নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ব্লগে কষ্টের খবর পড়তে পড়তে দম বন্ধ হয়ে যাচ্ছে তাই মনটাকে একটু হাল্কা করার জন্য এই পোস্ট]
কোন ব্লগারের নিকের সাথে পোস্টের কোন নাম মিলিয়া গেলে উহা একান্তই কাকতালীয়
কয়েকজন ব্লগার আড্ডা দিচ্ছেন ব্লগে। এমন সময় এক বিড়ালের ছবি পোস্ট করলো কোন এক মাল্টি ব্লগার। সবার আগ্রহ বিড়ালের দিকে।
এ রকম উৎসাহ দেখে মাল্টি প্রশ্ন করল-
বলেন তো বিড়ালটা কালো না সাদা?
এতক্ষণ ভালই আড্ডা চলছিল সাধাসিধা, সাবলিল। এবার সবাই কেমন যেন সতর্ক হয়ে গেল।
- এক ব্লগার প্রশ্ন করলেন আগে বলেন বিড়ালটা দেশী, ভারতীয় না পাকিস্তানী।
ঠোট উল্টে মাল্টি জবাব দিল -ওমা ও ভারতীয় বা পাকিস্তানী হতে যাবে কেন একদম খাটি কানাডিয়ান বিড়াল।
আরেকজন লিখলেন-ভাল, ভাল। কিন্তু এইটা কোন পার্টি করে?
মাল্টি বিরক্ত হয়ে লিখল -দুধ পার্টি করে।
-দুধ পার্টি মানে?
- সোজা কথা যে দুধ দেয় তার পার্টি করে।
মাথা নেড়ে অন্য এক ব্লগার লিখলেন -তা ঠিক, একদম পারফেক্ট পার্টি সাপোর্টার। কিন্তু এইডা কি ধর্ম কর্ম করে, না করে না?
বিড়ালের আবার ধর্ম কি! ওর তো একটাই ধর্ম মাছ চুরি করে খাওয়া.. মাল্টির উত্তর।
মৃদু হেসে কিছু ব্লগার উপর নিচে মাথা নাড়লেন । যাক তাও একটা ধর্ম ওর আছে।
এবার এক ব্লগার জানতে চাইলেন বিলাইটা কি বরিশাইল্লা ভাষায় মিউ করে, না চাটগায়া ভাষায়?
মাল্টি রেগে বললো- ও ইরেজীতে মিউ বলে।
এবার বিড়ালের সাইজ দেখে ভয়ে ভয়ে কয়েকজন ব্লগার জানতে চাইলেন- এইডা কি মডুর বিড়াল?
মোটেও না। আমি জানতে চেয়েছি বিড়ালের রং, আপনারা শুধু শুধু এত পেচাচ্ছেন কেন?- জিজ্ঞাসা মাল্টির।
সবাই এক সাথে লিখলেন দিনকাল যা পড়েছে রঙ বলার আগে সবই জানার দরকার আছে। বিড়াল কোন দলের, কোন পরিবারের, বিড়ালের শালা কে, দুলাভাই কে, ওর মামু নেতা বা ক্যাডার কিনা, ওর শশুর বাড়ির কোন বিড়ালের সাথে আমাদের বাসার মিনির ভাব ভালাবাসা আছে কিনা এসব না জেনে কোন ভাবেই ওর রঙ্গ বলাটা ঠিক হবে না।
পিছন সারির এক ব্লগার লিখলেন -আচ্ছা আপনি যখন রাগ করছেন আর মাত্র একটা প্রশ্ন - বিড়ালটা কি সোনাগাজী সাহেবের, না তপন ভাই এর?
মাল্টি সো...লেখার সাথে সাথে ব্লগে ঝড় বওয়া শুরু হল...
- বিলাই কালো.....
-বিড়াল সাদা......
-দুর মিয়া আপনার চোখ আন্ধা এইটা কালো বিলাই ......-
-আরে ভাই আপনে হইলেন কালার ব্লাইন্ড, এইটা হইল সাদা বিড়াল। -
-আপনে হইলেন ডোডো পাখি........
-আর আপনি হইলেন টং দোকানদার...
-থামেন মিয়া...
-বলেন মিয়া..
মাল্টি রাগে টঙ হয়ে লিখলো --- আপনারা থামেেেেেেন-----!! এইটা হইলো সোহানী আপার বিড়াল।
সাথে সাথে ব্লগের পরিবেশ একদম মোলায়েম।
-একজন বললেন ...ভেরি কিউট....
