নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ব্লগে আসি কেন?
এখানে লিখতে লিখতে একদিন সাহিত্যে নোবেল বিজয়ী হবো বলে!! ক'দিন লিখে ব্লগের টাকায় গাড়ি বাড়ি করবো বলে!! ব্লগে লিখে সমাজটাকে পাল্টে দিবো বলে!!
এর কোনটাই যে সত্য না তা আমারা সকলেই জানি। তাহলে কেন আসি? আসি মানসিক বিষন্নতা, অবসাদ বা নিঃসঙ্গতা থেকে একটু মুক্তি পেতে, একটু রিফ্রেশ বা রিচার্জ হতে। বেশির ভাগ ব্লগারের ব্লগে আসার কারণ মনে হয় এটা। শেষ পর্যন্ত অনেকেই ব্লগের আসক্তিতে জড়িয়ে যান। আসক্তি মানেই এক ধরণের মানসিক অসুস্থতা। সেই অসুস্থতা থেকেই ভনিতা, কেচাল, প্রতিযোগীতা।
এভাবে দেখলে আমরা অনেকেই মানসিকভাবে অসুস্থ। বয়স একাকিত্ত্ব অনেক সময় এ অসুস্থতার মাত্রাকে বহুগুন বাড়িয়ে দেয়। তখন কেউ একে বলেন পাগলামী কেউ বা বলেন চাইল্ডিশ বিহেভিয়ার। কেউ যখন দিন রাতের বেশির ভাগ সময় একটা ব্লগকে অনর্থক কারণে আকড়ে ধরে রাখতে চায় তখন তার আসক্তি বা অসহায়ত্বটা বোঝা যায়। ছোট বেলায় আমরা শিখেছিলাম কানাকে কানা বলিও না আমাদের ধর্ম বলে কাউকে খারাপ উপনামে ডাকিও না, চিকিৎসা বিজ্ঞান বলে পাগলকে পাগল বলিও না। কিন্তু আমরা সব শিক্ষা ভুলে তাই করি।
মানসিক রুগীকে চিকিৎসার ব্যাবস্থা না করে কেউ পাগল বলে খেপাই, কেউ ঢিল মারি। সবচেয়ে দুঃখ লাগে তখন যখন ডাক্তারও মানসিক রুগিকে চিকিৎসা না করে তিরস্কার করে।
কোন ব্যাক্তি যখন তার নিজেকে নিয়ে লেখা অবমাননাকর পোস্টে এসে লাইক দেয় তখন তার মানসিক অবস্থাটা সহজেই বোঝা যায়। এর জন্য বিদ্যান বা বুদ্ধিমান কোন কিছুই হওয়ার প্রয়োাজন হয়না।
আমার ধারণা পাগল তিন রকমের সরল পাগল, ভবের পাগল, সেয়ান পাগল। হিসাব কষলে দেখা যাবে আমরা সবাই কোন না কোন শ্রেণীর পাগল।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৮
বিষাদ সময় বলেছেন: চলার শুরুতেই আপনাকে সাথে পেয়ে ভরসা পেলাম। ধন্যবাদ।
ভাইয়া কেউ যদি তোমাকে নিয়ে অবমাননাকর পোস্ট দেয় আর ততে তুমি লাইক দাও তাহলে তুমি মোটেও সরল পাগল নহ।
তবে এটা সেয়ান পাগলেরও লক্ষণ নয়।
তুমি সেল্ফ অবসেশনে ভুগছো মানে নাম নিলেই হলো সেটাতেই খুশ হয়ে যাওয়া।
এখানে একটু দ্বিমত আছে। খুশ হওয়া না, নিজের উপস্থিতি জানান দেয়ার চেষ্টা।
এবার লাইকের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেউ যখন দিন রাতের বেশির ভাগ সময় একটা ব্লগকে অনর্থক কারণে আকড়ে ধরে রাখতে চায়
তখন তার আসক্তি বা অসহায়ত্বটা বোঝা যায়।
............................................................................................................................
আমাদের ব্যক্তি জীবন কখোনই সহজ সরল পথে চলেনা ।
অতিরিক্ত চাপে সামাজিক বন্ধন ভুলে যাই,
ব্যবসায়িক ব্যস্ততা পারিবারিক ভালোবাসায় টান পড়ে ,
অর্থনৈতিক টানে বিদেশ গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনি,
কেউ বা মানসিক অস্হিরতা ভুলে যাবার জন্য ফেসবুকের প্রেমে পড়ে,
কেউবা ব্লগে এসে লেখা লেখি করে মানসিক শান্তি খুঁজে ।
===================================================
সুতরাং আমরা পাগল নই , বর্তমান বিশ্ব আর বিজ্ঞান
"দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ "
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪০
বিষাদ সময় বলেছেন: আপনার ব্ক্তব্য অবশ্য ঠিক। তবে আমার কনটেক্সটটা একটু ভিন্ন হওয়ার কথা গুলো এভাবে এসেছে.....
