![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিপোস্টঃ বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক হ্ওয়ায় ছড়াটি রিপোস্ট করলাম
ছুটছে আটা, ছুটছে চাল,
ছুটছে তেল আর ছুটছে ডাল,
সাথে তাদের ছুটছে দেখ
আলু, পটল, সিম,
তার সঙ্গে তাল মেলাল
মাছ, মাংস, ডিম।
সবার কাছে বলল এসে
কারেন্ট, ডিজেল, পানি,
এবার দেখ কেমন তর
ছুটতে মোরা জানি।
এমন তর ছুটতে দেখে
বলল বাড়ির ভাড়া,
ডানা মেলে উড়তে হবে
আমার আছে তাড়া।
রাঘব বোয়াল চালছে চাল,
লাভের নেশায় ছুটছে পাল।
রুই, কাতলা ছুটে এদের
ধরতে পারে বেশ,
ধরতে গিয়ে এবার হল
পুঁটির জীবন শেষ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৭
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: সময়োপযোগী রি পোস্ট।
০১ লা মার্চ, ২০২৩ রাত ১২:২১
বিষাদ সময় বলেছেন: আমার ব্লগ কুটিরে স্বাগত। পাশে থেকে উৎসাহিত করায় অসংখ্য ধনাবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই ছুটছে তাই সাধারণের নাগালের বাহিরে চলে যাচ্ছে। ধন্যবাদ। দারুন হয়েছে।
০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৪
বিষাদ সময় বলেছেন: পাশে পেয়ে খুশি হলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো লিখেছেন।