নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ব্লগার পরিচিতি

০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

বেশ কিছুদিন হলো ব্লগে আছি্। এ ক’দিনে অনেক ব্লগারকেই চেনা বা জানা হয়েছে। অনেকে মান সম্পন্ন লেখা লেখেন, অনেকে লেখেন হাল্কা ধরনের জনপ্রিয় লেখা, কেউ ব্লগে নিয়মিত উপস্থিত থাকেন কিন্তু বেশির ভাগ সময় থাকেন দর্শক হয়ে আবার অনেকের উপস্থিতিই ব্লগে প্রাণ সঞ্চার করে । এ রকম ভাবে বিভিন্ন ব্লগার ব্লগে বিভিন্ন কারণে ব্লগারদের কাছে পরিচিত। কিন্তু একজন অতি পরিচিত ব্লগার সম্পর্কে্ও যদি প্রশ্ন করা হয় যে তিনি কতদিন ধরে ব্লগে আছেন, তার পোস্ট সংখ্যা কত বা তার ব্লগ কতবার দেখা হয়ছে, আমার মনে হয় কেউই সেই ব্লগার এর ব্লগ না দেখে এ সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না। মাঝে মাঝে মনে হয় যদি মোটামুটি পরিচিত ব্লগারদের প্রোফাইল বা ব্লগ পরিসংর্খান কোন একটি জায়গা থেকে পাওয়া যেত তবে মনে হয় বেশ ভাল হতো, সে কারনেই আজ এ লেখা। ব্লগে যারা মোটামুটি নিয়মিত বা যাদের কথা মনে করতে পেরেছি সে সব ব্লগার এর প্রোফাইল এবং ব্লগ পরিসংখ্যান এবং তাদের ব্লগের লিংক আজ এ পোস্টে বর্ণানুক্রমিকভাবে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছি। হয়তো তারপরও অনেক জনপ্রিয় ব্লগার আমার স্মরণশক্তির দুর্বলতার কারণে বাদ পড়ে গেছেন। কেউ যদি মন্তব্যে এসে এমন কারো কথা স্মরণ করিয়ে দেন তবে তাঁকেও এই মালায় গেঁথে নেয়ার চেষ্টা করবো। এতে করে একটি পোস্ট থেকেই অনেক ব্লগার এর বেশ কিছু তথ্য পাওয়া সহজ হবে। আসুন নিচ থেকে আমরা পরিচিত ব্লগারদের প্রোফাইল, নিজের সম্পর্কে তাঁদের বক্তব্য এবং ব্লগ পরিসংখ্যান দেখে আসি.....

[নিচের পরিসংখ্যান এবং তথ্যগুলো ২০/১১/২০১৭ থেকে ০২/১২/২০১৭ মধ্যে সংগৃহীত]

ব্লগার মালা-১

অপ্সরা



অর্ক



আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম



আলপনা তালুকদার




আহমেদ জী এস




আখেনাটেন



আবদুর রব শরীফ




ইতি সামিয়া




এম আর তালুকদার



১০
ওমেরা



১১
কালীদাস



১২
কানিজ রিনা



১৩
কাল্পনিক_ভালোবাসা



১৪
কি করি আজ ভেবে না পাই



১৫
কঙ্কাবতী রাজকন্যা


১৬
কাজী ফাতেমা ছবি



১৭
কথাকথিকেথিকথন


১৮
কামরুন নাহার বীথি


১৯
খায়রুল আহসান



২০
গেম চেঞ্জার


২১
গিয়াস উদ্দিন লিটন


২২
চানাচুর


২৩
চাঁদগাজী


২৪
জুন


২৫
জানা


২৬
জেন রসি


২৭
ঠ্যঠা মফিজ



২৮
ডঃ এম এ আলী


২৯
তারেক ফাহিম


৩০
দিশেহারা রাজপুত্র


৩১
ধ্রুবক আলো


৩২
নান্দনিক নন্দিনী



৩৩
নূর-ই-হাফসা



৩৪
নতুন নকিব


৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন



৩৬
নীলসাধু



৩৭
পুলক ঢালী



৩৮
প্রামানিক



৩৯
পগলা জগাই


৪০
বিচার মানি তালগাছ আমার



৪১
বিদ্রোহী ভৃগু



৪২
ব্লগ সার্চম্যান



৪৩
বিলিয়ার রহমান


৪৪
ভুয়া মফিজ


৪৫
ভ্রমরের ডানা



৪৬
মাঈনউদ্দিন মইনুল



৪৭
মোহেবুল্লাহ অয়ন



৪৮
মোহাম্মদ গোফরান



৪৯
মাহমুদুর রহমান সুজন



৫০
মেঘনা পাড়ের ছেলে




৫১
মাহবুবুল আজাদ



৫২
মাহিরাহি



৫৩
মানবী



৫৪
মলাসইলমুইনা



৫৫
মনিরা সুলতানা



৫৬
রাজীব নুর




৫৭
রাজ সোহান



৫৮
রাবেয়া রাহীম



৫৯
রেজা ঘটক



৬০
লক্ষণ ভান্ডারী



৬১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)



