নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ক্যাচালীয় ধাঁধা =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩১





বিঃদ্রঃ- ইহা একটি ফান পোস্ট কোন ব্যাক্তিকে সামান্যতম আঘাত দেয়াও এ পোস্টের উদ্দেশ্য নয়।

অনেক দিন ধরে ব্লগে বেশ সুন্দর পরিবেশ । ক্যাচালের স্বর্নযুগ কোথায় যেন হারিয়ে গেছে =p~ =p~
ক্যাচালের উন্মাদনা, উত্তজনা থেকে অনেকদিন বঞ্চিত। :| সবার মধ্যে কেমন যেন বাঙালীর স্বভাব বিরুদ্ধ সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক। :``>>
এসব দেখে কেন যেন স্বভাব সুলভ ঔৎসুক্য কাজ করে । কোথাও কারো ল্যান্জা দেখা যায় কিনা। কিন্তু নাহ আমি একেবারে হতাশ। সবাই শান্ত সুবোধ হয়ে গেছেন। একবারে সাপে নেউলেতে গলায় গলায় সম্পর্ক। নিরাশ হয়ে মনে হল আমিই না হয় একটু ল্যান্জা বাহির করি। সেই মহান উদ্দেশ্য পূরণ কল্পেই আমার এই ক্যাচালীয় ধাঁধা-


শর্তঃ
১. কেচাল ব্লগার এবং গার্বেজ ব্লগার বাদে ব্লগে মোট ছাব্বিশ জন ব্লগার রয়েছেন। ( কেচাল ব্লগারের পক্ষে দশজন. গার্বেজ ব্লগারের পক্ষে দশজন আর ছয় জন এলিট ব্লগার এই ছয়জন ব্লগার কারো পোস্টে কোন মন্তব্য করেন না এমনকি নিজের পোস্টে কেউ মন্তব্য করলে উত্তরও দেন না )
২. নিজের পোস্টে কেউ নিজে মন্তব্য করতে পারেন না।
৩. কেচাল ব্লগারের পোস্টে শুধু তার পক্ষের ব্লগাররা মন্তব্য করেন আর গার্বেজ ব্লগারের পোস্টে করেন তার পক্ষের ব্লগারেরা।
৩. একজন ব্লগার কোন একটি পোস্টে ৩ টির বেশি মন্তব্য করতে পারেন না।
৪. আলোচ্য সময়ের মধ্যে কোন নতুন ব্লগার ভাই , বহিন বা উপরে উল্লেখিত ছাব্বিশ জন ব্লগারের কোন জড়ুয়া ভাই, জড়ুয়া বহিন ব্লগে এন্ট্রি পাননি।
৫. দুজন ব্লগার সব সময় এক সাথে একটি করে পোস্ট দেন। (কেচাল এবং গার্বেজ)

এখন একজন কেচাল প্রিয় ব্লগার তার প্রতি কেচাল পোস্টে ১০ টি করে মন্তব্য পান। কিন্তু তার প্রতি কেচাল পোস্টের পর তার পক্ষের একজন ব্লগার মর্মাহত হয়ে ব্লগ ছেড়ে চলে যান।

আর গার্বেজ লেখক তার প্রতি পোস্টে ৪টি করে মন্তব্য পান। কিন্তু তার দলের কেউ ব্লগ ছেড়ে চলে যান না।

প্রশ্নঃ
১. তাদের কততম পোস্ট থেকে কেচাল ব্লগারের চেয়ে গার্বেজ ব্লগারের পোস্টের মন্তব্য বেশি হবে?
২. তাদের কততম পোস্টে গিয়ে গার্বেজ ব্লগারের মোট প্রাপ্ত মন্তব্য কেচাল ব্লগারের প্রাপ্ত মোট মন্তব্যের চেয়ে বেশি হবে?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন: ১) ৮ম পোষ্টের সময় গার্বেজ ব্লগারের পোষ্টে মন্তব্যের সংখ্যা ক্যাচাল ব্লগারের চেয়ে বেশী হবে।
২) ১৪শ পোষ্টে গার্বেজ ব্লগারের পোষ্টে মোট মন্তব্যের সংখ্যা ক্যাচাল ব্লগারের মন্তব্যের মোট সংখ্যার চেয়ে বেশী হবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৬