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৬
করুণাধারা বলেছেন: আপনার কথা ঠিক। কিন্তু যার মনের ভারসাম্য নেই, তার সাহায্য দরকার আছে।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১২
বিষাদ সময় বলেছেন: কিন্তু যার মনের ভারসাম্য নেই, তার সাহায্য দরকার আছে।
মানুষ এবং সহ ব্লগার হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের তেমন একটা সাহয্যের হাত বাড়িয়ে রাখা উচিৎ নয় কি?
৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫০
শায়মা বলেছেন: না ভাইয়া শুধু নিজ উপস্থিতি নয়-
১। বুঝানো আমি দেখেছি
এবং
২। দেখেই আমি তাইরে নাইরে না হয়ে গেছি মানুষ আমাকে ভুলে যায়নি মনে রেখেছে ভেবেই!!!
হা হা হা
ভুলে ভরা অবদানহীন জীবন মানুষের মনে জায়গা করে নিতে চায় নিজের মানসিক অবসাদে।
তাই যেভাবেই হোক জ্বালিয়ে পুড়িয়ে হনুগিরি করে। যেমন বেশিভাগ ব্লগার নীচমানের লিখেন আর আমি উচ্চ পদস্থ মহা পণ্ডিত সাহেব। ভুল করে আর দয়া করে এই তোদের মাঝারে আসিয়া পড়িয়াছিনু!
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৯
বিষাদ সময় বলেছেন: এই সেরেচে!! এখনও মাথা গরমই আছে দেখছি!!
মাইদুল ভাইয়ের ডেজার্ট খেয়ে মাথাটা ঠাণ্ডা হোক তখন দেখবেন আপনিই বলবেন-
আহা কি মধুর ঐ ... ভাইয়ের ধ্বনি
আকুল হইল প্রাণ নাচিল ধমনী
৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: এখানে সময় বা বয়স অনেক বড় একটা বিষয় বলে আমার মনে হয়। আজ যে অনেক বুদ্ধিমান বেঁচে থাকলে কাল সেও পাগলামি করবেই, এটাই এক রকম অঘোষিত নিয়ম। ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৫
বিষাদ সময় বলেছেন: আমার ব্লগ কুটিরে স্বাগত।
সঠিক অনুধাবন। অনেক মেধাবী মানুষের মধ্যে্ও অনেক রকম পাগলামী থাকে।
ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা।
৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: আমাকে কমেন্ট ব্যান করা কি পাগলামির লক্ষন না।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৭
বিষাদ সময় বলেছেন: আমার পোস্টেই তো আমি বলেছি। সবাই আমরা কোন না কোন ধরণের পাগল। ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৮
নিমো বলেছেন: ব্লগের মডুর আগে নিজের মানসিক স্বাস্থ্য যাচাই করা দরকার, অন্যের দিকে আঙুল তোলার আগে। বার বার তার দাবি ওটা তার ব্যক্তিগত ব্লগ অথচ প্রতিবারই ব্লগ কর্তৃপক্ষের নানা সিদ্ধান্ত স্বরূপ মুখপাত্রের ভূমিকায়, যা কিনা অতীব হাস্যকর। ভালো লিখেছেন, সক্রেটিস বহু আগে বলেছেন নিজেকে জানো, আর আমরা লিপ্ত আছি অন্যকে জানার নির্বুদ্ধিতায়।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫
বিষাদ সময় বলেছেন: পোস্টটা পড়ে আসলে কষ্ট পেয়েছি, তাও আমাদের কোন এক ব্লগারের অনুরোধে পরে শিরোনাম পাল্টানো হয়েছে। যাহোক আপনিও মন্তব্যে আরেকটু কম রূঢ় হলে ভাল হতো।
ধন্যবাদ।
৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগের লেখালেখি করা পাগল শ্রেণীরা উন্নত প্রজাতির।
০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৩
বিষাদ সময় বলেছেন: আমরা বেশির ভাগই উন্নত আতেঁল প্রজাতির...