৬২
শাহরিয়ার কবীর



৬৩
শায়মা



৬৪
শামচুল হক



৬৫
সনেট কবি



৬৬
সম্রাট ইজ বেস্ট



৬৭
স্বতু সাঁই



৬৮
সচেতনহ্যাপী



৬৯
সাদা মনের মানুষ



৭০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



৭১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা




৭২
সুমন কর



৭৩
সোহানী




৭৪
সামু পাগলা০০৭




৭৫
সত্যপথিক শাইয়্যান




৭৬
হাসান কালবৈশাখী




৭৭
হাসান মাহবুব



উপরের তালিকা করার সময় বেশ কিছু পরিচিত এবং জনপ্রিয় ব্রগারের তথ্য বাদ পড়ে গেছে নিচের তালিকায় এরকম কয়েকজনকে যোগ করে নিলাম.................

[নিচের পরিসংখ্যান এবং তথ্যগুলো ০২/১২/২০১৭ থেকে ০৪/১২/২০১৭ মধ্যে সংগৃহীত]


ব্লগার মালা-২

৭৮
আলভী রহমান শোভন




৭৯
উম্মে সায়মা



৮০
করুণাধারা



৮১
কুঁড়ের_বাদশা



৮২
গড়ল




৮৩
জাহিদ অনিক





৮৪
নূর মোহাম্মদ নূরু




৮৫
নিয়াজ সুমন




৮৬
ফাহমিদা বারী



৮৭
ফেরদৌসা রুহী



৮৮
যূথচ্যুত



৮৯
সেলিম আনোয়ার

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

এম আর তালুকদার বলেছেন: বাহ! অনেকের পরিসংখ্যান একত্রে দেখে ভালই লাগলো। ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

বিষাদ সময় বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। সাথে থাকায় ধন্যবাদ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যাদেরকে পরিচিত করতে চাচ্ছেন, তাদের লেখার বিষয়, ব্লগিং'এর প্যাটার্ন ইত্যাদি নিয়ে আপনার মতামত যোগ করলে পাঠকের উৎসাহ থাকতো , মনে হয়।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

বিষাদ সময় বলেছেন: সেটা করতে পারলে অবশ্যই ভাল হতো। তবে কাজের ফাঁকে ফাঁকে এ কাজটুকু করতেই কয়েকদিন লেগেছে। আর ৭৭ জন ব্লগার এর প‌্যাটার্ন নিয়ে আলোচনা করতে গেলে এর পিছনে আরও কতদিন লাগতো তা আল্লাহই জানেন। তাছাড়া আমার বিশ্লেষনটা অনকেরই মনপুতঃ হত না এবং আপনিও যথানিয়মে একটি নেতিবাচক মন্তব্য করতেন।

যাহোক তারপরও সাথে থাকায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খাইছে! এখানে দেখি আমিও আছি। :)
প্রত্যেক ব্লগারের ছবির সাথে তাদের ব্যাপারে কিছু কমেন্টারি যোগ করলে পোস্ট পরিপূর্ণ হত মনে হয়।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

বিষাদ সময় বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নিজস্ব কিছু কমেন্টারি হয়তা ২০-২৫ জন ব্লগার সম্পর্কে দিতে পারতাম, তবে অন্যদের সম্পর্কে বলতে গেলে আমাকে স্টাডি করে বলতে হতো। আবার কারও সম্পর্কে বলবো, কারও সম্পর্কে বলবো না সেটাও শোভন দেখায় না। আর আপনার এ মতামতের ব্যাপারে চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের উত্তরটাও প্রযোজ্য।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: এটি আপনার ব্যক্তিগত লিস্ট, তাই সব ঠিক আছে।

