নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ভাই চাঁদগাজী - চাঁদগাজী ভাই

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২৫




(একটি বিষাদ-রম্য প্রযোজনা)
শুরুতেই ব্লগার চাঁদগাজী ভাই এর কাছে দুঃখ প্রকাশ করছি অনুমতি ছাড়া তাঁর নাম ব্যাবহারের জন্যে। এই ব্লগে তিনি হলেন শ্রদ্ধেয়, আলোচিত, সমালোচিত এবং সুপার হিট ব্লগার। সে কারণেই আমার মতো সুপার ফ্লপ ব্লগার তাঁর নাম কে বেছে নিয়েছি। আসলে মূল বিষয় বস্তু হলো সম্বোধন । সাথে চাঁদগাজী ভাইয়ের নাম জুড়ে দেয়া আর কি।

অন্য একটা ব্লগ বন্ধ হয়ে যাওয়ার পর এ ব্লগে আসি। সে ব্লগের কিছু ব্লগার, সাথে এ ব্লগের নিয়মিত কিছু ব্লগারকে দেখে প্রতিদিন আহ্লাদিত হই। আরে ইনি দেখি অমুক ভাই , উনি তমুক ভাই , কি দারুণ লিখেন!!! প্রত্যেককে অনেক কাছের কুটুম্ব মনে হয়। ক’দিন পর তাদের পোস্টে কুটুম্বের মতো আন্তরিক মন্তব্য করা শুরু করি—অমুক ভাই, তমুক ভাই বলে। আমি যতই বলি ভাই ভাই, প্রত্যুত্তরে ততই দেখি কি যেন নাই নাই!! কী নাই, পরে বলবো আর কেন নাই, পরে বুঝলাম। যদি বা থাকে, আমি পাঠাই পরে কিন্তু ফিরে আসে আগে। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেয়ার মতো। আমি যতই ঘোড়ার পরে গাড়ি লাগাই। কিন্তু বেশির ভাগ সময় আমার কাছে আসে গাড়ি ছাড়াই ঘোড়া। আর যদি বা কখনো গাড়ি সহ আসে তবে দেখি তা জুড়ে দেয়া থাকে ঘোড়ার আগে। অথচ এরাই আবার কোথাও কোথাও ঘোড়ার পরে গাড়ি এমনকি সাথে একটা আস্ত হাতিও জুড়ে দেন।এমন কেন হয় এ নিয়ে গবেষণা করে বুঝলাম, ঘোড়ার পরে গাড়ি জুড়তে হয় শুধু হেভি ওয়েট ব্লগারদের, আর ডিক-হ্যারি ব্লগারদের গাড়ি ছাড়াই ঘোড়া চড়তে হয় অথবা গাড়ির আগে ঘোড়া জুড়ে ক্লাউনের মতো বসে থাকতে হয়। ঘোড়ার পরে গাড়ি জোড়া হলো শ্রদ্ধা এবং আন্তরিকতার প্র্রকাশ আর গাড়ির পরে ঘোড়া লাগানোটা হলো শুধুই সৌজন্যতা। তখন হঠাৎ ছোট বেলায় অনেকবার ভাব সম্প্রসারণ করা রবীন্দ্রনাথের ”কুটুম্বিতা-বিচার” কবিতাটি মনে পড়ে গেল-

কেরোসিন-শিখা বলে মাটির প্রদীপে,
ভাই ব’লে ডাক যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা–
কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা!


ছবি--গুগল ও ফটোশপ প্রযোজনা।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন ব্লগার চাঁদগাজী ভাইকে নিয়ে।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বিষাদ সময় বলেছেন: স্বাগতম। চাঁদগাজী ভাই উপলক্ষ মাত্র, লক্ষ শুধু ভাই....................তবে আপনার ফার্স্ট নেমটা ভয় পাই......... :)
ভাল থাকুন।

২| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগে চাঁদগাজী ভাইয়ের শুধুমাত্র কবিতা লেখার প্রতিভা নেই ..... :P ;)

এছাড়া সবগুলো গুণ ওনার মধ্যে লক্ষ্য করা যায়।। :-B

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

বিষাদ সময় বলেছেন: যে রাঁধে সে চুলও বাঁধে.............নিশ্চিন্তে থাকুন ক'দিন পর চাঁদগাজী ভাই ফাটাফাটি কবিতা লেখা শুরু করবে। তখন অনেক কবিরই ভাত বন্ধ হয়ে যাবে........ :)
শুভকামনা।

৩| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: চাঁদগাজীভাইয়া এবার রেসিপি লিখবে আমি অনুরোধ করেছি। :)

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

বিষাদ সময় বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কাছ থেকে হাঙ্গেরীয়ান গুলাস এর রেসিপি চাই। ব্লগারদের নকল সাপ্লাই না করার জন্য আগে থেকে সতর্ক করা হলো................. :)

৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কুঁড়ের_বাদশা বলেছেন:


শায়মা বলেছেন: চাঁদগাজীভাইয়া এবার রেসিপি লিখবে আমি অনুরোধ করেছি। :)


চাঁদগাজী নানার নামে নো কূটনামি। ;) :P :-B

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিষাদ সময় বলেছেন: কুল ভ্রাতা কুল। কুড়ে মানুষের এত উত্তেজিত হলে চলে.................. :)
নো টেনশন! যিনি রেসিপি লিখতে বলেছেন তিনিই নকল সাপ্লাই দিবেন.......

৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় চন্দ্রসাহেবের গিনিপিপ বাহিনীর সাথে আমার বিদ্রোহ!!:P

@"শাহরিয়ার কবীরবলেছেন: ব্লগে চাঁদগাজী ভাইয়ের শুধুমাত্র কবিতা লেখার প্রতিভা নেই ."
:D:D:D

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিষাদ সময় বলেছেন: বিদ্রোহ কেমতে থামাইতে হয় হেইয়া মোর জানা.............


চন্দ্রসাহেবের বাহিনীকে "গিনিপিগ" বলার তেব্র পেতিবাদ জানাই............ :)

৬| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগত শ্রদ্ধেয় ...........ভাল থাকুন সব সময়।

৭| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত জটিল লিখতে পারলে ব্লগও ভালো লিখতে পারবেন...

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ জটিলতাটুকু উপলদ্ধি করতে পারায়.......
শুভেচ্ছা ও শুভকামনা।

৮| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

উদাস মাঝি বলেছেন: চাঁদ গাজী ভাইয়ের প্রতিক্রিয়া দেখার জন্য বার বার এসে এসে ঘুরে যাচ্ছি ! ;)

এর আগে আপনি কোন ব্লগে ছিলেন ? ইস্টিসন নাকি চতুর্মাত্রিক ব্লগে ?

০১ লা জুন, ২০১৮ রাত ১০:০৮

বিষাদ সময় বলেছেন: উনি মনে হয় ট্রাক্টার নিয়ে এই চিপা গলিতে ঢুকতে পারছেন না।
ইস্টিসন নাকি চতুর্মাত্রিক ব্লগে ?
আলো ব্লগের কথা কি জানা নাই?
ভালো থাকুন সব সময়।

৯| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:২৭

রসায়ন বলেছেন: ব্লগে কি জমি চাষ শুরু হয়ে গেলো নাকি :D

০১ লা জুন, ২০১৮ রাত ১০:১৩

বিষাদ সময় বলেছেন: "আমি উপাড়ি’ ফেলিব অধিন বিশ্ব অবহেলে, নব সৃষ্টির মহানন্দে"
অনেক অনেক শুভকামনা।

১০| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩১

উদাস মাঝি বলেছেন: প্রথম আলো ব্লগ ? হে হে হে
ও তো পেপার কাটিং দিয়েই ভরা থাকত ;)

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

বিষাদ সময় বলেছেন: সেইরাম পেপার কাটিং ;)

১১| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাঁদগাজী কে নিয়ে লেখা মূলত চাঁদগাজী উপভোগ করেন।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫০

বিষাদ সময় বলেছেন: মানহানীকর না হলে মনে হয় সবাই নিজেকে নিয়ে আলোচনা পছন্দ করেন। আসলে চাঁদগাজী নামের ব্যাবহার উপলক্ষ মাত্র, লক্ষটা ভিন্ন , সেটা ৭ নং মন্তব্যকারী ছাড়া মনে হয় আর কেউ বুঝতে পারেননি বা আমি বোঝাতে পারিনি।

ব্লগে এসে মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ।

১২| ০২ রা জুন, ২০১৮ রাত ৩:৩৮

কিশোর মাইনু বলেছেন: চাদগাজী ভাইয়ের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছি।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৩

বিষাদ সময় বলেছেন: নিচে তিনি তাঁর প্রতিক্রিয়া দিয়ে গেছেন সে জন্য আমি কৃতজ্ঞ। সেই সাথে আমার ব্লগ বাড়িতে আসায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বেস্ট।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:৫৭

বিষাদ সময় বলেছেন: চাঁদগাজী বেস্ট।
এর আগে "ইস্ট অর ওয়েস্ট" বাক্যটি বাদ পড়েছে, তা নাহলে শ্লোগান এর পূর্ণতা পায় না............হাঃ হাঃ হাঃ
ভাল থাকুন।

১৪| ০২ রা জুন, ২০১৮ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


আমি খুবই সাধরণ ব্লগার; ব্লগিং পছন্দ করি, ব্লগারেরা একটি নতুন জেনারেশন, আমি ব্লগারদের বুদ্ধিমত্তায় বিশ্বাসী।
চোখে সামান্য সমস্যা হওয়ায়, আজকাল ব্লগে কিছুটা কম আসা হচ্ছে; ফলে, অনেক লেখা দেখার সুযোগ হারাচ্ছি।

আমাদের সবার জন্য উৎসাহ যে, আপনার দীর্ঘদিনের ব্লগিং অভিজ্ঞতা আছে। আপনি আমার পোষ্ট পড়ছেন নিয়মিত; কিন্তু আমি আপনার পোষ্ট খুব একটা পড়িনি; এখন থেকে পড়ার চেষ্টা করবো।

০২ রা জুন, ২০১৮ দুপুর ১:১৪

বিষাদ সময় বলেছেন: বলেছেন: প্রথমেই আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, সেই সাথে ব্লগে আসায় কৃতজ্ঞতা।

আসলে রাজনীতি বা ধর্ম নিয়ে মন খুলে কথা বলার মত অবস্থা এখন নাই। আপনি দেশের বাইরে থাকেন তাই আপনার পক্ষে মন খুলে লেখা সম্ভব। আপনার প্রায় প্রতিটা পোস্ট আমি পড়ি কিন্তু রাজনীতি বা ধর্ম নিয়ে মন খুলে কোন মন্তব্য করা কঠিন দেখে আপনার পোষ্টে খুব একটা মন্তব্য করা হয়ে উঠেনা।

দুঃখজনক হলো ব্লগ নিয়ে আমি তেমন আশাবাদী না। কারণ প্রথমতঃ ফেসবুকের ব্যাবহার, দ্বিতীয়তঃ ব্লগারদের ইরেসপনসিবিলিটি এবং তৃতীয়তঃ আছে নাস্তিকতার ট্যাগ। অধিকাংশ ব্লগার এখানে আসেন মূলতঃ আড্ডা দিতে তারা কোন একটি বিষয়কে দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাবেন তা আমার মনে হয়না। অবশ্য এ ব্যাপারে দ্বিমত থাকতেই পারে।

পরিশেষে আপনার জন্য নিরন্তর শুভকামনা।

১৫| ০২ রা জুন, ২০১৮ রাত ৯:৪১

পবন সরকার বলেছেন: আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আপনি পুরানো ব্লগার হসিাবে আরো ভালো লাগল।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:৪৫

বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগতম। পুরানো হলেও অত্যন্ত অলস ব্লগার...........হাঃ হাঃ
ভাল থাকুন অনেক অনেক।

১৬| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৫

জুন বলেছেন: বিষাদ সময়,
আপনার লেখার আগামাথা কিছুই বুঝলাম না, পুরো লেখায় শুধু হাতি ঘোড়া আর গাড়ির কথা #:-S
এটা পুরোটাই একটা ম্যাও প্যাও পোষ্ট /:)

তবে রম্য ভালো লাগিলো :P
=p~

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

বিষাদ সময় বলেছেন: একেবারে সঠিক সময়ে (জুন মাসে) আমার ব্লগে আগমন, শুভেচ্ছা এবং স্বাগতম।
ম্যাওপ্যাও দেখি ভাইরাল হয়ে গেল। :)
ঘোড়া=নিক ( যে ব্যাক্তি যে নামে ব্লগে পরিচিত)
গাড়ি=ভাই
হাতি=স্যার
এবার আপা একটু কষ্ট করে পড়ে দেখেন পোস্টের কোন অর্থ খুঁজে পান কিনা!!!!!
এরপরও যদি কোন অর্থ না দাঁড়ায় তবে সত্যি এটা ম্যাওপ‌্যাও পোস্ট। :)

শুভেচ্ছা আফুরন্ত।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: উপভোগ্য রম্য, ভাল লেগেছে। + +
তবে, কেবলমাত্র উপলক্ষ হলেও, শিরোনামে যার নামোল্লেখ করেছেন, তিনি কিছু মনে করতে পা্রেন বলে একটা শঙ্কায় ছিলাম। সুখের কথা, তিনি তা করেননি। তাই লেখাটাকে আরও উপভোগ্য মনে হলো।
৭ নং মন্তব্য ও ১৪ নং প্রতিমন্তব্য ভাল লেগেছে। +

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

বিষাদ সময় বলেছেন: ব্লগে খুব একটা আসা হয় না, তাই মন্তব্যটি চোখে পড়েনি সে জন্য দুঃখিত। যাকে উপলক্ষ করে লেখা সত্যি তিনি কিছুটা আনপ্রেডিকটেবল :) । পাঠ ও মন্তব্যে খুশি হলাম। এই নগন্য ব্লগারকে প্রায় সময় পাশে থেকে উৎসাহ দেয়ায় অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকুন অনেক অনেক।

১৮| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৪

গেঁয়ো ভূত বলেছেন: লেখাটি কিন্তু দারুন ছিল! মন্তব্য আর প্রতিমন্তব্য গুলোও ভাল লাগলো।

০৭ ই মে, ২০২৩ রাত ১২:৫৭

বিষাদ সময় বলেছেন: দুঃখিত মন্তব্যটি চোখে পড়েনি। ব্লগ বাড়িতে আসায় ধন্যবাদ।
লেখা মন্তব্য এবং প্রতিমন্তব্য সবটা পড়েছেন জেনে খুব খুশি হলাম।
তবে লেখাটি লিখে একটু হতাশ হয়েছিলাম কারণ বেশির ভাগ পাঠকই আসলে লেখার মূল প্রসঙ্গ হয় বুঝতে পারেননি অথবা আমি বোঝাতে পারিনি।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.