ধন্যবাদ।
৯| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সব ধরনের পাগলামি মেনে নেয়া ঠিক না। কিছু আছে অবুঝ পাগল আর কিছু আছে সেয়ান পাগল। ক্ষেত্র বিশেষে কিছু পাগলকে কখনো কখনো শেকলেও বাধারও প্রয়োজন পড়ে তা না হলে দু'পেয়ে মানুষও কখনো কখনো চার পেয়ে পশুর মতো আচরণ করে বসে। এ ব্যাপারে সকলের সচেতনতা জরুরী। ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৬
বিষাদ সময় বলেছেন: সব ধরনের পাগলামি মেনে নেয়া ঠিক না।
আমিও সব ধরণের পাগলামী মেনে নেয়ার কথা কোথাও বলিনি।
ক্ষেত্র বিশেষে কিছু পাগলকে কখনো কখনো শেকলেও বাধারও প্রয়োজন পড়ে তা না হলে দু'পেয়ে মানুষও কখনো কখনো চার পেয়ে পশুর মতো আচরণ করে বসে।
আমাদের মানসিক বৈকল্য এখান থেকে শুরু।
আপনি কোন পাগলকে আইসোলেট করতে পারেন কিন্তু শৃঙ্খলিত করতে পারেন না বা কোন অবমাননাকর কথাও বলতে পারেন না।
যারা পাগলকে আইসোলেট না করে পাগলামীর সুযোগ করে দিয়ে পরে তার সাথে পশুর মতো আচরণ করে। তারা বাস্তবিক অর্থে পশুই, সুযোগ পেলেই তাদের পশুত্বটা বেরিয়ে পড়ে।
ধন্যবাদ।
১০| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ১:০২
শ্রাবণধারা বলেছেন: ভালো লিখেছেন।
সোনাগাজী ঐ পোস্টটিটে লাইক দিয়েছেন এর কারন বোধহয় জানানো যে ঐ পোস্টটি তিনি পড়েছেন। আগেও যখন তাকে কমেন্ট ব্যান করা হয়েছিলো তখন তিনি লাইক দিয়ে নিজের উপস্থিতি জানান দিতেন। হয়তো একটা পোস্ট তার একটুকুও পছন্দ হয়নি, কমেন্টের সুযোগ থাকলে যেখানে তিনি লিখতেন "গার্বেজ পোস্ট" সেখানেও তিনি লাইক দিতেন।
তো তার এই কাজটা আমার কাছে কিন্তু ভার্চুয়াল জগতে খুব ইন্টারেস্টিং এবং সিম্বোলিক মনে হলো। ব্যাপারটার সাথে একজন প্যারালাইসড মানুষের তুলনা করে দেখুন। যিনি কথা বলতে চান, কিন্তু শারীরিক অক্ষমতার কারনে শুধু মাত্র গো-গো শব্দ করতে পারেন মাত্র।
ইন্টারেস্টিং হলো আমি নিজেও কিছুদিন হলো সোনাগাজীর কমেন্ট ব্যান হওয়ার মত, একজন প্যারালাইসড মানুষের মত আচরন করছি। যদিও কোথাও আমার কমেন্ট ব্যান হয়নি, কিন্তু আমার কমেন্ট করার মত যোগ্যতাই নেই। নিউজ ফিডে কানাডার গনমাধ্যমের গাজা সংক্রান্ত যত খবর তার সিংহভাগই নাওম চমস্কির ভাষায় যাকে বলে "“manufacture consent” এই অবস্থা চলছে। পাশ্চাত্য গনমাধ্যমের প্রোপাগান্ডা মেশিন এমন একটি অবস্থা তৈরি করেছে যেখানে এদেশের মানুষেরাও ইসরাইলের গনহত্যা কে সমর্থন করছে। এই অবস্থায় খবরগুলো পড়ে আমি শুধু "লাইক" এবং "ডিসলাইক" দিচ্ছি। কারন আমি ভীত যে মন্তব্য করার কারনে আমি সমস্যায় পরতে পারি। আবার কানাডার গনমাধ্যমের কমেন্ট সেকশনে কঠিন মন্তব্যের জন্য যে ধরনের ইংরেজীতে দক্ষতা থাকা প্রয়োজন তা আমার নেই, আবার খুব ভালো যৌক্তিক মন্তব্য করার যোগ্যতাও আমার নেই । সব মিলিয়ে লাইক আর ডিজলাইক বাটনই আমার ভরসা।
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭
বিষাদ সময় বলেছেন: আপনার সুচিন্তিত মতমতের জন্য ধন্যবাদ।
বস্তবিক অর্থে তার প্রধান দোষ আগ বাড়িয়ে অযাচিত মন্তব্য করা। না হলে তিনি যতটা বাজে মন্তব্য করেন তার চেয়ে হাজার গুন খারাপ প্রত্যুত্তর তাকে পেতে হয়।
কিছু কিছু আচরণে আমিও তার উপর অসন্তুষ্ট। তারপরও তার মধ্যে কিছু চাইল্ডিশ বিহেভিয়ার থাকায় আমি অন্য বিষয় গুলোকে অতটা সিরিয়াসলি দেখিনা। অনেকেই এখন তার এসব আচরণ আর গায়ে মাখেন না।
তারপরও প্রয়োজনে তাকে ব্যান করা যেতেই পারে। কিন্তু তার রোগের তালিকা সহ সাইন বোর্ড টাঙ্গাতে হবে কেন?
