নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল রাতে নিজের ঘরে শুয়ে আছি। মাঝে মাঝে চারিদিকে প্রচণ্ড হাততালির আওয়াজ। প্রথমে এর কারণটা বুঝতে পারছিলাম না ।
কিছুক্ষণ পরে বুঝলাম নিউজিল্যান্ড বনাম ভারত সেমিফাইনালকে কেন্দ্র করে এই করতালি। কোন দলের পক্ষে বা কোন দলের বিপক্ষে এ উৎফুল্লতা তা বুঝে নিতে সামান্যও কষ্ট হয়নি। ম্যাচ শেষে মহল্লা একেবারে নীরব। বুঝতে বাকি থাকলোনা কারা ম্যাচ জিতলো।
অনেকদিন আগে কোন একটা গুরুত্বপূর্ণ ক্রিকেেট ম্যাচে পাকিস্তান জিতে যাওয়ায় সারা এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয়েছিল। এখনও পাকিস্তান ক্রিকেট দল বাংলদেশে খেলতে আসলে শুধু তাদের বিপরীত পক্ষে বাংলাদেশ না খেললে তারা তাদের হোম গ্রাউন্ডের মতো দর্শকদের সমর্থন পায়।
ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সমর্থন করেছে। তাদের দেশের হিন্দি বাংলা সব চ্যানেল আমরা গোগ্রাসে গিলি। চিকিৎসার জন্য ভারতে যাই। কাগ'জে কলমে ভারতের ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। তাহলে ভারত এবং ভারতের ক্রিকেট দলের প্রতি এমন বিতৃষ্ণা কেন? জানি এর অনেক উত্তর। ভারতের বিমাতা সুলভ আচরণ, পানি, সীমান্ত হত্যা, দাদাগিরি। কথা সত্যি, মেনে নিলাম।
কিন্তু পাকিস্তানের প্রতি আমাদের এত তৃষ্ণার উৎসটা কোথায়। ভাই ভাই বলে আমরা পাকিস্তান গঠন করলাম। তারপরই আমরা বাঙালীরা দ্বিতীয় শ্রেনীর নাগরিক হলাম, শোষিত হলাম, শাষিত হলাম, ভাষার জন্য প্রাণ দিলাম, ৭১ এ দেশের ৩০ লক্ষ মানুষকে হারালাম, ২ লক্ষ মা বোনের ইজ্জত হারালাম পরিবর্তে আজ পর্যন্ত তাদের কাছ থেকে কোন সমবেদনা পেলাম না।
তারপরও তাদের প্রতি আমাদের এই মরণ তৃষা কেন, এর উৎস কোথায়? এটা কি আবেগ না মানসিক বৈকল্য
১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯
বিষাদ সময় বলেছেন: শুধু সমর্থন না আমার পরিচিত বেশ কিছু ব্যাক্তি আছেন যাদের পাকিস্তান ক্রিকেট দলের প্রতি এক ধরণের উন্মাদনা আছে।
ধন্যবাদ।
২| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মীয় আবেগ সাংঘাতিক! বেশিরভাগই সে আবেগের কাছে পরাভূত। জাতীয়তাবাদও এ আবেগের কাছে গুরুত্ব পায় না।
১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৭
বিষাদ সময় বলেছেন: বিষয়টি মনে হয় এতটা সরল নয়। পাকিস্তান শুধু একটা মুসলিম দেশ এর বেশি কোন ধর্মীয় উপাদান সে দেশের মধ্যে নাই।
ইতিহাস বাদ দিলাম। ধর্মীয় কারণে পাকিস্তানের চেয়ে সৌদি আরব আমাদের কাছে অনেক বেশি আপন হওয়ার কথা। কিন্ত বাস্তব ক্ষেত্রে সৌদি আরবের প্রতি আমাদের এক ধরণের আবেগ আছে কিন্তু পাকিস্তানের প্রতি যে উন্মদনা সে রকম কিছু সৌদি আরবের প্রতি নাই।
৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
ক্রিকেটটা আমরা ভালো খেললে এসবের সমাধান হয়ে যেত।
১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০৯
বিষাদ সময় বলেছেন: আমাদের রক্তে ঢুকে আছে গোলামীর নেশা এটা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। ধন্যবাদ।
৪| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ডার্ক ম্যান বলেছেন: পাকিস্তানকে যারা সমর্থন করে এদের রক্তের দোষ আছে। খোঁজ নিয়ে দেখেন এদের পরিবারের মধ্যে রাজাকার ছিল ।
লেখক বলেছেন: শুধু সমর্থন না আমার পরিচিত বেশ কিছু ব্যাক্তি আছেন যাদের পাকিস্তান ক্রিকেট দলের প্রতি এক ধরণের উন্মাদনা আছে।
ধন্যবাদ।
সঠিক
১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:১১
বিষাদ সময় বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১২
শূন্য সারমর্ম বলেছেন:
গোলামীর নেশা ভেতরে জেনেও বের হওয়া যায় না কেন?
১৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২০
বিষাদ সময় বলেছেন: এডিকশনকে ডেভোশন মনে করে আরো আকড়ে ধরি তাই....
ধন্যবাদ।
৬| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: পারিবারিক শিক্ষাটা জরুরী।
যারা ছটবেলা থেকে সঠিক শিক্ষা পায় না, তারা অসৎ হয়।
২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪
বিষাদ সময় বলেছেন: উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত। পারিবারিক শিক্ষা জরুরী তবে টা একমাত্র কারণ নয়। আলেমের ঘরে জালেম আর জালেমর ঘরেও আলেম হয়।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২০
ডার্ক ম্যান বলেছেন: পাকিস্তানকে যারা সমর্থন করে এদের রক্তের দোষ আছে। খোঁজ নিয়ে দেখেন এদের পরিবারের মধ্যে রাজাকার ছিল ।