তবে যে লিস্টে হাসান মাহবুব ভাই ৭৭ বা শেষে থাকে, সে লিস্ট আমি সার্পোট করি না। ব্লগে থাকুন, আর পর্যবেক্ষণ করুন কারা নিয়মিত এবং ব্লগে যথেষ্ট সময় দেয়।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

বিষাদ সময় বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। মন্তব্য পড়েই বুঝতে পারছি আমার এ লিস্ট দেখে আপনি যথেস্ট অসন্তুষ্ট হয়েছেন। আপনি যদি এ পোস্টের শুরুর লেখাটি মন দিয়ে পড়তেন তবে মনে হয় এতটা অসন্তুষ্ট হতেন না।

"সে সব ব্লগার এর প্রোফাইল এবং ব্লগ পরিসংখ্যান এবং তাদের ব্লগের লিংক আজ এ পোস্টে বর্ণানুক্রমিকভাবে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছি। "

এ লেখার চিন্তা মাথায় আসার পর প্রথমেই আটকে গেলাম কোনক্রমে লিস্ট করবো সে চিন্তায়। লেখার মান, সিনিয়রিটি, জনপ্রিয়তা, ব্লগে সক্রীয়তা কোন অনুযায়ী তালিকা করবো! কাকে আগে রাখবো কাকে পরে! শেষে এসব চিন্তা বাদ দিয়ে বর্ণানুক্রমে তালিকা করার চিন্তা করলাম। তাতও সমস্যা, দেখলাম বাংলা বর্ণ অনুযায়ী কম্পিটারে সর্টিং করতে জানিনা। শেষ পর্যন্ত নিজের জোড়া তালি পদ্ধতিতে কম্পিউুটার দিয়ে নিক গুলো সর্টিং করালাম এবং সে অনুযায়ীই তালিকা করলাম যা আমার লেখার প্রথমেই উল্লেখ করে দিয়েছি। আশা করি এবার আপনার ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: একসাথে প্রায় সকল ব্লগারের দেখা গেল । ধন্যবাদ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

বিষাদ সময় বলেছেন: আসলে সকল ব্লগারকে এক সুতোয় গাঁথাই এ পোস্টের উদ্দেশ্য; যাতে সকল ব্লগার এর পরিসংখ্যান এবং তাদের ব্লগে যাওয়ার লিঙ্ক এক জায়গা থেকে পা্ওয়া যায়.............শুভেচ্ছা অফুরন্ত।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরিবাস!এতো দেখি
সামু ব্লগপিডিয়া;
আমিও আছি হে,কও
থ্যাংক্স দিমু কি দিয়া?

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

বিষাদ সময় বলেছেন: সাথে থাকাই বড় কথা,
কি করমু থ্যাংক্স দিয়া
ভাল লাগছে এই বেশি,
মনে আছি খুশি নিয়া।
থ্যাংক্স .............

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪১

বিষাদ সময় বলেছেন: আগমনে খুশি হলাম......ভাল থাকুন সব সময়....

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ আইডিয়া, খুব পরিশ্রমের কাজ।
আপনি ধন্যবাদ পেতেই পারেন।

@ ভাই সুমন কর, এই ধরণের লিষ্ট যখন করা তখন সাধারণত এককক চিন্তা ভাবনায় অনেক কিছু করা সম্ভব হয়না। আর এই ধরণের লিষ্টে জৈষ্ঠতা কিংবা জনপ্রিয়তার মাপকাঠিতে করা হয়না। সাধারণ ভাবনায় করা হয়। ধন্যবাদ।

আমি একটি ক্ষুদ্র চেষ্টা করেছি। এতে অনেক প্রিয় ব্লগার বাদ পরে গেছেন। আবার অনেক গুনি ব্লগার সিরিয়ালে পিছনে পড়েছেন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

বিষাদ সময় বলেছেন: দু'একদিন আগেই আপনার উইটিউবে চমৎকার কাজটি দেখলাম........ ভাল একটি উদ্যোগ নিয়েছেন।

আপনি এ রকম পোস্টের পরিশ্রম এবং সমস্যা গুলো এখানে উল্লেখ করায় বিশেষ ধন্যবাদ।

ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনা।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: ভাল উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ ও অভিনন্দন!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

বিষাদ সময় বলেছেন: সাথে থাকায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । আপনার মন্তব্যে বিশেষভাবে উৎসাহ পাই খায়রুল আহসান ভাই। শুভেচ্ছা অফুরন্ত.......

