নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

আল্লার মাইর....

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২০



ফার্মগেট থেকে রিক্সায় করে ল্যাব্ এইড হাসপাতালে যাচ্ছি। পান্থপথের চৌরাস্তার মোড়ে সিগনালে আটকা পড়লাম । এই সিগনাল মানে দিনের অর্ধেকটা মাটি।ধৈর্য্য ধরে অপেক্ষা ছাড়া আর কিছু করার নাই। অপেক্ষার ফাঁকে- ফাঁকে এদিক ওদিক দেখছি। রাস্তার অন্যান্য মোড়ের মত এই মোড়েও বেশ কিছু মটরসাইকেল যাত্রীর অপেক্ষায় অপেক্ষমান। এর মধ্যে একটা মটরসাইকেল রাস্তার প্রায় মাঝখানে দাঁড় করানো। চালকের সেটআপ এবং গেটআপ দেখেই বোঝা যাচ্ছে তিনি হেডামওয়ালা। রিকসায় বসে অপেক্ষা করছি আর মটরসাইকেল চালকের হেডাম দেখছি। এর মধ্যে আরও কয়েকজন মোটরসাইকেল চালক এসে তাকে অনুরোধ করলো মটরসাইকেলটা একটু চাপিয়ে রাখতে। তিনি খেকিয়ে উঠলেন- এক ইঞ্চিও সরুম না। মটরসাইকেল এর পিছন থেকে একটা মটর গাড়ি বার বার হর্ণ দেয়ায় খানিক খিস্তি করলেন।
এই অনাচার দেখে আমি কয়েকবার বিরক্ত হয়ে তাকানোতে - তিনি আমার দিকে এমন কটাক্ষ হানলেন যে পানি থাকলে আমাকে গিলে খেতেন । ভয়ে আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম।
এভাবে বেশ কিছূক্ষন সিগনালে আটকে থাকায় সবাই ধৈর্য্য হারা হয়ে উঠলো। হঠাৎ পিছনের এক রিকসা থেকে একেবারে একটা থার্ডক্লাস ছেলে (পোষাক, চেহারা দেখে মনে হলো) এসে বলল " এই মিয়া হোণ্ডা সরান"...
কথা শুনার সাথে সাথে মটর সাইকেল ওয়ালা " এত বড় সাহস, খাড়া.." বলে মটর সাইকেলটাকে স্ট্যাণ্ডে রেখে ছেলেটার দিকে তেড়ে আসলো...
সাথে সাথে শুরু হয়ে গেল ভেল্কিবাজি -- ঐ ছেলের সাথে আরো দুই রিকসায় ছিল বস্তির ছয়টা মেয়ে..
ঐ কু...বাচ্চা , বলে ছয় মেয়ে এসে কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে, কেউ সাইড থেকে দিল ধাক্কা, সাথে খিস্তি খেউড় আর মৃদু চড় থাপ্পড় পুরাই ফিরি। হেডাম ওয়ালার হেডাম এক্কেবারে রাস্তায় গড়াগড়ি।
আমি অপলক দৃষ্টিতে মটরসাইকেল ওয়লাকে দেখছি দেখে আমার দিকে তাকিয়ে হাউমাউ করে বলল...আমার কি দোষ কন? আমি কি করছি?
মনে মনে আমি শুধু বললাম একেই বলে আল্লার মাইর।


Sketch-Alamy-2gpnffc

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৪২

জুল ভার্ন বলেছেন: উচিৎ শিক্ষা হয়েছে।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:২২

বিষাদ সময় বলেছেন: এরকম উচিৎ শিক্ষা যদি সব ক্ষেত্রে হতো তবে সমাজ থেকে অনেক অন্যায় কমে যেত।

২| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৩

দারাশিকো বলেছেন: মোবাইল ছিল না সাথে? একটা ভিডু দেখতাম!

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪০

বিষাদ সময় বলেছেন: কেন যেন মোবইলে ভিডিও তো দূরের কথা ক্লিক করার অভ্যাসও নেই বললেই চলে। তবে ঘটনা সম্পূর্ণ বাস্তব ঘটনায় তেমন কোন পেইন্ট ব্রাশও করা হয়নি।

৩| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: ভিডু থাকলে আপনার সাথে মজা নিতাম :)

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৪৩

বিষাদ সময় বলেছেন: আমি হলাম টিউব লাইট....জলতে সময় লাগে । খেলা দেখায় এতই নিমগ্ন হয়ে যাই যে ...প্লে ব্যাক এর প্রয়োাজন হতে পারে তা বুঝতে বুঝতে খেলা শেষ হয়ে যায়।

আবার ভিডিও করতে গেলে এমনও হতে পারতো যে তখন আমার অবস্থা দেখে সবাই মজা নিতো... :(

৪| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



ক্রমেই এগুলো ঘটবে!

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৮

বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন।
সমাজে শৃঙ্খলা বোধের যখন অভাব দেখা দেয়, আইন তখন মানুষ নিজের হাতে তুলে নেয়।

৫| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৪

অধীতি বলেছেন: তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে পোস্টটা দিলেন মনে হলো।

১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৫

বিষাদ সময় বলেছেন: ঢেকুর তো তুলতে তূলতে পোস্ট দিলাম তবে সেটা তৃপ্তির না অজীর্নের বলতে পারছি না.....

৬| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার হৃদয়ের লুকায়িত আনন্দ পোস্টে প্রকাশ পেয়েছে।

১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৯

বিষাদ সময় বলেছেন: অধম উত্তম-মধ্যম পেয়েছে এ আনন্দ তো লুকায়িত নয় প্রকাশিত... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.