নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[অকবির কবিতা]
তোমার আগমনে কাটে বিনিদ্র রাতি,
দিবস ভাঁসে উচ্ছাসে,
অপার আনন্দে চোখে জল আসে,
মরিবার তরে সাধ জাগে আজ সুখে
কত তৃষা, কত সাধ, আহ্লাদে!
তোমার প্রতিক্ষা অন্তরে অন্তরে,
র্বষার ধারা, নব প্রশান্তির জলে,
ষোড়শী মেয়ে সুগভীর কোন ছলে,
শুধু তোমারই কথা বলে
তোমার ছোঁয়ায় ধরা বসন্তে উতলা,
ধ্যান ভেঙ্গে ঋষি বিস্ময়ে চোখ মেলে,
স্রষ্টা গড়ে বিশ্ব নতুন ছলে
শুধু তোমারই তরে,
মরিবার পরে বঁচিবার আজ,
সাধ জাগে বারে বারে
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
বিষাদ সময় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। + দিয়ে শুভ সূচনা করায় অন্তহীন শুভেচ্ছা।
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: দারুণ লিখেছেন তো
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
বিষাদ সময় বলেছেন: কবিতার আন্তরিক প্রশংসা পেয়ে অকবি অনুপ্রাণিত হলাম.....
ভাল থাকুন নিরন্তর।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই, ভালো লাগলো কবিতা পড়ে
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০
বিষাদ সময় বলেছেন: কবিদের প্রশংসা অকবির মনকে ছুয়ে গেল...........পাশে থাকায় কৃতজ্ঞতা..
৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ লিখেছেন++++
শুভ কামনা।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
বিষাদ সময় বলেছেন: মন্তব্য এবং + পেয়ে মন ভরে গেল, অকবির অঞ্জলি আপনার তরে........
অন্তহীন ভালবাসা আপনার জন্য।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাবিন্দ্রীক
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০
বিষাদ সময় বলেছেন: সেকেলে মানুষ, রবীন্দ্র বলয় থেকে বের হতে পারিনি। যা বলতে যাই মনে হয় ঐ গুরুমশায়তো আগেই আমার চেয়ে ভালভাবে একথা বলে গেছেন.............
পাশে থাকায় ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +