নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের চিকিৎসার আলোকে একটি কৌতুক

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১



এক নামকরা ডাক্তার এর চেম্বারে বসে আছি। আমার পাশে বসে আছে ২৫-৩০ বছরের যুবক। সে জানালো এ পর্যন্ত তার ৪০ হাজার টাকার বিভিন্ন টেস্ট করা হয়েছে কিন্তু চিকিৎসাতো দূরের কথা তার রোগটা কি তাই ডাক্তার বলতে পারেনি। আমারও প্রায় ৩০ হাজার টাকার টেস্ট করিয়ে সমস্যার সমাধান করতে পারেনি। এতো টেস্ট করেও সমস্যার সমাধান করতে না পারায় আতি দুঃখে একটা কৌতুক মাথায় আসলো-

কৌতুক:


রুগী: ডাক্তার সাহেব এত টেস্ট, এত ওষুধ দিয়েও তো আমার কষ্ট লাঘব করতে পারলেন না!

ডাক্তার: চিন্তা করবেন না আর একটা টেস্ট করলেই আপনার আর কোন কষ্ট থাকবে না।

রুগী: ব্যাকুল হয়ে বলল, তাহলে আর দেরি করছেন কেন ডাক্তার সাহেব, টেস্টটার নাম বলে ফেলুন।

ডাক্তার: অটোপ্সি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

সুমন কর বলেছেন: X((

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১১

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

অনিক_আহমেদ বলেছেন: দুঃখে মানুষের মাথায় কত ভয়াবহ চিন্তা আসে, সেখানে আপনার মাথায় এল কৌতুক.... বাহ ভালই তো। যাই হোক কৌতুকটা মজার ছিল।

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিষাদ সময় বলেছেন: ভয়াবহ সব চিন্তা শেষ করে ফেলেছি। এখন উপহাস করা ছাড়া করার আর কিছু নাই। কৌতুকটি উপভোগ করেছেন জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.