নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

অর্ধাঙ্গিনী, না পৌনেএকাঙ্গিনী!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১




স্ত্রী বা বউয়ের কত প্রতিশব্দ -কলত্র, দার, ভার্যা, পত্নী, বনিতা, সহধর্মিণী ও অর্ধাঙ্গিনী । অন্য প্রতি শব্দগুলো নিয়ে আপত্তি না থাকলেও স্ত্রীর প্রতিশব্দ অর্ধাঙ্গিনী কে নিয়ে কিছু আপত্তি আছে। প্রতিশব্দটি কে দিলেন, কেন দিলেন তা আজ্ও জানলাম না, বুঝলাম না। যে , যে কারণেই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে থাকুন না কেন তিনি হয় শব্দটি ভুল বা মিথ্যা বলেছেন অথবা তার গণিতে কোন জ্ঞান ছিলনা এ ব্যাপারে আমি নিশ্চিত। তিনি যদি স্ত্রীকে কমপক্ষে পৌনেএকাঙ্গিনী বলতেন তবে মনে না নিলেও মেনে নিতাম। কিন্তু অর্ধাঙ্গিনী বলায় যে গাণিতিক ভুল হয়েছে একজন গণিত প্রেমিক হিসাবে তা মেনে নিতে পারিনা।

অনেকেই হয়তো এই ভেবে অবাক হচ্ছেন যে গণিতের সাথে আবার ব্যাকরণের কী সম্পর্ক!!! আছেরে ভাই , সম্পর্ক আছে। একটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে।
যেমন এক্ষেত্রে আমার খালাতো ভাই, ভাবীর উদাহরণটি দেয়া যায়-
খালাতো ভাই- ৪০
ভাবী---------- ১২০
মোট ----- -----১৬০
এখন ভাবী হল মোট ১৬০ এর ১২০ অংশ বা ১২০/১৬০ বা ৩/৪ অংশ, অর্থাৎ পুরোপুরি পৌনে এক বা পৌনেএকাঙ্গিনী ।
যদি বা বিয়ের পর পর কোন স্ত্রী অর্ধাঙ্গিনী থাকেনও কিন্তু ২-৪ বছর পার হতে না হতে তিনি পৌনেএকাঙ্গিনী বা চারপঞ্চাঙ্গিনী হয়ে যান। যারা এখন্ও খালাতো ভাই এর কি ৪০ আর ভাবীর কি’ই বা ১২০ বা কিসের পৌনেএকাঙ্গিনী অথবা পঞ্চচারাঙ্গিনী বুঝতে পারেননি তারা নিচের ছবি গুলি দেখুন সব পরিষ্কর হয়ে যাবে------------


ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

১) লাইফ মানেই পৌনেএকাঙ্গিনীর জন্য সেক্রিফাইসঃ



২) আর পাঁচ বছর পর মনে হয় একে ফুয়েল ট্যাংকের পরিবর্তে হ্যান্ডেলে বসতে হবেঃ



৩) বিয়ের সময়ই এই অবস্থা, পাঁচ বছর পরে মনে হয় ইনি পূর্ণঙ্গিনী হবেনঃ


৪) গাহি সাম্যের গান, দেশ বিদেশে সবখানে হয় পত্নীরা স্বাস্থ্যবান(কি দেশ কি বিদেশ ভাই সবখানেই তারা পৌনেএকাঙ্গিনী বা চারপঞ্চাঙ্গিনী)-


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: ছবিগুলি দেখে হাসতে হাসতে মরেছি। এদের সবাইকে ডায়েট সেন্টারে পাঠাতে হবে! :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

বিষাদ সময় বলেছেন: ছবিগুলি দেখে হাসতে হাসতে মরেছি।
হাসি স্বাস্থের জন্য মঙ্গলজনক।
এদের সবাইকে ডায়েট সেন্টারে পাঠাতে হবে!
আরাম করে এরা যা অর্জন করেছে, কষ্ট করে এদেরকে তা বর্জন করতে বলছেন!!! :)
নিরন্তর শুভকামনা..............

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: হে হে হে হিসাব ঠিক আছে তবে সবার বেলায় নয়, কারন অনেকের বউয়ের চেয়ে স্বামী তিনগুণ মোটা সেখানে এই হিসাবের উল্টো পৌনে একাঙ্গিনীর স্বামী পৌনে তিনাঙ্গ হবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

বিষাদ সময় বলেছেন: হায় হায় প্রামানিক ভাই এইটা কি করলেন!! পুরুষ হয়ে পুরুষ জাতির মাথায় বাড়ি দিলেন!!!

হাঃ হাঃ হাঃ ঠিকই বলেছেন ।
সাথে থাকায় শুভেচ্ছা অফুরন্ত...................