আরেকজন --আরে রাখেন শুধু কিউট, কি জেল্লাই দেখেছেন নাকি....
-কি নাদুস নুদুস,,,,
-একেবার খানদানি বিড়াল.....ব্লা ব্লা
যা বুঝার বুঝে নিয়ে হাসতে হাসতে মাল্টি লগ আউট করলো।
৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩২
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৫
মিরোরডডল বলেছেন:
বিষাদকে থ্যাংকস।
আসলেই সব কষ্টের পোষ্টের মাঝে কিছু মজার পোষ্ট প্রয়োজন ছিলো।
এই পোষ্ট পড়ে সাদা কালো নিয়ে একটা জোকস মনে পড়েছে।
যদিও এই পোষ্টের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমার খুব পছন্দের একটা শেয়ার করলাম ।
৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪০
বিষাদ সময় বলেছেন: সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আমরা ভালো কে ভালো এবং খারাপ কে খারাপ সোজা ভাবে বলতে পারি না। বলার আগে অনেক রকমের স্বার্থজনিত চিন্তা ভাবনাা করি। এ কারণেই দিন দিন সমাজের অধঃপতন হচ্ছে।
৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১৭
মিরোরডডল বলেছেন:
একটি গ্রামে এক গরীব কৃষক বাস করতো। তার দু'টো ছাগল ছিলো।
একদিন কয়জন সাংবাদিক ঘটনাক্রমে সেই কৃষকের সাক্ষাৎকার নিতে এলো-
সাংবাদিকঃ তুমি ছাগলগুলোকে কি খেতে দাও?
কৃষকঃ কোন ছাগলটাকে, সাদাটাকে নাকি কালোটাকে?
সাংবাদিকঃ কালোটাকে ?
কৃষক: ঘাস
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দেই।
সাংবাদিক: তুমি ছাগলগুলোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদা টা কে না কালো টাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষকঃ ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
সাংবাদিক: তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিস্কার রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদাটাকে না কালোটাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: জল দিয়ে চান করাই।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও জল দিয়েই চান করাই।
সাংবাদিকরা এবার প্রচণ্ড রেগে গিয়ে বললো: হারামী, দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাদের জিজ্ঞাসা করছো কেন যে সাদা ছাগলটা, না কালো ছাগলটা?
কৃষক: কারণ কালো ছাগলটা আমার।
সাংবাদিক: আর সাদা ছাগল টা ?
কৃষক: ওটাও আমার।
৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৩
বিষাদ সময় বলেছেন: হাঃ হাঃ চমৎকার এবং নতুন একটি জোকস শুনলাম । প্রয়োজনমতো শেয়ার করা যাবে।
ভালো থাকবেন।
৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখন দেখছি পোস্টদাতাকে সাবধানে অনেক প্রশ্ন করে সাবধানে মন্তব্য করতে হবে !!
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫১
বিষাদ সময় বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ায় আন্তরিক দুঃখিত।
এখন দেখছি পোস্টদাতাকে সাবধানে অনেক প্রশ্ন করে সাবধানে মন্তব্য করতে হবে !!
কথাই আছে সাবধানের মার নাই। কিন্তুু চাইলেই কি আর সব দিক থেকে সাবধান থাকা যায়।
বাই দা বাই, আমি কিন্তু আপনার মন্তব্য এক্সপেক্ট করেছিলাম।
অনেক অনেক শুভকামনা।
৫| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০১
মিরোরডডল বলেছেন:
বিষাদের প্রোফাইল পিকটা খুব সুন্দর।
বিষাদময়, মায়াময়, রহস্যময়!
যত ধরণের ময় আছে, সবগুলো এই ছবির মাঝে আছে
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৪
বিষাদ সময় বলেছেন: সব "ময়" মিলে একবারে ময়রা হয়ে গেলাম যে...
আপনার প্রাণ চাঞ্চল্যে পোস্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে। সে জন্য কৃতজ্ঞতা।
৬| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:১৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধুর মিয়াও ----------- ভাই,
এত ত্যানা প্যাচাইতেছেন কেন?
