নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ডিম প্যাঁচালী

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২



তিন টাকাতে ডিম খাওয়াতে
বসলো হেথায় মেলা,
শহরবাসীর ঘুম ছেড়েছে
তাইতো রাতের বেলা।

ভোর না হতে ফজর আলী
বউকে এসে কয়,
ডিমের লোভে আজকে ঘরে
মনটা নাহি রয়।

বালতি, থলে, ডেকচি নিয়ে
ছুটছে ফজর মেলা,
পণ করেছে ডিম না নিয়ে
খাবেনা এই বেলা।।

মেস ম্যানেজার সাঈদ মিয়া
বন্ধু নিয়ে সবে,
দু-চার শত ডিম এনে আজ
ভাতটা খাবে তবে।।

ঘরের বধু রহিমা কি
ডিম থেকে আজ বাদ!
ছুটলো সে ও সকাল বেলা
তার জেগেছে সাধ।।

সুয্যি মামা উঠার আগে
উঠলো শহর জেগে,
কে কার আগে ডিমটা নেবে
আজকে গেছে রেগে।

ছুটলো ফজর, ছুটলো সাঈদ,
রহিমা্ ও ছোটে,
সবার আগে গেলে পরে,
ডিমটা যদি জোটে।

এমনি করে লক্ষ মানুষ
জুটলো মেলায় আজ,
তাইনা দেখে ডিমওয়ালাদের
পড়লো মাথায় বাজ।

ডিম না নিয়ে ফিরবে না আজ
সবারই এই পণ,
ডিম যেন আজ সবার কাছে
আস্ত যখের ধন।

হুড়ো-হুড়ি, মারা-মারি,
ধরা-ধরি শেষে,
রক্ত, ঘাম আর কাদামাটি
ভাঙ্গা ডিমে মেশে।

ডিম এলো না ভাগ্যে কারো,
সাঙ্গ হলো মেলা,
ডিমের বদল জুটলো পিঠে,
লাঠি, গুঁতো, ঠেলা।

ব্যাগ হারালো ফজর আলী,
ভাঙ্গলো সাঈদ ঠ্যাঙ্গ,
দাঁত হারিয়ে রহিমা যে
আস্ত কোলাব্যঙ।

দুশো টাকার ডিম কিনতে
হাজার টাকা ক্ষতি,
এসব দেখেও বীর বাঙালীর
ফিরবে কি আর মতি!

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল হয়েছে। ডিমের মেলায় আপনিও গিয়েছিলেন নাকি?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

বিষাদ সময় বলেছেন: ফার্মগেটের কাছে বাড়ি হওয়ায় একবার ভেবেছিলাম মেলায় যাবো। ভাগ্য ভালো যাওয়া হয়নি।
সাথে থাকায় ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

প্রামানিক বলেছেন: দারুণ ডিম ছড়া। ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৩

বিষাদ সময় বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অত্যন্ত খুশি হলাম। আপনাকেও ধন্যবাদ প্রামাণিক ভাই।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

মিরোরডডল বলেছেন: :- )

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭

বিষাদ সময় বলেছেন: #:-S

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

অংপুরিয়ান বালক বলেছেন: সুন্দর লিখেছেন। সরাসরি প্রিয়তে :)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো। প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা। :D

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিমের আশায় মেলায় গিয়ে
জুটলো নাযে আন্ডা,
হাতাহাতি, গুতো গুতি
তার পরেও ডান্ডা !!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

বিষাদ সময় বলেছেন: চমৎকার ছড়া। এবার আশা করি আপনার কাছ থেকেও ভাল ছড়া পাবো।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

ধ্রুবক আলো বলেছেন: ডিমময়

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

বিষাদ সময় বলেছেন: একবারে পুরাই ডিমময়।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: সময়ের সাথে মিল রেখে চমৎকার লিখেছেন। ভালো লাগা রইলো।
+।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

বিষাদ সময় বলেছেন: পাঠকের ভাল লাগাই লেখকের স্বার্থকতা। + এর জন্য কৃতজ্ঞতা, সাথে ভালো থাকুন সেই কামনা রইলো।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার লিখেছেন । ছড়ার ভাঁজে বাস্তবতা ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

বিষাদ সময় বলেছেন: সাথে থাকায় আন্তরিক ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.