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো উদ্যোগ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

বিষাদ সময় বলেছেন: লিস্টে ভুলে আপনার নামটি বাদ পড়ায় লজ্জিত ভাই সেলিম আনোয়ার। চেষ্টা করবো দ্রুত ভুলটি শুধরে নেয়ার......
ধন্যবাদ পাশে থাকায়।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

উম্মে সায়মা বলেছেন: চাঁদগাজী ভাইয়ের সাথে একমত। তেমন করা গেলে ভালো হত!

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৪

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন তবে আমার এ ক্ষেত্রে আমার সীমাবদ্ধতা গুলো চাঁদগাজী ভাই এবং ব্লগার মোহেবুুল্লাহ অয়ন এর প্রতিমন্তব্যে উল্লেখ করেছি।

এখন দেখছি ভুলো মনের কারণে অনেক পরিচিত ব্লগারের নামই বাদ পড়ে গেছে.......সে কারণে দুঃখিত বোন উম্মে সায়মা।
শুভেচ্ছা অফুরন্ত।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল উদ্যোগ টা । ধন্যবাদ ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

বিষাদ সময় বলেছেন: আপনার জন্যও একরাশ শুভেচ্ছা। ভাল থাকুন সুস্থ থাকুন সেই কামনা.............

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার !!
অনেক পরিশ্রমের কাজ এ ধরনের সংগ্রহ ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।


আর হ্যাঁ এখানে যে বর্ণানুক্রমিকভাবে ব্লগারদের নাম সাজানো হয়েছে সহজেই বোঝা যায় ।আমার মতে সেটাই যথেষ্ট যুক্তিযুক্ত
কারন ব্যক্তিভেদে পছন্দ অপছন্দের তালিকা আলদা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

বিষাদ সময় বলেছেন: পাশে থাকায় সত্যি আনন্দিত হলাম বোন মনিরা সুলতানা। পোস্ট পড়েই আপনি অনেক বিষয় অনুধাবদন করতে পেরেছেন যা যথাযথ এবং সত্য.......... এর জন্যই মনে হয় প্রবাদ আছে "জ্ঞানী বুঝে ইশারাতে................ অনেক অনেক শুভ কামনা.....

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাকেও রেখেছেন দেখলাম। তবে বিনয়ের সাথে বলতে চাই এই কাজে মূল্যবান সময়টা অপচয় করা উচিত হয়নি আপনার। এটা আসলে বার বার পরিবর্তন হবে। আর পরিসংখ্যানে কেউ তেমন নজরও দেয় না। ধন্যবাদ..

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৪

বিষাদ সময় বলেছেন: আপনার খােলা মনের মন্তব্য পেয়ে ভাল লাগলো। এ পোস্টের কিছু বিষয় সতত পরিবর্তন হবে, তারপরও বিষয় গুলো সম্পর্কে একটি মোটা দাগে ধারণা পাওয়া যাবে আবার কিছু বিষয় বলা যায় মোটমুটি স্থায়ী হবে। যদিও পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ না, তারপরও মাঝে বিষয়গুলো আমি দেখি সেরকম হয়তো অন্যদেরও দেখতে ইচ্ছা হয়। আর সময় অপচয়ের ব্যাপারে বলতে হয় আসলে ব্লগিং মানেই এক সেন্সে সময়ের অপচয় আবার আরেক সেন্সে ব্লগিং মানে রিফ্রেশমেন্ট এবং এন্টারটেইনমেন্ট কে কোন সেন্সে বিষয়টি গ্রহন করেন সেটাই গুরুত্বপূর্ণ। অনেক সময শখের তোলা ৮০ টাকা হয়ে যায়না?

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

গরল বলেছেন: অনেক কষ্ট করে পরিসংখ্যান দেওয়ার জন্য ধন্যবাদ। কোন কাজে না লাগলেও অনেক ব্লগারকে চিনলাম যেটা কাজে লাগার চেয়েও বেশী কিছু।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১

বিষাদ সময় বলেছেন: আপনার মন্তব্যে মন ভরে গেল। এভাবে পাশে পাবো সেই প্রত্যাশা রইলো। অনেক অনেক ভাল থাকুন সব সময়…..