আমনি বিলাও চিনেন না
ইডা ঐল গিয়া রেলের কালা বিলাই , আমগো দেশী কাউয়ার রংগের । যার কা কা এবং ম্যাও ম্যাও - দুইই এক রকম।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৬
বিষাদ সময় বলেছেন: একবারে থলের বিড়াল বের করে দিলেন যে।
ধন্যবাদ।
৭| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩২
জুন বলেছেন: এটা আমার ছেলের পোষা বিলাই। ঝগ্রা থামান, এখন বলেন এইটার রঙ কি
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৬
বিষাদ সময় বলেছেন: ও মোর আল্লাহ আবার বিড়ালের রং?
আপনার বা ভাইয়ের বিড়াল হইলে না হয় পেচানো যাইতো কিন্তু ভাগনার বিড়াল বইলা কথা- একেবারে টাইগার রঙা।
৮| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৯
মিরোরডডল বলেছেন:
জুনাপু, তোমার এই বিল্লুটার নাম কি?
কিউট দেখতে।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২০
বিষাদ সময় বলেছেন: একেবারে টাইগারের মতো.......
৯| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫০
সোনাগাজী বলেছেন:
ঐ বিড়াল মাছ চুরি খায়? উহা অবশ্যই তপনের বিড়াল; আমি আজীবন গরু পালন করেছি।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৫
বিষাদ সময় বলেছেন: ফান পোন্টের মন্তব্য ফানি থাকবে এটাই প্রত্যাশা.......যদিও এটা একটা গার্বেজ পোষ্ট
১০| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫০
জুন বলেছেন: মিররডডল এটা আমার ছেলের বিড়াল নাম তুং তুং। আমার ছেলে যখন ব্যাংকক থাকতো তখন সেই বিল্ডিং এর একটা কমন বিড়াল ছিল নাম তুং তুং, হয়তো কারো পরিত্যক্ত ছিল। সে কি করে আমার ছেলের বিড়াল হয়ে উঠলো। তারপর আমার ছেলেরও চোখের পানিতে তাকে ছাড়তে হলো সেই করুন উপাখ্যান নিয়ে ব্লগে আমার একটি পোস্ট অনেক ছবি সহ আছে। অনেক জনপ্রিয় হয়েছিল আমার সেই পোস্টটি মিরর। আপনি পড়তে পারেন। সেই বিড়ালটির নামও ছিল তুং তুং , থাই ভাষায় মুটু। পোস্টের নাম "তুং তুং এক মুটু বিড়ালের উপাখ্যান "
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২২
বিষাদ সময় বলেছেন: আপনার লেখাটি সময় করে পড়তে হবে। আমাদের বাসায় বিড়াল নিয়ে যা কন্ড হয়ছে তা উপন্যাস কেউ হার মানাবে.....
১১| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০
মিরোরডডল বলেছেন:
বাহ! দারুণতো।
পড়বো জুনাপু কোন একসময়।
তুং তুং , মুটু , দুটো নামই পছন্দ হয়েছে।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:২৭
বিষাদ সময় বলেছেন: কথা চলুক .....সাথে আছি....
১২| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
শেরজা তপন বলেছেন: সোনাগাজী বলেছেন:
ঐ বিড়াল মাছ চুরি খায়? উহা অবশ্যই তপনের বিড়াল; আমি আজীবন গরু পালন করেছি।
~ এর অর্থ ইহা দাঁড়ায় কাউবয়'রা কখনো মাছ খায় না
মিরোর আপুর জোকস টা আগে শোনা হলেও শেষেরটুকু ভুলে গিয়েছিলাম। মজা পেলাম।
জুনাপুর ছেলের বিলাই এর রঙ বলার আগে আমার কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আগে দেন;
১। ব্যাটা না বেটি
২। মাছ খায় নাকি মাংস খায় নাকি দুটোই খায়?
এই দুইটা প্রশ্নের উত্তর দেবার পরে বাকি প্রশ্ন নিয়ে ফের আসছি।
বিষাদ সময়ের লেখাটাইয় বেশ মজা পেয়েছি।
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৬
বিষাদ সময় বলেছেন: আপনার ধৈর্য়, সহ্য প্রশংসার দাবীদার। কামনা করি এ রকম থাকুন।
মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ।
১৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২১
জুন বলেছেন: @ শেরজা
(১)ছেলে বিড়াল।
(২) বিড়ালের প্যাকেট করা শুকনা খাবার, পানি, টিনে ভরা স্যামন মাছের ফ্লেক্স (আমি খাইতে পারি না দামের জন্য)
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৫০
বিষাদ সময় বলেছেন: আমিও প্রশ্ন নিয়ে আসছি.....
