নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

মন নিয়ে গেছ চলে

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭



[অকবির কবিতা]

মনের কফিনটাতে শেষ পেরেক ঠুঁকে দিলে আজ,
রইল পড়ে সঙ্গীহীন জীবন্ত তনুর লাশ৤

আর হবে না দেখা,
শিশিরের স্নেহ-মাখা মাঠের দূর্বাঘাস,
কার্তিকে ভরা যৌবনা ফসলের মাঠ,
সোনারোদ মেখে সোনা অঘ্রাণের ধান,
পৌষের ধানে ভরা কৃষাণীর উঠান৤
নিরব, নিথর ধ্যান-মগ্ন ভণ্ড বলাকা,
গোধূলী লগনের চিত্রপট আঁকা৤

আর হবে না শোনা,
চৈত্রের দাবদাহে মাঠের হাহাকার,
বর্ষায় জলাঙ্গির জল কলরব,
কিন-কিন, রিন-ঝিন নূপুর নিক্কণ,
প্রেমিকার আহ্বানে কোকিলের গান।
ছল করা যুবতীর মিথ্যার বাণী,
কাম-রত কপোতের বাক-বাকুম ধ্বনি৤

মনেতে দেয় না দোলা,
পল্লী বালিকার উচাটন মন,
প্রেমিক-প্রেমিকার নিবিড় আলিঙ্গন,
শান্ত নীড়ে প্রেম-রত শালিকের বাস,
চুম্বন-মগ্ন প্রেমিকার গভীর নিশ্বাস।
প্রথম পরশে জাগা কুমারীর প্রভা,
নিরাবরণ ষোড়শীর আভরণ শোভা৤

প্রেম, বিরহে জগৎ করে কলরব,
মন নিয়ে গেছ চলে পড়ে আছে শব৤

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই শুধু প্রেম নিয়ে লেখে, কেন?





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

বিষাদ সময় বলেছেন: সবাই প্রেম নিয়ে লিখে তাই আমিও সেই চেষ্টা করলাম............হাঃ হাঃ

মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা।

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অকবির কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম,
শুভকামনা

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

বিষাদ সময় বলেছেন: কবির কাছ থেকে প্রশংসা পেয়ে সাহস পেলাম আবার কবিতা লেখার............
আপনার জন্যও নিরন্তর শুভ কামনা...............

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা, চমৎকার হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

বিষাদ সময় বলেছেন: পাশে পেয়ে খুশি হলাম। অকবির কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা.......
ভাল থাকুন সব সময় সেই কামনা।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

আখেনাটেন বলেছেন: সুন্দর ভাবের প্রকাশ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

বিষাদ সময় বলেছেন: অকবির কবিতা পড়ায় অত্যন্ত খুশি হলাম........
অফুরন্ত শুভেচ্ছা আপনার জন্য।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

বিষাদ সময় বলেছেন: পোস্টে এসে উৎসাহিত করায় খুশি হলাম প্রামানিক ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: বিতার শেষের চরণটি বড়ই মর্মস্পর্শী!

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

বিষাদ সময় বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত খায়রুল আহসান ভাই। আসলে নোটিফিকেশন থেকে বুঝার উপায় নাই কেউ মন্তব্য করেছে কিনা। কবিতাটি পড়ার এবং মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.