বিষাদ সময় বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী কাল ধাধার উত্তর দিব। ভাল থাকবেন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:


উপরের ২) নম্বর উত্তরে টাইপো কিনা বুঝতে পারছি না; আমি ১৪'তম বুঝাতে চেয়েছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১

বিষাদ সময় বলেছেন: বুঝতে পেরেছি। চতুর্দশ কে অনেক সময় সংক্ষেপে ওভাবে লিখতে দেখি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১

জটিল ভাই বলেছেন:
যুগোপযোগী যুৎসই পোস্টের জন্যে একখানা জটিলবাদ দেওয়াই যায়। যদিও সকলকে অবাক করে দিয়ে আমি উত্তর দিয়ে অংশ গ্রহণ করতে আসিনি। আমি শুধু এসেছি আপনার ব্যক্তিত্ব যাচাই করতে।



লেট আস টক হুইচ কাইন্ড অফ পারসন ইউ আর --

*আপনের চোখে যদি " ও মা ! সো সুইইইইট ! দুইটা লোহার দারুণ প্রেমে ডোবা ,রোমান্টিক, ব্যাঙের কাপলের ভাস্কর্য চোখে পড়ে তবে আপনি আবেগি প্রেমিক, শিল্পপ্রিয় মানুষ ❤️❤️

* আপনার চোখে যদি দুইটা চামচের বানানো ব্যাঙের ভাস্কর্য চোখে পড়ে যার টেকনিক নিয়ে আপনি চিন্তিত -কেমনে বানাইলো, ক্যামনে বেকাইলো, ইত্যাদি নিয়ে ভাবতে থাকেন , তাহলে আপনি বুদ্ধিমান, টেকনিকাল ও শিল্পসম্মত মানুষ ❤️

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

বিষাদ সময় বলেছেন: জটিল বিষয় আমার মাথায় একদমই ঢোকে না। আমি সরল মানুষ। ব্লগ বাড়িতে আসায় আপনাকে সরলাবাদ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: গার্বেজ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

বিষাদ সময় বলেছেন: আমার ধারনা আপনি লেখাটি সম্পূর্ণ পড়েননি এবং বুঝেননি। গার্বেজ বলতে হলে যে ন্যূনতম যোগ্যতা থাকতে হয় ততটুকু যোগ্যতাও আপনি অর্জন করতে পারেননি।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জটিল ভাই,

আমার তো মনে হইছে- এগ্লা কি রিমোটে চলে? নাকি ছুডুকালের লঞ্চের মতো চাবি দিয়া ছাড়ইয়া দিলে চলতে থাকে জনম ভরি ;)

এইবার কইনচান দেখি আমি কিরাম? :P =p~ =p~

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

বিষাদ সময় বলেছেন: এই পোস্টে তেমন কেউ অংশই নেননি। উত্তর জানারও কারও আগ্রহ আছে বলে মনে হয় না। তারপরও নিজ দায়িত্ব থেকে ধাঁধাটির উত্তর দিয়ে দিলাম-
১ নং প্রশ্নের উত্তর দশম পোস্টে
২ নং প্রশ্নের উত্তর ২৩ তম পোস্টে


বিস্তারিতঃ


এই পোস্টে তেমন কেউ অংশই নেননি। উত্তর জানারও কারও আগ্রহ আছে বলে মনে হয় না। তারপরও নিজ দায়িত্ব থেকে ধাঁধাটির উত্তর দিয়ে দিলাম-
১ নং প্রশ্নের উত্তর দশম পোস্টে
২ নং প্রশ্নের উত্তর ২৩ তম পোস্টে



বিস্তারিতঃ


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.