নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

বুদ্ধির ব্যায়াম - ২ (উত্তর)

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭

ক'দিন আগে দুটো ধাঁধাঁ দিয়েছিলাম (Dhadha ) আজ দ্বিতীয়টির উত্তর সহ ধাঁধাঁটি আবার প্রকাশ করলাম- :)

২) নিচে একটি রাইফেল এবং একটি প্লাস্টিকের ড্রামের ছবি দেয়া আছে। ড্রামটি খালি এবং মুখ একবারে লক করা। এক ব্যাক্তি রাইফেলটি দিয়ে ড্রামের মাঝ বরাবর একটি গুলি করলো। গুলির করার পর দেখা গেল ড্রামটিতে একটি মাত্র ছিদ্র হয়েছে কিন্তু ড্রামের ভিতর কোন গুলি নাই। এ কাজটি তিনি করেছেন কোন এক প্রযুক্তির সহযোগীতায়, কিছু গাণিতিক হিসাব নিকাষ কষে।





এখানে দেয়া আছে-
** ড্রামটির ব্যাস ১.৫ মিটার।
** ড্রামটির উচ্চতা ২ মিটার।
** গুলির বেগ ১৫০ মিটার/সেকেন্ড।

** ** ড্রাম এবং রাইফেলের ব্যারেলটি এমনভাবে সেট করা আছে যে গুলি করলে ড্রামটির উচ্চতার মাঝখানে লাগবে এবং গুলিটি ড্রামের ব্যাস বরাবর গিয়ে অপর প্রান্তের উচ্চতার ঠিক মধ্যে দিয়ে নিঁখুত ভাবে বের হয়ে যাবে।

শর্ত হচ্ছে-
ক) ড্রামটির ভিতর বা বাইরে কোন শক্ত কভার পরানো যাবে না।
খ) ড্রামটির আকার আকৃতির কোন পরিবর্তন করা যাবে না।
গ) ড্রামটির মুখ খুলে রাখা যাবে না।
ঘ) গুলি করার পর ড্রামটিকে আর স্পর্শ করা যাবে না।

এটা ব্যাবহারিক ভাবে করা দুরুহ, তবে তাত্ত্বিকভাবে করা কঠিন নয়। ভেবে দেখুনতো তাত্ত্বিকভাবে আপনি এ কাজ করতে পারবেন কিনা।












উত্তর-২ঃ ড্রামটিকে 3000 rpm বা 50 rps (প্রতি সেকেণ্ডে ৫০ বার ঘুরে) এর উলম্বভাবে রাখা একটি মোটর এ শক্ত করে নিখুঁত ভাবে সেন্টার করে আটকাতে হবে৤ এখন ড্রাম এবং রাইফেলটিকে ধাঁধাঁয় বর্ণিত অবস্থান অনুযায়ী সেট করে মোটরটিকে চালিয়ে দিয়ে রাইফেল দিয়ে গুলি করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে৤

কেন হবে তা গাণিতিক ভাবে দেখা যাক৤ ধাঁধাঁয় দেয়া আছে গুলির বেগ 150 মিঃ/সেঃ, আর ড্রামের ব্যাস 1.5 মিটার৤

গুলিটি 150 মিঃ অতিক্রম করে 1 সেকেন্ডে
অতিএব গুলিটি 1মিঃ অতিক্রম করে 1/150 সেকেন্ডে
অতএব গুলিটি 1.5 মিঃ (ড্রামের ব্যাস) অতিক্রম করে 1X1.5/150 সেকেন্ডে বা 1/100 সেকেন্ডে

আবার,
মটরটি 50 বার ঘুরে 1 সেকেণ্ডে
অতএব মটরটি 1 বার ঘুরে 1/50 সেকেণ্ডে
অতএব মটরটি 1/2 বার ঘুরে 1/50 X2 বা 1/100 সেকেন্ডে

অর্থাৎ রাইফেলের গুলিটি প্রথমে ড্রামেরএকদিক ছিদ্র করে ঢুঁকে 1/100 সেকেন্ডে ড্রামের ব্যাস অতিক্রম করে অপরদিক দিয়ে যখন বের হতে যাবে, ড্রামটি 50 rps ঘুরতে থাকায় 1/100 সেঃ ড্রামটি অর্ধেক ঘুর্ণন সম্পন্ন করে ঠিক তখন গুলিটির গতিপথের সামনে প্রথম ছিদ্রটিকে হাজির করবে, ফলে গুলিটি সেই একই ছিদ্র দিয়ে ড্রামের বাইরে বের হয়ে যাবে। এতে করে ড্রামে একটি ছিদ্রই পাওয়া যাবে।