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার নাম কোথাও খুঁজে পেলাম না !! :( :( :P

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

বিষাদ সময় বলেছেন: আপনি যদি কুঁড়ের বাদশা হন তবে আমি মনে হয় কুঁড়ের সম্রাট হাঃ হাঃ.......অলসতা আর মনে না পড়ায় অনেকের নামই বাদ পড়ে গেছে । কুড়েমী বাদ দিয়ে এবার আরো কিছু নাম ঢুকানোর ইচ্ছে আছে.....ভাল থাকুন। :)

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

সুমন কর বলেছেন: দুঃখিত বর্ণানু্ক্রমে হলে, ঠিক আছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

বিষাদ সময় বলেছেন: ফিরে এসে আবার মন্তব্য করায় ধন্যবাদ। ভাল থাকুন...

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

অর্ক বলেছেন: দারুণ লাগলো পোস্টটি! ভালো উদ্যোগ। শুভেচ্ছা। দুয়েকজন এই নির্দোষ সাধারণ পোস্ট নিয়ে অহেতুক উত্তেজিত হলো দেখে ব্যথিত হলাম! পোস্টের মধ্য আমি তো দিব্যি সৌহার্দ্যের আমেজ পেলাম!

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

বিষাদ সময় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পোস্টে এসে মন্তব্য করায়। সহমর্মী হওয়ায় আপনার প্রতি কৃতজ্ঞতা। অবশ্য সমালোচনা আমার কাছে সাদরে গ্রহণীয় তবে যতক্ষণ পর্যন্ত তা সভ্যতা বা শালীনতার মধ্যে থাকে।
আপনার প্রতিও অনেক অনেক শুকামনা......

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

নতুন নকিব বলেছেন:



নিসন্দেহে ভালো উদ্যোগ। সামুর প্রতি, এখানের ব্লগারদের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় বহন করে কষ্টসাধ্য এই পোস্ট।

কৃতজ্ঞতা এবং শুভকামনা, বিষাদ সময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ ভাই নতুন নকিব। ব্লগের সব ফুল নিয়ে এক সুতোয় গাঁথায় ছিল এ পোস্টের উদ্দেশ্য। ........
আন্তরিক মন্তব্যের জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা ভাল থাকুন........।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬

সামিয়া বলেছেন: বেশ পরিশ্রমের পোস্ট । ব্লগারদের জন্য অনেক যত্ন আর সময় নিয়ে করেছেন বোঝাই যাচ্ছে সবার পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

বিষাদ সময় বলেছেন: আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে সকল ব্লগারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশে থেকে উৎসাহ দেয়ায় আন্তরিক ধন্যবাদ বোন ইতি সামিয়া। ভাল থাকুন সব সময়,,,,,,,,,,,,,,

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

কানিজ রিনা বলেছেন: আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

বিষাদ সময় বলেছেন: শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা...........সাথে থাকায় খুশি হলাম।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

জাহিদ অনিক বলেছেন:






ইয়েএএ এএ এএ এএএ এখানে আমি নেই !





০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬

বিষাদ সময় বলেছেন: এখন সত্যি আমারও বলতে ইচ্ছে করছে ইয়েএএ এ কি করে কবির নাম বাদ পড়লো!!!! আমার হাতে লেখা লিস্টে আপনার নাম ছিল ...আপনি মন্তব্য করার পর খুঁজে দেখলাম পোস্টে আপনার নাম নাই.....পোস্টটি এডিট করা আসলে ফরজ হয়ে গেল।

আন্তরিক ধন্যবাদ বিষয়টি নজরে আনায়।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

চানাচুর বলেছেন: কত কিছু জানলাম। আমাকে ১৭৩ জন অনুসরণ করছে!!!!!!!!! :| :|:|:|:|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

বিষাদ সময় বলেছেন: এজন্যই কবি বলে গেছেন “দেখা হয় নাই চক্ষু মেলিয়া...........”
এত বড় একটা তথ্য জানালাম তারপরও ধন্যবাদ নাই!! খুবই কৃপণতা,,,,,,,হাঃ হাঃ হাঃ
ভাল থাকুন।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৫৫

চানাচুর বলেছেন: সরি সরি, আপনাকে মেনি মেনি ঠাংকুস উইদ ২ ঘটি স্বর্ণের মোহর B-))

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিষাদ সময় বলেছেন: মোহর দিবেন জানলে ধন্যবাদ না চেয়ে আরেক ঘটি মোহর চাইতাম। এতো মোহর এখন রাখি কোথায়!!!