১৪| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: ওয়াও পোস্টটি পড়ে সত্যিই ভালো লেগেছে!!!
@মিরোরড্ডল আপু তোমার জোকসটা এর আগে শুনি নি কিন্তু মজা পেয়েছি অনেক
০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
বিষাদ সময় বলেছেন: ব্লগে স্বাগত। ভাল লেগেছে জেনে খুশি হলাম।
অনেক অনেক শুভকামনা।
১৫| ০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৬
দেয়ালিকা বিপাশা বলেছেন: @ জুন আপুর তুং তুং টাও অনেক সুন্দর।
০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩২
বিষাদ সময় বলেছেন: জুন আপুর উত্তরের অপেক্ষায় রইলাম......
১৬| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫১
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ বিষাদ সময়; আমি নিজেও জানতাম না আমার এত ধৈর্য ও সহ্য ক্ষমতা আছে
@ জুনাপু ছেলে মানে হুলা বিলাই! বড় বিরক্তিকর -খাসি করাইছে মনে হয়। করাইলে মুসলমান বিড়াল- ইহুদীও হইতে পারে। ইহুদীরাও খৎনা করায়।
একটু জিগাইয়েন ও ইসরাইলী না ফিলিস্তিনী? এইটা ব্লগের জন্যে জানা খুব দরকার।
আপনার জন্য খুব করুনা হচ্ছে আপু- এই দুর্মুল্যের বাজারে পশুখাদ্য কিনে খাবার সামর্থ্যও আপনার নেই!!!
০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
১৭| ০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯
নিমো বলেছেন: বিড়ালটা লন্ডনের গাছের ডালে বসে দেশ-দুনিয়ার উদ্ধারকর্তা হলে রংটা বলতে পারতাম।
০১ লা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
বিষাদ সময় বলেছেন: দেখেন কি বিপদ!! এখন তো দেখছি বিড়ালের রং বলার জন্য আরো কত কিছু জানা দরকার!!
শুভকামনা। ভাল থাকবেন।
১৮| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭
জুন বলেছেন: @ মিরর তুং তুং এক মুটু বিড়ালের উপাখ্যান
০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১০
বিষাদ সময় বলেছেন: আমিও পোস্টে উকি মেরে এসেছি......
১৯| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে দারুণ খাসা রম্য হইছে।গপ্পের সঙ্গে দারুণ মিলে গেলো জুনাপুর বিল্লুটি আসাতে। সোহানী আপুর তাহলে ছাগল বা অন্য কিছু থাকতে পারে
মজা পেলাম তপন ভাইয়ের সঙ্গে @ সোনাগাজীর নির্মল স্বীকারোক্তি এনজয় গুরু
০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৭
বিষাদ সময় বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। সোহানী আপার খরগোশ থাকতে পরতো....কিন্তু ছাগল!!!
ভাল থাকবেন।
২০| ০১ লা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: মডারেটর সাহবের উচিত মাল্টি গুলোকে ঝাটা মেরে বিদায় করে দেওয়া। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
মাল্টি গুলোই ব্লগের পরিবেশ নষ্ট করে।
০১ লা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯
বিষাদ সময় বলেছেন: আপনি দেখি মাল্টিদের উপর হেভি ক্ষ্যাপা। ভাল মন্দ দুরকমেরই মাল্টি আছে । মনন্তব্যর জন্য ধন্যবাদ।
২১| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩১
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আমাদের বাসায় বিড়াল নিয়ে যা কন্ড হয়ছে তা উপন্যাস কেউ হার মানাবে.....
এই গল্পটা জানতে চাই।
মনে হচ্ছে অনেক মজার কিছু হবে।
০২ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৩
বিষাদ সময় বলেছেন: সে সব গল্প আমাদের অসহায়ত্বের আর ১৯ টি বিড়ালের মধ্যে ৫ টি বিড়ালের করুণ মৃত্যুর গল্প।
কোন রকম মজার ছিটে ফোটাও তার মধ্যে পাবেন না। আপনাকে হতাশ করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
ভাল থাকবেন।
২২| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩১
সোহানী বলেছেন: হাহাহাহা.
হায় হায় তুমি আমারে শেষ পর্যন্ত ধরা খাওয়াইলা, বিষাদ সময়!!!