বাস্তবে ড্রামের ঘুর্ণনের কারণে গুলিটির গতিপথ সামান্য পরিবর্তন হওয়ায় হয়তো একই ছিদ্র দিয়ে বের করা কঠিন হবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: ভালো ++

এটা ব্যাবহারিক ভাবে করা দুরুহ, তবে তাত্ত্বিকভাবে করা কঠিন নয়।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫০

বিষাদ সময় বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। + এর জন্য কৃতজ্ঞতা।

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

আমিন রবিন বলেছেন: তাত্ত্বিকভাবেও সম্ভব? কিন্তু ড্রামের ঘূর্ণন গতি কমাতে হবে। কেননা বুলেট প্রথমবার ছিদ্র করার পরে ভরবেগ কমে যাবে এবং ১/১০০ সেকেন্ডে ব্যসের পুরো দৈর্ঘ্য অতিক্রম করতে পারবেনা।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

বিষাদ সময় বলেছেন:
ঠিকই বলেছেন। আসলে এটা একটি সরল বিশ্লেষণ। বুলেট ড্রামটি ছিদ্র করার পর এর গতি কমবে, ড্রামের ঘুর্ণনের কারণে ছিদ্র করার সময় এর গতিপথ কিছুটা পরিবর্তন হবে, ড্রাম পাতলা প্লাস্টিক হলে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ড্রামের ব্যাস কিছুটা বেড়ে যাবে এগুলোর হিসাব নিকাষ সবই ড্রামের প্লাস্টিকের পুরুত্ব এবং প্লাস্টিক এর কোয়ালিটির উপর নির্ভর করবে। যা আগে থেকে হিসাব করা কঠিন এবং সে হিসাব এর সাথে যোাগ করতে গেলে বেশিরভাগ ব্যক্তির পক্ষেই বুঝা সম্ভব হবে না। এ কারণেই এখানে এগুলোকে ইগনোর করা হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময় সেই কামনা।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬

ত্রিকোণমিতি বলেছেন: There is problem in theory

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

বিষাদ সময় বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
থিওরিতে ভুল থাকতে পারে তবে-
There is problem in theory না বলে What is the problem in theory সেটা জানালে আরো ভালো হতো না কি?
যা হোক ভাল থাকুন আপনার জন্যও একই কামনা।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৯

উদাস মাঝি বলেছেন: প্রাকটিক্যাল করে দেখার ইচ্ছে আছে,
তবে ড্রামের বদলে আপনাকে রাখতে চাই।রাজি আছেন তো ? ;)

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

বিষাদ সময় বলেছেন: আমার আর রাইফেলের মাঝখানে আপনি থাকলে রাজি। X(

৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: আমার মাথায় বুদ্ধি নাই

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৯

বিষাদ সময় বলেছেন: তাহলে এতো সুন্দর ছড়া লিখেন কি করে প্রামানিক ভাই? :)

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



অংকের ধাঁ ধাঁ অংকের মতই হওয়া দরকার; যেহেতু, উত্তরটি(আপনার দেয়া) অংকের নিয়মে নয় ( ১ম বার ড্রামে ছিদ্র করার পর, বুলেটের গতি কমবে ও ডিরেকশনও বদলে যাবে) উত্তরটি সঠিক নয়।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

বিষাদ সময় বলেছেন: ১ম বার ড্রামে ছিদ্র করার পর, বুলেটের গতি কমবে ও ডিরেকশনও বদলে যাবে
ড্রামের গায়ের প্লাস্টিকের থিকনেস যদি কম হয় তবে এগুলো নেগলিজিবল। অনেক ক্ষেত্রে এ পদ্ধতিতেই রাইফেলের মাজল ভেলসিটি নির্ণয় করা হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ্।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ছোট মাঠায় এতো জটিলতা ঢুকে না :(

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

বিষাদ সময় বলেছেন: ছবিতেতো আপনার মাথা বেশ বড়ই মনে হচ্ছে। মাথা ঘামালেই ঢুঁকবে আশা করি.... :D
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.