ভাল থাকবেন।
১১| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৪
শেরজা তপন বলেছেন: উনাকে কি পুরোপুরি ব্যান করা হছে নাকি শুধু কমেন্ট ব্যান?
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪১
বিষাদ সময় বলেছেন: আমার মনে হয় প্রথম পাতা এবং মন্তব্য ব্যান করা হয়েছে। তাকে মাঝে সাময়িক ব্যান করা প্রয়োজন তবে তা বাড়বাড়ি হওয়ার আগেই করা উচিত।
ধন্যবাদ।
১২| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার পোস্টে এসে উনি আরেকজনের সাথে বিবাদে জড়িয়ে গেছেন। পরে সম্ভবত আরেকটা পোস্টেও এটার জের চলেছে। তাই আমার খারাপ লাগছে।
ওনার মন মানসিকতা আমরা সবাই জানি। প্রয়োজন হলে ওনাকে কিভাবে এড়ানো যায় সেই ধরণের কিছু ব্যবস্থাও আমরা জানি। যেমন নিজের ব্লগে ওনাকে ব্লক করা বা মন্তব্য মুছে দেয়া। আমার মনে হয় কারও প্রয়োজন হলে সেই পদ্ধতিতে গেলে ভালো হত। ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক ওনাকে পুনরায় ব্লক করাটা ভালো লাগছে না।
আশা করি পুনরায় ওনাকে মুক্ত করা হবে অচিরেই। কিছু কিছু বিষয়ে উনি বেশ ভালো লেখেন। ওনার অতীত স্মৃতিচারণ মুলক লেখা, বিদেশের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা, বিশ্ব রাজনীতি, কূটনীতি, অর্থনীতি প্রযুক্তি নিয়ে লেখা, দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে লেখাগুলি খুব ভালো হয়।
১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭
বিষাদ সময় বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক ওনাকে পুনরায় ব্লক করাটা ভালো লাগছে না।
এ ব্যাপারেও আমার আপত্তি নাই । কিন্তু ডাক্তারকে কেন কারও রোগের তালিকা করে সাইনবোর্ড টাঙাতে হবে!!
ভাল থাকবেন।
১৩| ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
ফেনা বলেছেন: পাগল...........
১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১
বিষাদ সময় বলেছেন: পাগল!!!
১৪| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত নই।
১১ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪
বিষাদ সময় বলেছেন: ভিন্নমত থাকতেই পারে তবে সেটা বিস্তারিত বললে বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ।
১৫| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১০
সোহানী বলেছেন: যে কারনগুলো বলেছেন তার বাইরেও কারন আছে ব্লগে আসার। আমার কথা যদি বলি তাহলে বলবো, ব্লগ মানেই আমার কাছে খুব আপন মানুষদের সান্নিধ্য। তাই যতই ব্যাস্ততা থাকুক চেস্টা করি একটু হলেও ঢুঁ দিতে...।
১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৩
বিষাদ সময় বলেছেন: ক'দিন ব্লগে না আসায় মনন্তব্যটি চোখে পড়েনি । দুুঃখিত।
আমি যে সব কারণ বলেছি তার বইরেও অবশ্যই অনেকে অনেক কারণে ব্লগে আসেন।
আমার কথা যদি বলি তাহলে বলবো, ব্লগ মানেই আমার কাছে খুব আপন মানুষদের সান্নিধ্য। তাই যতই ব্যাস্ততা থাকুক চেস্টা করি একটু হলেও ঢুঁ দিতে...।
আমাদেরকে আপন মনে করায় অত্যন্ত খুশি হলাম। কিন্তু আমাদের কাছে এসে কি একটু রিফ্রেশ বা রিচার্জ হন না?
.....নিঃসঙ্গতা থেকে একটু মুক্তি পেতে, একটু রিফ্রেশ বা রিচার্জ হতে।
যদি হন, তাহলে তো আমি ঠিকই বলেছি
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৮
শায়মা বলেছেন: সেয়ানা পাগল বুঝে সুঝে পাগলামী করে তবে বেক্কল পাগল বুঝেই না কোথায় কি করে। ভাইয়া কেউ যদি তোমাকে নিয়ে অবমাননাকর পোস্ট দেয় আর ততে তুমি লাইক দাও তাহলে তুমি মোটেও সরল পাগল নহ। তুমি সেল্ফ অবসেশনে ভুগছো মানে নাম নিলেই হলো সেটাতেই খুশ হয়ে যাওয়া। মাননা অবমাননা ব্যপার না। হা হা হা