হাঃ হাঃ হাঃ ...অনেক অনেক শুভকামনা।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: উদ্যমী পোস্ট , ভাল লাগলো । অনেক ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

বিষাদ সময় বলেছেন: ব্লগে আসায় অত্যন্ত খুশি হলাম আপা .......আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অফুরন্ত শুভেচ্ছা।

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: আমার আরও কয়েকটা নিক বলে দিয়ে যাবো ভাইয়া!!!!!! সবার আগে আমি অ তে অপ্সরা!!!!!!!!!!! :)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিষাদ সময় বলেছেন: "অপ্সরা" আর "শায়মা" দু'জনে যে জড়ুয়া বহিন তা জানা ছিল। কিন্তু আপনার আরো জড়ুয়া বহিন আছে তা জানা ছিল না!!!!!!
বর্ণানুক্রমে সাজালে আপনি প্রথমে, জনপ্রিয়তা বা লেখার মানের ভিত্তিতে সাজালেও আপনি প্রথম সারিতে । :||
ভাবছি এবার আপনাকে পিছনে ফেলার জন্য বয়বৃদ্ধক্রমে (বেশি বয়স থেকে কম বয়সের ক্রমে) তালিকা করবো। হাঃ হাঃ হাঃ :)

ভাল থাকুন, আনন্দে থাকুন সব সময় সেই কামনা............

২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, বেশ পরিশ্রমী পোষ্ট । একসাথে সকলকে
তাঁদের লিংক সহ এখানে দেয়া যথেষ্ট সময় সাপেক্ষ কাজ।
এটা আমাদের খুব সহজেই কারো লেখা খুঁজে পেতে
সহায়তা করবে । পোষ্ট টি খুবই উপকারী বিধায়
প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

বিষাদ সময় বলেছেন: পোস্টে আগমনে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাই। আপনার মন্তব্য পেয়ে আমার পরিশ্রম স্বার্থক হলো।

এটা আমাদের খুব সহজেই কারো লেখা খুঁজে পেতে
সহায়তা করবে ।

এ বিষয়টি পোস্টে লিংক দেয়ার অন্যতম একটি উদ্দেশ্য ছিল। দুঃখজনক হলো আপনার আগে এ বিষয়টি কেউ অনুধাবন করেননি বা করতে চাননি।

পোষ্ট টি খুবই উপকারী বিধায়
প্রিয়তে গেল ।

আপনার প্রিয়তে যাওয়া মানেই পোস্টের একটি বড় উপহার প্রাপ্তি। সে কারণে নিজেকে সম্মানিত বোধ করছি।

আপনার জন্য নিরন্তর শুভকামনা আলী ভাই।.....ভাল থাকুন, সুস্থ থাকুন সেই প্রার্থনা।

২৮| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: "আর হ্যাঁ এখানে যে বর্ণানুক্রমিকভাবে ব্লগারদের নাম সাজানো হয়েছে সহজেই বোঝা যায় ।আমার মতে সেটাই যথেষ্ট যুক্তিযুক্ত
কারন ব্যক্তিভেদে পছন্দ অপছন্দের তালিকা আলদা"
- ১৩ নং মন্তব্যে মনিরা সুলতানা এর এ কথাগুলোর সাথে আমিও একমত।
আবারো বলে যাচ্ছি, একটা ভাল উদ্যোগ নিয়েছেন, এজন্য আবারো ধন্যবাদ।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

বিষাদ সময় বলেছেন: অনেকদিন পর আপনাকে সাথে পেয়ে ভাল লাগছে। আপনি ঠিকই বলেছেন, অবশ্য বর্ণানুক্রমিকভাবে সাজানোর আরেকটি কারণ আছে। এই পোষ্টটিকে আমি অনেকটা সূচীপত্রের মতো ব্যবহার করি। কোন ব্লগার এর কথা মনে হলে এই পোষ্টে এসে ক্লিক করে তার ব্লগ বাড়ির খোঁজ খবর নিয়ে আসি।

অনেক অনেক ভাল থাকুন সব সময়।

২৯| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৫২

আলভী রহমান শোভন বলেছেন: মাত্র নজরে এল পোস্টটি।

নিজেকে লিস্টে আবিষ্কার করে সত্যি পুলকিত।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

পোস্টে লাইক এবং সংগ্রহে রাখছি।

০১ লা জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

বিষাদ সময় বলেছেন: সাথে পেয়ে খুশি হলাম। আমার ভাগ্য ভাল যে নোটিফিকেশন বিট্রে করেনি, না হলে পুরানো পোষ্টে এই মন্তব্যটি হয়তো নজর এড়িয়ে যেত।
পোষ্টে লাইক দেয়ায় এবং সংগ্রহে রাখায় কৃতজ্ঞতা।
অফুরন্ত শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.