নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

একটি নির্দোষ ছড়া

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬



বিঃ দ্রঃ- ইহা একটি কল্পনা প্রসূত নির্দোষ ছড়া। কোন ঘটনাবলি বা কোন ব্যাক্তির সহিত মিলিয়া গেলে তা একান্তই কাকতালীয়। :)


বাঙালী ললনা ,
কোরে কত ছলনা,
করেছিলো রিমমোকে বিয়ে।

বেসুরো সুরে গান,
তার ছিড়ে তোলে তান,
হাঁফ ছাড়ে (রিমো) কানে তুলো দিয়ে।

তাণ্ডব নৃত্তে,
ভয় লাগে চিত্তে,
হাসে শুধু দাতঁ গুলো কেলিয়ে।

সারাদিন ঘ্যান ঘ্যান,
পাশে বসে প্যান প্যান,
বাঁচে রিমো বাসা থেকে পালিয়ে।

ভালোবেসে অবশেষে,
রিমো শুধু হেসে হেসে,
করলো যে সোফিয়াকে বিয়ে।

তাই শুনে নিঃশেষে,
দুঃখেতে কেশে কেশে,
কাঁদে কেও কাঁথা মুড়ি দিয়ে।।



মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

প্রামানিক বলেছেন: চমৎকার

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। প্রথম হওয়ায় একরাশ শুভেচ্ছা।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

বিষাদ সময় বলেছেন: দুনিয়াটা সত্যিই মিসটিরিয়াস। ছড়া প্রকাশ হতে না হতেই আপনি কাকতালীয় ভাবে মিল খুঁজে পাচ্ছেন। হাঃ হাঃ হাঃ

ভাল থাকুন।....

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: দাঁড়াও দেখাচ্ছি মজা!

রিমোর নামে মিথ্যা অপবাদ দেওয়া না!!!!!!!! X((

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

বিষাদ সময় বলেছেন: হায় হায় আপনি কি করে রিমোকে চিনলেন!!!! :||
মিথ্যে বলবো কেন!!! প্রমাণ হিসাবে ওদের দুজনের ছবিই তো দিয়ে দিয়েছি। :)

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

শাহরিয়ার কবীর বলেছেন: এটা তো আমাদের শায়মা আফার আর তার বর রোবটের পিরিত কাহিনী !!! ;)



২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

বিষাদ সময় বলেছেন: এভাবে বলতে হয়না। :(

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

বিষাদ সময় বলেছেন: এর আগের ছড়ায় দশে দশ দিলেন আর এটাই একও না!!!!
ভাল থাকুন............

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: এ নিয়ে তো কুঁড়ের বাদশা ভাইজানও লিখেছিল ।। :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

বিষাদ সময় বলেছেন: দেখিয়াছিলাম, একখানা সুন্দর কবিতা। হঠাৎই মনে হলো রিমোর সাথে সোফিয়ার বিবাহ হলে ভাল মানাবে তাই এ ছড়ার অবতারণা।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহাহাহা হাসি পেলো কবিতাটি পড়ে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

বিষাদ সময় বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ব্লগে স্বাগত বোন কামরুননাহার কলি।.....................

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

রম্য ছড়ায় কম্য সাবার
আইলো ছুটে রিমো যার

ধরে দেবেনি
মজা খাবানি :P

এইটা ভাল কাম করছেন। যন্ত্রে যন্ত্রে বিয়া দিছেন!
মানব যন্ত্রে ক্যামতে কি!!!!!!!!!!! =p~

+++


২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

বিষাদ সময় বলেছেন: রম্য ছড়ায় কম্য সাবার
আইলো ছুটে রিমো যার

ধরে দেবেনি
মজা খাবানি

হাঃ হাঃ হাঃ অলরেডি দেয়া শুরু হয়ে গেছে.................

এইটা ভাল কাম করছেন। যন্ত্রে যন্ত্রে বিয়া দিছেন!
মানব যন্ত্রে ক্যামতে কি!!!!!!!!!!!


