নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

শীতের ছড়া

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪





[একটু ভিন্ন ছন্দে শিশুতোষ শীতের ছড়া]

ঠক্ ঠক্ ঠক্, ঠক্ ঠকা ঠক্
কাঁপছে শীতে নানু,
কাঠ করতাল বাজছে ভেবে
তার সাথেতে কন্ঠ দিতে
দৌড়ে এলো জানু।
থর্ থর্ থর্, থর্ থরা থর্
কাঁপছে হোঁদল মামা,
ভুমিকম্প হচ্ছে ভেবে
প্রাণ বাঁচাতে উঠোন পানে
দৌড়ে গেলো নানা।
ভেউ ভেউ ভেউ, ভেউ ভেউয়া ভেউ
ডাকছে শীতে ভোলা,
তার দুঃখেতে সঙ্গী হতে
হুক্কা হুউয়া উঠলো ডেকে
বনের শেয়াল গুলা।
টপ্ টপ্ টপ্, টপ্ টপা টপ্
খাচ্ছে সবাই পিঠা,
খেজুর গুড়ে ভিজিয়ে নিয়ে
মুখের ভিতর চালান দিয়ে
লাগছে দারুণ মিঠা।
খক্ খক্ খক্, খক্ খকা খক্
শুক্ন শীতের কাশি
মিঠে রোদের আঁচে বসে
সকাল বেলায় রসটা খেতে
বড্ড ভালবাসি।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

uzraaa বলেছেন: ভালোলাগা রইলো।
শুভকামনা,,,

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা অফুরন্ত।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

বিষাদ সময় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা.....

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +++

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

বিষাদ সময় বলেছেন: আমারও ভাল লাগলো আপনার ভাল লাগায়। সাথে থাকায় এবং + এর জন্য কৃতজ্ঞতা........................

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: ছড়া আরো বেশি করে লিখুন!! শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

বিষাদ সময় বলেছেন: আবার মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা.............

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

বিষাদ সময় বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময়.....

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: দারুন দারুন দারুন ভাইয়া!!!!!!!!! :)


শীতের দিনে তবুও নেই মাফ
অফিসতে যেতেই হবে
শীতে যতই উঠুক কাঁপ।

গোসল করো গরম জলে
ঢুকেই পড়ো লেপের তলে
শীতের পিঠা বড়ই মিঠা
গরম গরম ভাঁপ।

পরীক্ষা শেষ শীতের ছুটি
নেই পড়ালেখার চাপ।
ছেলেবেলার শীতেরা তাই
মধুর স্মৃতির ছাঁপ!!!!!!!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

বিষাদ সময় বলেছেন: ধেই, ধেই, ধেই, ধেই, ধেয়া, ধেই
নাচছে সুখে মন,
আমার ছড়ায় সঙ্গ দিতে,
মিষ্টি মধুর ছন্দে মেতে,
আসলো শায়মা বোন।

টুন, টুন, টুন, টুন, টুনা, টুন
মন্দিরা দেয় তান,
শায়মা বুবুর ছন্দ সুখে,
সোনার কাঠির পরশ পেয়ে,
ছড়ায় এলো প্রাণ।।

কামনা করি রিমোকে হারানোর বিরহ ভুলে আবার মন হাসি আনন্দে মেতে উঠুক। হাঃ হাঃ হাঃ..............

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: শীতের ছড়া সুন্দর হয়েছে।
দশে দশ দিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

বিষাদ সময় বলেছেন: ফেয়ারলি দশে দশ, না নেপোটিজম (সহব্লগার প্রীতির) এর দশে দশ??? হাঃ হাঃ হাঃ
ভাল থাকুন সব সময় দেহ ও মনে সেই কামনা।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে আপনার এ শীতের ছড়া। ছড়ায় ভাল লাগা + +

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

বিষাদ সময় বলেছেন: দুঃখিত, ব্লগে আসা হয়না সে কারণে উত্তর দিতে এতো দেরি। সাথে থাকায় ধন্যবাদ.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.