাঁদেনা্ !
এই নির্মম, দুঃসময়ে অমল ধবল পালে কি
মন্দ মধুর হাওয়া লাগবে ?