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


এসব পুরুষেরা স্ত্রীকে ঠিক মত খেতে দেন, বাকীরা স্ত্রীকে দিয়ে বেশী কাজ করান

২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বিষাদ সময় বলেছেন: আপনার "লিলিপুটিয়ান" আর "ম্যাউ প্যাউ" শব্দদুটি খুব ভালো লাগে, আমিও মাঝে শব্দগুলো প্রয়োগ করি। আমার ভাগ্য ভালো এ দুটো শব্দের কোনটা আমার পোস্টে প্রয়োগ করেননি।

এসব পুরুষেরা স্ত্রীকে ঠিক মত খেতে দেন,
এসব পুরুষরা তাদের স্ত্রীদের আরেকটু ভাল করে খেতে দিলেই স্ত্রী দ্রুত পরপারে চলে যাবে আর পুরুষটিও তার দ্বিতীয় বিবাহের মনবাঞ্চা পূর্ণ করতে পারবে। :)

ভাল থাকুন নিরন্তর.............

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

পথিক সরদার বলেছেন: ওহ মাই খাট। পড়ব আর কি? ছবির দিকে নজর পরতেই হাসতে হাসতে খাট থেকে পরে গেছি মেঝেতে।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

বিষাদ সময় বলেছেন: ছবির দিকে নজর পরতেই হাসতে হাসতে খাট থেকে পরে গেছি মেঝেতে।
ব্যাথা পাননি তো? :)
ব্লগে স্বাগত ভাই পথিক সরদার।
আপনাকে আনন্দদিতে পারায় আমিও আনন্দিত। ভাল থাকুন............

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা.............

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: lol . সবার ক্ষেত্রে ঠিক নয়। তবে খালাতো ভাই ৪০ মানে? অসুস্থ নাকি? ৪০ কেজি একজন বিবাহিত পুরুষের ওজন হতে পারে?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

বিষাদ সময় বলেছেন: আপনিও ভাই!! হিউমার এর মধ্যে রিউমার না খুঁজে ফ্যাক্ট খুঁজছেন!!!! তবে ভাই ভাবীর মধ্যে ওজনে পার্থ্ক্য ব্যপক। ভাই ৫০-৫৫ হবে আর ভাবী মনে হয় ৮৫-৯০। এ নিয়ে আমরা প্রায়ই রসিকতা করি।
পাঠ এ মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন..............

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। হাসালেন ভাই। শতভাগ বাস্তব না হলেও অধিকাংশই সত্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন। পাশে থাকার জন্য ধন্যবাদ, ভাল থাকুন..............

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: এখন তো সবাই অনেক সচেতন । বেবি হবার সময় যা একটু বেশি সাস্থ্য হয় ,১ বছর পর আবার ঠিক করে নেয় , কিছু আন্টিদের ছবি ফেবু তে দেখে অবাক হতে হয় ,বয়স বুঝাই যায়না ।
যারা অসচেতন অথবা সিক তারাই এই প্রবলেম এ পরে ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

বিষাদ সময় বলেছেন: আমার দুই ভাবীর (খালাতো) ছোট সন্তানের বয়স এখন ১৮ এবং ৭, দুইজনই সুস্থ কিন্তু স্বাস্থ্য মাশাল্লাহ।
সাথে থাকায় অনেক অনেক শুভেচ্ছা.............

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: তাহলে বংশ গত হতে পারে । বংশগত হলে অনেকে অল্প খেলেও দ্রুত ওজন বাড়ে , আমি কিন্তু অসচেতন কথাটাও বলেছি ।
আপনি এমন কাউকে পাবেন ? যারা রেগুলার এক্সারসাইজ করে আর খাওয়া ব‍্যালেন্স করে চলে তাদের স্বাস্থ্য খুব বেশি ?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২

বিষাদ সময় বলেছেন: আবার মন্তব্য করায় অসংখ্য ধন্যবাদ।
আমি আসলে উপরের কথাটা জাস্ট ফান করে বলেছি, আপনার বক্তব্যের পাল্টা আরগুমেন্ট হিসাবে নয়। :)

আপনি এমন কাউকে পাবেন ? যারা রেগুলার এক্সারসাইজ করে আর খাওয়া ব‍্যালেন্স করে চলে তাদের স্বাস্থ্য খুব বেশি ?

ঠিকই বলেছেন, তবে শরীর আসলে তার বর্তমান অবস্থাটা নানাভাবে ধরে রাখার চেষ্টা করে, কোন কারণে একবার বেশি মোটা হয়ে গেলে বা শুকিয়ে গেলে তা পরিবর্তনের জন্য যে অতিরিক্ত চেষ্টা করতে হয় নানা কারণে তা আর অনেকের পক্ষে করা সম্ভব হয়ে উঠেনা।

ভাল থাকুন, নিরন্তর শুভ কামনা............

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:২০

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও নতুন বৎসরেরর অফুরন্ত শুভেচ্ছা............................

১২| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

আটলান্টিক বলেছেন: হে হে হে প্রথম ছবি দেখে আমিও প্রায় চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম :) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

বিষাদ সময় বলেছেন: ভাগ্য ভাল বছরের শুরুতে পড়ে যাননি, তাহলেতো সারা বছরই.............Wishing you a Slipless 2018........ :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো । :)

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ এবং ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা.................

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

খাঁজা বাবা বলেছেন: মজা পাইলাম
ভাই, আপনার পার্সেন্টেজ কত?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

বিষাদ সময় বলেছেন: ইহা অত্যন্ত গোপনীয়। :)
ধন্যবাদ সাথে থাকায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.