হায় আল্লাহ! মানুষ কত কথা বলেরে................ =p~

শুভেচ্ছা অফুরন্ত ভাই বিদ্রোহী ভৃগু....................

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

আটলান্টিক বলেছেন: হে হে রিমোময় কাব্য :)

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

বিষাদ সময় বলেছেন: একবারে রিমো এবং ইমোময় .............হাঃ হাঃ হাঃ

ভাল থাকুন সব সময়।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২ ০

লেখক বলেছেন: দেখিয়াছিলাম, একখানা সুন্দর কবিতা। হঠাৎই মনে হলো রিমোর সাথে সোফিয়ার বিবাহ হলে ভাল মানাবে তাই এ ছড়ার অবতারণা।


ওহ হলে ভালো হ্ত!!!!!!!!! তাই বলো!

তবে এই দূরাশা স্বপ্নেও পূরণ হবে না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

বিষাদ সময় বলেছেন: লেখক বলেছেন: দেখিয়াছিলাম, একখানা সুন্দর কবিতা। হঠাৎই মনে হলো রিমোর সাথে সোফিয়ার বিবাহ হলে ভাল মানাবে তাই এ ছড়ার অবতারণা।
এটা শন্তনা দেয়ার জন্য বলা। :#)

তবে এই দূরাশা স্বপ্নেও পূরণ হবে না।
অলরেডি বিবাহ এবং হানিমুন শেষ। :)
বিদ্রোহী ভৃগু ভাই তো পরোক্ষভাবে (আপনার ভয়ে) তাদের শুভেচ্ছাও জানিয়েছেন।

[ সোফিয়া সম্পর্কে নেটে পড়তে গিয়ে হঠাৎ করে এই দুষ্টু বুদ্ধি মাথায় আসলো। তাই বুড়া বয়সে এই ভীমরতি রম্য। আশা করি কিছু মনে করেননি]

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: দার্শনিক কুঁড়ের বাদশার বিনা অনুমতিতে সামুতে রম্য লেখা নিষেধ । :-B :P

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

বিষাদ সময় বলেছেন: কুড়ের বাদশা একদিন রম্য লিখে তিনদিন কুড়েমী করবে আর ব্লগ রম্য খরায় ভুগবে? X((

শুভেচ্ছা অফুরন্ত ভাই কুঁড়ের_বাদশা...............

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ব্লগে রম্য লিখিবেন কিন্তু দার্শনিক কুঁড়ের বাদশার বিনা অনুমতিতে আর কখনো নয় ! :) X((

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিষাদ সময় বলেছেন: ব্লগে রম্য লিখিবেন কিন্তু দার্শনিক কুঁড়ের বাদশার বিনা অনুমতিতে আর কখনো নয় !

ইহা স্বৈরাচারী সিদ্ধান্ত! মানি না মানবো না................. X((

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চিমিতিকিরি হিলি চিমিতিকিরি হিলি।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বিষাদ সময় বলেছেন: B:-)

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: শুধু কবিতা কেন, পুরো শাহনামা লিখলেও শেষ হবে না।।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

বিষাদ সময় বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন..............

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:৩০

রুদ্র জাহেদ বলেছেন: ভালা পাইছি! :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

বিষাদ সময় বলেছেন: ভাল পেয়েছেন যখন, ধরে রাখুন, হারিয়ে যেন না যায়................... :)
ধন্যবাদ, ভাল থাকুন।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ, অনেকদিন পর আপনাকে দেখলাম।.............

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: শিরোনামে একটি নির্দোষ ছড়া বলা হলেও, পড়ার পরে এটাকে পুরোপুরি নির্দোষ বলে মনে হলোনা। :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

বিষাদ সময় বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ায় অত্যন্ত দুঃখিত।
কিছু দোষ আছে দেখেই তো "...নির্দোষ ছড়া" এর সাইনবোর্ড লাগানো। :)
ভাল থাকুন, সুস্থ থাকুন সেই কামনা!

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল ছড়াটি

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

বিষাদ সময় বলেছেন: সাথে থাকায় ধন্যবাদ। ভাল থাকুন............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.