অনেকদিন পর ব্লগে ঢুঁকে আমি হাসতে হাসতে শেষ।
যাহোক পদাতিক, ছাগল পালার ইচ্ছে নাই। চারপাশে এতো এতো ছাগল দেখে দেখে আমি টায়ার্ড। না পারছি এইগুলারে খোয়ারে ফুঁকাতে, না পারছি আদাপ কায়দা শেখাতে................হাহাহাহা
এই ডে আমার দুস্ট মিস্ট পাখিরা, হলুদটা এ্যাটাগো, ব্লু টার নাম সাফায়ার।
My Birds
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৪
বিষাদ সময় বলেছেন: আপনি সাধাসিধা মানুষ। আপনাকে ধরা খাওনোর একদম ইচ্ছা ছিল না। কিন্তু ঐ যে বলে না সঙ্গ দোষে লোহা ভাসে। সোহানী নামটা সোনগাজীর কাছাকাছি হওয়ায় যত ভজকট হয়ে গেল আর কি........
তাছাড়া আপনার প্রতি বেশির ভাগ ব্লগারের ধারণাও ইতিবাচক।
লাইক, মন্তব্যের জন্য ধন্যবাদ এবং ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন।
২৩| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩৬
সোহানী বলেছেন: উপরের ভিডিও লিংটা মনে হচ্ছে কাজ করছে না। এখানে দিলাম, তারা কি পরিমান দুস্টুমি করে তা না দেখলে বিশ্বাস করবে না। ঘড়ির কাটা চেইন্জ করে দেবার ভিডিও এটা। আমি হোম অফিস করি, যখনই দেখে আমি ভিডিও কলে মিটিং এ তারা দৈাড়ে এসে আমার ঘাড়ে ভিডিও এর সামনে এসে বসে চেচাঁতে থাকে। কি যে জ্বালায় রাখে আমাকে.........
https://www.youtube.com/shorts/sYC5VRKGMIg
০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯
বিষাদ সময় বলেছেন: ভিডিওটা চমৎকার। আমাদের একটা টিয়া ছিল এভাবে ঘুরে বেড়াতো। তবে আমরা ঘুমিয়ে থাকলে মাঝে মাঝে নাকে এমন কামড় দিতো যে ব্যথায় চিৎকার করতে হতো।
২৪| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:০৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাই দা বাই, আমি কিন্তু আপনার মন্তব্য এক্সপেক্ট করেছিলাম।
বলেন কী ? বাহ্ সম্মানিত বোধ করছি । তাহলে বলেই ফেলি ।
আসলে ব্লগারদের দোষ দিয়ে লাভ নাই । ব্লগাররা তো ভার্চুয়াল জগতের বাইরে মানুষ তাই না । ওঁরা সব সময় ঝোঁপ বুঝে কোপ মারতে চায় । এখানে বড় দোষের কিছু নাই, আধুনিক জীবনে ঝোঁপ বুঝে কোপ না মারলে তো সব শেষ । তাছাড়া ক্যাঁচালে কেইবা যেতে চায় বলুন ?
আবার আরেকটা কথা আছে , পঁচা পুকুরে সবাই ময়লা ফেলে ভালো পুকুরে কেউ ময়লা ফেলতে যায় না !
এইযে দেখেন আপনার এই পোস্টে ক্যাঁচাল কিন্তু একটা বাঁধালেন গোল্ডেনগাজী ! উনিই প্রথম শুরু করে দিলেন এরপর যখন তুমুল হবে তখন বলতে থাকবেন " আমাকে নিয়ে সড়যন্ত্র করা হচ্ছে ।" ভাইরে ভাই সিরিয়ালের ন্যাকা ভিলেনও ওনার কাছে ফেল খাইবে !!
০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০
বিষাদ সময় বলেছেন: আমি কবিতার মতো হেয়ালি করে একটা মন্তব্য করলাম আর আপনি "কেষ্ট ব্যাটা চোর বলে" গাজী সাহেব কে এনে আামার পচা পুকুরে চুবালেন!!
২৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি তো আপনার পোস্টের বিষয় হিসেবে কেষ্টাকে টানিনি কমেন্টের জের ধরে বললাম !!
০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:০৩
বিষাদ সময় বলেছেন: ভাল যে এখন পর্যন্ত পোস্টে কোন ক্যাচাল হয়নি.....ফান পোস্ট ফানিই থেকেছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৬
মিরোরডডল বলেছেন: