নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[অকবির কবিতা]
মনের কফিনটাতে শেষ পেরেক ঠুঁকে দিলে আজ,
রইল পড়ে সঙ্গীহীন জীবন্ত তনুর লাশ
আর হবে না দেখা,
শিশিরের স্নেহ-মাখা মাঠের দূর্বাঘাস,
কার্তিকে ভরা যৌবনা ফসলের মাঠ,
সোনারোদ মেখে সোনা অঘ্রাণের ধান,
পৌষের ধানে ভরা কৃষাণীর উঠান
নিরব, নিথর ধ্যান-মগ্ন ভণ্ড বলাকা,
গোধূলী লগনের চিত্রপট আঁকা
আর হবে না শোনা,
চৈত্রের দাবদাহে মাঠের হাহাকার,
বর্ষায় জলাঙ্গির জল কলরব,
কিন-কিন, রিন-ঝিন নূপুর নিক্কণ,
প্রেমিকার আহ্বানে কোকিলের গান।
ছল করা যুবতীর মিথ্যার বাণী,
কাম-রত কপোতের বাক-বাকুম ধ্বনি
মনেতে দেয় না দোলা,
পল্লী বালিকার উচাটন মন,
প্রেমিক-প্রেমিকার নিবিড় আলিঙ্গন,
শান্ত নীড়ে প্রেম-রত শালিকের বাস,
চুম্বন-মগ্ন প্রেমিকার গভীর নিশ্বাস।
প্রথম পরশে জাগা কুমারীর প্রভা,
নিরাবরণ ষোড়শীর আভরণ শোভা
প্রেম, বিরহে জগৎ করে কলরব,
মন নিয়ে গেছ চলে পড়ে আছে শব
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২
বিষাদ সময় বলেছেন: সবাই প্রেম নিয়ে লিখে তাই আমিও সেই চেষ্টা করলাম............হাঃ হাঃ
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা।
২| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অকবির কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম,
শুভকামনা
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫
বিষাদ সময় বলেছেন: কবির কাছ থেকে প্রশংসা পেয়ে সাহস পেলাম আবার কবিতা লেখার............
আপনার জন্যও নিরন্তর শুভ কামনা...............
৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা, চমৎকার হয়েছে।
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭
বিষাদ সময় বলেছেন: পাশে পেয়ে খুশি হলাম। অকবির কবিতা ভাল লাগায় কৃতজ্ঞতা.......
ভাল থাকুন সব সময় সেই কামনা।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
আখেনাটেন বলেছেন: সুন্দর ভাবের প্রকাশ।
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫
বিষাদ সময় বলেছেন: অকবির কবিতা পড়ায় অত্যন্ত খুশি হলাম........
অফুরন্ত শুভেচ্ছা আপনার জন্য।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২
বিষাদ সময় বলেছেন: পোস্টে এসে উৎসাহিত করায় খুশি হলাম প্রামানিক ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৬| ০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
খায়রুল আহসান বলেছেন: বিতার শেষের চরণটি বড়ই মর্মস্পর্শী!
০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
বিষাদ সময় বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত খায়রুল আহসান ভাই। আসলে নোটিফিকেশন থেকে বুঝার উপায় নাই কেউ মন্তব্য করেছে কিনা। কবিতাটি পড়ার এবং মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই শুধু প্রেম নিয়ে লেখে, কেন?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।