নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে (কিছু ব্যাতিক্রম ব্যাতিত) আমার মনে হয়েছে ডাক্তারি শুরু করার আগেই আমাদের দেশের ডাক্তারদের নিম্নোক্ত বিষয়গুলো হেফজ করতে বাধ্য করা উচিৎ-
১) আপনি মানুষের ডাক্তার, আপনার রুগী্ও একজন মানুষ অতএব তাদের সাথে মানবিক আচরন করুন।
২) আপনার রুগী কোন গিনিপিগ নয় অবএব আপনার স্বল্প জ্ঞানের কারনে রোগ নির্ণয় করতে ব্যর্থ হলে তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন।
৩) আপনার রুগী কোন পন্য নয় অতএব তাকে ডায়াগনোসিস সেন্টার বা ওষুধ কোম্পানীর কাছে বিক্রি করা থেকে বিরত থাকুন।
৪) রুগীর প্রতি সহানুভূতি প্রদর্শন চিকিৎসারই একটি অংশ।
৫) ১০০০-১৫০০ টাকা ভিজিট নিয়ে ৩ মিনিটে কিছু টেস্ট আর ওষুধ লেখা আপনার দায়িত্ব না, আপনার মূল দায়িত্ব হল রুগিকে সুস্থ করার আন্তরিক প্রচেষ্টা।
৬) শুধু মুখস্ত করে ডাক্তার হওয়া যায় না।
৭) পাশের দেশে যেখানে আমাদের দেশ থেকে যাওয়া রুগীদের পরীক্ষা নিরীক্ষা করতে ডক্তাররা ১৫-৪৫ মিনিট সময় নেয় সেখানে আপনি এমন বিজ্ঞ ব্যাক্তি নন যে আপনি সেটা ৩ মিনিটে করতে পারেন।
৮) আপনি স্যার নন, সেবক।
৯) স্বল্প সময়ে টাকা কামানোই যদি আপনার উদ্দেশ্য হয় তবে ড্রাগের ব্যাবসা করুন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
বিষাদ সময় বলেছেন: অনেকদিন আগে থেকেই এ কথা প্রচলিত। তবে এখন মনে হয় ডাক্তারদের কসাই বললে কসাইরা লজ্জা পাবে।
স্বাগত ও শুভকামনা।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪২
বিষাদ সময় বলেছেন: সাথে থাকায় ধন্যবাদ প্রিয় সনেট কবি।
অনেক অনেক শুভকামনা।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: ভালোই বলেছেন.....
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
বিষাদ সময় বলেছেন: "ভালো" এর সাথে আবার "ই" প্রত্যয় কেন? তারমানে বেশি ভাল হয়নি...............হাঃ হাঃ
নিরন্তর শুভকামনা।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
চাঙ্কু বলেছেন: এইসব কথা বলতে নাই। ডাক্তার ভাইয়েরা মনে কষ্ট পাবে!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
বিষাদ সময় বলেছেন: ডাক্তার ভাইয়েরা মনে কষ্ট পাবে!!
ডাক্তার ভাইদের মন বলে কিছু আছে কি??? খুঁজলে সেখানে পাথর পাবেন।
স্বাগত এবং শুভকামনা।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
কাওসার চৌধুরী বলেছেন:
ডাক্তারদের ABC পাঠ তো দারুন হলো। এগুলো পড়ার কিংবা চর্চা করার মত টাইম তাদের নেই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১
বিষাদ সময় বলেছেন: এগুলো পড়ার কিংবা চর্চা করার মত টাইম তাদের নেই।
ঠিকই বলেছেন ভাই কাওসার চৌধুরী। সে সময় বরং তারা আরও এক হালি রুগী দেখবেন।
সাথে থাকায় খুশি হলাম। ভাল থাকুন।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: বেশির ভাগ ডাক্তারই লোভী।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন রাজীব ভাই। তবে এত অল্প কথায় সন্তুষ্ট হতে পারলাম না,,,,,,,,,,,হাঃ হাঃ হাঃ।
ভাল থাকুন ঘরে ও বাইরে।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
নীল আকাশ বলেছেন: কোন ডাক্তার কি পড়েছে এটা?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
বিষাদ সময় বলেছেন: পড়ে থাকলেও নীরবে কেটে পড়েছেন। ভাগ্য ভাল ছদ্ম নামে লিখছি............ না হলে চিকিৎসা করতে যাওয়া আর নিরাপদ হতো
না।
সাথে থাকায় ধন্যবাদ ও শুভকামনা।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ডাক্তারদের এবিসিডি পাঠ! বাহ ভালোই হবে। কিন্তু এমন কি হবে বাস্তবে তা আদৌ সন্দেহ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগত।
কিন্তু এমন কি হবে বাস্তবে তা আদৌ সন্দেহ।
হবে না জানি। তবু নিজের আক্ষেপ গুলো ছড়িয়ে দিলাম মনকে শান্ত করার জন্য।
ভাল থাকুন অনেক অনেক।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
সোহানী বলেছেন: হুম..... টাকা টাকা টাকা..............সবই ব্যবসা রে ভাই।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৫
বিষাদ সময় বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগত।
সবই ব্যবসা রে ভাই
সেবক নামের ব্যবসায়ী.........................
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
শিখা রহমান বলেছেন: ভালো লিখেছেন। সবই যুক্তিযুক্ত কথা কিন্তু শোনে কে?
শুভকামনা ও শুভরাত্রি। ভালো থাকুন সবসময়।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৭
বিষাদ সময় বলেছেন: প্রিয় কবির ব্লগে আগমন !!!!! কি সৌভাগ্য আমার......................স্বাগত।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
মেহেদী হাসান হাসিব বলেছেন: দেশি ডাক্তারদের সমার্থক নাম কসাই।